1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসের আইস হোটেল

২৭ জানুয়ারি ২০১২

হোটেল মানেই আরামে থাকা, রাত্রিযাপন, ঘুম থেকে উঠে দেখা যাবে সকালের নাস্তা তৈরি৷ কিন্তু যদি বলা হয় হোটেলের রুমটি হবে কনকনে ঠান্ডা৷ তাহলে কী আপনি যাবেন সেই হোটেলে?

Artist/s: Cindy Berg, Marjolein Vonk, Jan Willem van der Schoot and Marinus Vroom Ice church: Linnea Borealis Die gesamte Icehotel ist eine Leihgabe aus dem mächtigen Torne Flusses und ist ein Ort, wo die Zeit stehen bleibt. Wenn das Frühjahr kommt und dann schließlich im Sommer, die gesamte Schöpfung wird einmal mehr zum Teil des Kurszentrums rauschende Stromschnellen in Richtung Meer. pressebilder geschickt von Magdalena Sjödin Graphic Designer ICEHOTEL Phone: +46 (0)980 66 822 Fax: +46 (0)980 66 876 Email: magdalena@icehotel.com Web: www.icehotel.com ICEHOTEL AB, 981 91 Jukkasjärvi, SWEDEN. Registration number: 556234-7426
আইস হোটেলের ভেতর গির্জাও রয়েছেছবি: Ben Nilsson/Big Ben Productions

অন্য যে কোন হোটেলের সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে আইস হোটেলে৷ নেদারল্যন্ডসের সোলে শহরে এই হোটেলটি তৈরি হয়েছে৷ হোটেলের রুমে একটি বিছানা,ছোট একটি ফ্রিজ অর্থাৎ মিনিবার, বাথরুমে তোয়ালে এবং এক জোড়া স্যান্ডেল৷ পার্থক্য হল রুমের তাপমাত্রা শূন্যের কাছাকাছি৷

নেদারল্যান্ডসে এরকম আইস হোটেল এই প্রথম৷ আট ডিগ্রি সেলসিয়াস হল রুমের সর্বোচ্চ তাপমাত্রা৷ হোটেলের ম্যানেজার আনেট ভ্যান লিমবুর্গ হাসতে হাসতে জানান, ‘‘আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করেন তাহলে অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে ভুলবেন না৷ রাতে মদ্যপান না করাই ভাল এবং ভারি খাবার না খাওয়া হবে বুদ্ধিমানের কাজ৷ রুমে ঢোকার আগে ঠিকঠাক শীতের কাপড় অবশ্যই পরে নিতে হবে৷''

বলা বাহুল্য, চুল ভেজা থাকলে তাতে বরফ জমে যাবে৷

আইস হোটেলের অতিথি লুক ভ্যান হেইস্ট এবং মায়া ঝাং৷ দুজনের বয়সই ৪২৷ তারা বেশ মন দিয়ে হোটেল ম্যানেজারের কথা শুনলেন৷ তাদের সুটকেসে তারা প্রয়োজনীয় শীতের কাপড়, হাতমোজা, টুপি এবং সোয়েটার নিয়ে এসেছেন৷ সুতরাং চিন্তা নেই৷ ভ্যান হেইস্ট জানালেন, ‘‘আমি ভয় পাচ্ছি না তবে একটু চিন্তা হচ্ছে৷'' বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান,‘‘আমি অভিজ্ঞতা অর্জন করতে এসেছি৷ আমার মনে হচ্ছে আমি যেন ছোট একটি ছেলে৷''

সুইডেনের আইস হোটেল

সোলে শহরে বরফের তৈরি ভাস্কর্যের নানা প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ এবার তৈরি হল একটি হোটেল৷ হোটেলে মাত্র তিনটি রুম৷ তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রির মধ্যে ওঠানামা করে৷

তবে সবচেয়ে বড় আইস হোটেল অবস্থিত সুইডেনে৷ সেই হোটেলে রয়েছে ৪৭টি রুম৷ ২০১১/১২ সালের সিজনে হোটেলটি অতিথিদের জন্য উন্মুক্ত৷ ম্যানেজার ভ্যান লিমবুর্গ জানান, ‘‘কানাডা বা সুইডেনের মত আমাদের হোটেলটি প্রকৃতির মাঝখানে নয়৷ সেসব হোটেলে অতিথিদের ঘুমাতে হয় মাইনাস টোয়েন্টিতে৷''

নেদারল্যান্ডসের এই হোটেলের রুম তৈরি করা হয়েছে বরফের চাক দিয়ে৷ বিছানাও তৈরি বরফের, তা সবসময়ই গোলাপিআভা ছড়াচ্ছে৷ প্রায় দশ দিন সময় লেগেছে একটি রুম তৈরি করতে৷ ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে জানুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত হোটেলটি খোলা থাকবে৷ ভাড়া? দুজনের জন্য এক রাতের ভাড়া পড়বে ১৯৯ ইউরো৷ সঙ্গে থাকবে সকালের নাস্তা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ