1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেত্রকোণায় ট্রলারডুবি

৯ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে দুই নৌযানের সংঘর্ষে ডুবে গেছে একটি যাত্রীবাহী ট্রলার৷ এখন পর্যন্ত দশজনের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরো অনেকে৷

ফাইল ছবিছবি: Imago Images/Zuma/KM Asad

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগরে এই ঘটনা ঘটে৷ স্থানীয়দের বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নদীতে বালুবোঝাই একটি ট্রালারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন৷

বার্তা সংস্থা ডিপিএ-কে নেত্রকোণার সরকারি কর্মকর্তা আব্দুল খালেক জানিয়েছেন মোট দশজনের লাশ উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচ শিশু রয়েছে৷ ইঞ্চিনচালিত নৌকাটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে৷ এর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন৷ ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ 

আব্দুল খালেক বলেন, স্থানীয়ভাবে তৈরি এসব নৌযানের যাতয়তের কোন লাইসেন্স নেই৷ যাত্রী পরিবহণেও কোন রকমের নিয়মের তোয়াক্কা করা হয় না৷  

ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নেত্রকোণার ছাকুরাকোণায় যাচ্ছিল৷ যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি৷

এর আগে পাঁচ আগস্ট নেত্রকোণার হাওরে ৪৮ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে৷ ১৮ জনের লাশ উদ্ধার করা হয়৷ 

এফএস/জেডএইচ (ডিপিএ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ