1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দাগিরির অভিযোগ

১৮ আগস্ট ২০২০

এক সামরিক কর্মকর্তার গাড়িতে যন্ত্রপাতি রেখে আড়ি পাতা এবং গোয়েন্দাগিরির অভিযোগে মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠানো হয়৷ ক্রেমলিন মনে করে, এমন তৎপরতা দু দেশের সম্পর্ককে আরো জটিল করবে৷

ছবি: Colourbox/S. Gnatiuk

সোমবার মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পরে এক বিবৃতিতে জানানো হয়, হেগ শহরে রাশিয়ার দূতাবাসের সামরিক অ্যাটাশের গাড়িতে নজরদারির যন্ত্রপাতি রেখে গোয়েন্দাগিরি করায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছে রাশিয়া৷ বিবৃতিতে ‘‘এমন বৈরি আচরণ ইতিমধ্যে জটিল রূপ নেয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জটিল করবে’’ জানিয়ে ছোট্ট দ্বীপ দেশটির প্রতি ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ক্রেমলিন৷

পরাশক্তি রাশিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের সম্পর্কে চিড় ধরে দু বছর আগে প্রায় তিনশ যাত্রী নিয়ে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হওয়ার পর৷ রাশিয়ার হামলায় বিধ্বস্ত বিমানটির বেশির ভাগ যাত্রীই ছিল নেদারল্যান্ডেসর নাগরিক৷ এ বিষয়ে ইউরোপীয় আদালতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগও করেছে ডাচ সরকার৷

হেগ শহরে রুশ সামরিক কর্মকর্তার ওপর নজরদারি বা গোয়েন্দাগিরির অভিযোগ সম্পর্কে নেদারল্যান্ডসের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি৷

অসলোয় একজন গ্রেপ্তার

এদিক রাশিয়া-নেদারল্যান্ডস সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরুর সময়ে নরওয়েতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তি নরওয়ের নাগরিক৷ অসলো শহরের এক রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বিরুদ্ধে নরওয়ের পুলিশের দাবি, তাকে রাশিয়ার এক গোয়েন্দা কর্মকর্তাকে ‘জাতীয় স্বার্থ ক্ষুন্ন হওয়ার মতো তথ্য পাচার করেছেন এই সন্দেহে’ গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করেছেন৷ তার আইনজীবী জানিয়েছেন অসলোর আদালতে মামলার শুনানির প্রস্তুতি চলছে৷

এসিবি/ কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)