1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসের উইন্ডমিল আজও গম ভাঙায়

৩ জুলাই ২০১৮

প্যাকেটেই ময়দা পাওয়া গেলে আর গম ভাঙানোর প্রয়োজন কী! চালের জন্যও আর ঢেঁকির প্রয়োজন নেই৷ নেদারল্যান্ডসে আজও উইন্ডমিলে গমসহ একাধিক শস্য ভাঙিয়ে ময়দা তৈরি করা হচ্ছে৷

Niederlande Windmühle und Windpark
ছবি: picture-alliance/dpa/H. Lossie

শস্য ভাঙানোর কাজে উইন্ডমিল

03:23

This browser does not support the video element.

ক্লাসের বন্ধুরা যখন সপ্তাহান্তে ফুটবল মাঠ ও পার্টি নিয়ে ব্যস্ত থাকে, তখন কুন হেইকোপ উইন্ডমিলে চলে যায়৷ ১৬ বছরের এই কিশোর পড়াশোনার পাশাপাশি বেলজিয়াম সীমান্তের কাছে ডনখেন শহরে প্রায় ১৩০ বছর পুরানো একটি মিলে হেংক ডেমুটের কাছে মিলের কর্মী হিসেবেও প্রশিক্ষণ নিচ্ছে৷

কুন নিয়মিত কাজগুলি এর মধ্যেই শিখে ফেলেছে৷ প্রথমে পতাকা উত্তোলন করতে হয়৷ যার অর্থ, মিলার বাড়িতেই রয়েছেন৷ তারপর ডানাগুলিতে তেল লাগাতে হয়৷ কয়েকশ' বছর ধরে শুকরের চর্বি দিয়েই সেই কাজ করা হচ্ছে৷ সবার শেষে পাল তুলতে হয়৷ কুন বলে. ‘‘বন্ধুরা এখানে আমার কাজ খুব পছন্দ করে৷ তবে তারা সবকিছু ঠিকমতো বুঝতে পারে না৷ বোঝানোর চেষ্টা করলে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে৷''

ক্লান্তিকর হলেও উইন্ড মিল নেদারল্যান্ডসের প্রতীক৷ গোটা দেশে প্রায় ১,০০০ উইন্ডমিল রয়েছে৷ প্রায় প্রত্যেকটি চালু রয়েছে, তবে শুধু পর্যটকদের মনোরঞ্জনের জন্য নয়৷ আগের মতোই সেখানে শস্য ভাঙানো হয়, করাত যন্ত্র চালানো হয় অথবা পানি পাম্প করে নালায় ফেলা হয়৷ কিন্তু সমস্যা হলো, ভবিষ্যতে এই সব মিল চালানোর জন্য যথেষ্ট মানুষ পাওয়া যাচ্ছে না৷ যেমন মিল-মালিক হেংক ডেমুট বলেন, ‘‘আজকাল শুধু অবসরপ্রাপ্তরা তাদের অবসর সময়ে এই কাজ করেন৷ এখনো মিলগুলি চালু রাখা যাচ্ছে৷ ১০, ১৫ বা ২০ বছর পর আমাদের সত্যি সমস্যা হবে৷''

খোদ নেদারল্যান্ডসেরও অনেক মানুষ মনে করেন, যে মিলগুলি শুধু লোক দেখানো৷ আটা-ময়দা তো সুপারমার্কেট থেকে আসে! কেউ বলেন, সেখানে যে ময়দা কেনা যায়, জানতামই না৷ কারো মতে, এটা সহজে পাওয়া গেলেও মিলের ময়দার স্বাদ হয়ত ভালো৷

লেন লাখারভেয়ার্ফ এ ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়৷ ওইস্টারভেইক শহরে তাঁর মিল থেকে তিনি গোটা এলাকার বেকারিতে নানা ধরনের ময়দা সরবরাহ করেন৷ মিল মালিক হিসেবে লেন লাখারভেয়ার্ফ, ‘‘মিলের পাথর যখন গান গায়, যেমনটা আমরা বলে থাকি এবং ময়দা যখন হালকা ও বালুর মতো হয়, তখন বুঝি যে মান ভাল হয়েছে৷''

পর্যটকরাও অবশ্য এই চিরায়ত প্রক্রিয়া দেখতে পারেন৷ যেমন স্পেন থেকে একদল পর্যটক সেটা দেখতে এসেছেন৷ তাঁদের একজন বললেন, নেদারল্যান্ডস উইন্ডমিলে ভরা, এ কথা শুনেই আমরা এখানে এসেছি৷

উইন্ডমিল ভবিষ্যতেও তার অস্তিত্ব টিকিয়ে রাখবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ কিন্তু সেখানে ময়দা তৈরি করে রুটি কারখানায় সরবরাহ করা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ কুন হেইকোপ-এর মতো তরুণরা তা চালু রাখতে এগিয়ে আসবেন কিনা, তারও নিশ্চয়তা নেই৷

গুনার ক্যোনে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ