নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দাগিরির অভিযোগ
১৮ আগস্ট ২০২০
এক সামরিক কর্মকর্তার গাড়িতে যন্ত্রপাতি রেখে আড়ি পাতা এবং গোয়েন্দাগিরির অভিযোগে মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠানো হয়৷ ক্রেমলিন মনে করে, এমন তৎপরতা দু দেশের সম্পর্ককে আরো জটিল করবে৷
ছবি: Colourbox/S. Gnatiuk
বিজ্ঞাপন
সোমবার মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পরে এক বিবৃতিতে জানানো হয়, হেগ শহরে রাশিয়ার দূতাবাসের সামরিক অ্যাটাশের গাড়িতে নজরদারির যন্ত্রপাতি রেখে গোয়েন্দাগিরি করায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছে রাশিয়া৷ বিবৃতিতে ‘‘এমন বৈরি আচরণ ইতিমধ্যে জটিল রূপ নেয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জটিল করবে’’ জানিয়ে ছোট্ট দ্বীপ দেশটির প্রতি ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ক্রেমলিন৷
এক নজরে বিশ্বের তুখোড় সব গুপ্তচর সংস্থা
ফরেন পলিসি পত্রিকা বিশ্বের সবচেয়ে তুখোড় গুপ্তচর সংস্থাগুলির একটি তালিকা প্রকাশ করেছে৷ এই সংস্থাগুলিকে চিনুন ছবিঘরে...
ছবি: McPHOTO/blickwinkel/picture alliance
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৪৭ সালে সিআইএ-র জন্ম৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী কার্যকলাপে নজরদারি চালাতেই মূলত এই সংস্থার জন্ম৷ বর্তমানে, অ্যামেরিকার হ্যালিফ্যাক্স শহরে কেন্দ্রীয় দপ্তর রয়েছে সিআইএ-র৷ খবর চালাচালি ছাড়াও একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছে এই সংস্থার নাম৷
ছবি: picture-alliance/AP Photo/A. Harnik
ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর), রাশিয়া
সোভিয়েট ইউনিয়নের পতনের পর সাবেক রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি ভেঙে বেশ কয়েকটি ছোট সংগঠন তৈরি করা হয়৷ এসভিআরের জন্ম ১৯৯১ সালের সেই সময়েই৷ মার্কিন সূত্রের মতামত, সাবেক কেজিবি-কর্মকর্তা ভ্লাদিমির পুটিন ক্ষমতায় আসার পর থেকে এসভিআরের কর্মক্ষমতা আরো বেড়েছে৷
ছবি: AP
এমআই৬, যুক্তরাজ্য
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসেরই জনপ্রিয় নাম ‘এমআই৬’-এর জন্ম ১৯০৯ সালে৷ বিশ্বের অন্যতম প্রাচীন গোয়েন্দা সংস্থা এটি৷ লন্ডনের এসআইএস বিল্ডিঙে অবস্থিত এমআই৬ এককালে পরিচিত ছিল অক্সফোর্ড বা কেমব্রিজের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে কর্মী নিয়োগ করার জন্য৷ পাশাপাশি জেমস বন্ড ছবির সিরিজেও ছিল এমআই৬-এর অনেক প্রভাব৷
ছবি: picture-alliance/dpa/F. Arrizabalaga
মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, চীন
চীনের গুপ্তচরবৃত্তির ধরন মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশের সংস্থার থেকে ভিন্ন বলে মনে করছে ফরেন পলিসি৷ চীনা পদ্ধতি এতটাই ভিন্ন যে, একটি নির্দিষ্ট সংস্থার বদলে চীনা গুপ্তচররা সাধারণ ছাত্র, কূটনীতিক ও ব্যবসায়ীদের মধ্যে মিশে থাকে৷ ফলে, তাদের খুঁজে বের করাও হয়ে পড়ে কঠিন৷
ছবি: Wikipedia/Shizhao
রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং (র), ভারত
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার মূল বৈশিষ্ট্য ছিল পাকিস্তান বিষয়ক তথ্য সংগ্রহ করা৷ কিন্তু বর্তমানে এই সংস্থার সাথে জড়িয়েছে বহু বিদেশি অপারেশনের কাহিনী৷ দক্ষিণ এশিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংগঠন ‘র’৷
ছবি: Getty Images/AFP/A. Qureshi
ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই), পাকিস্তান
ফরেন পলিসি জানাচ্ছে, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ের তথ্য সংগ্রহ ছাড়াও ভারতের বিষওয়ে এই সংস্থা বিশেষভাবে সক্রিয়৷ শুধু তাই নয়, ২০০৬ সালে মুম্বাইতে বোমা বিস্ফোরণের ঘটনার সাথেও জড়িয়েছে আইএসআই-এর নাম৷ অন্যদিকে, সিআইএ-র সাথে মিলে জঙ্গি দমনেও আইএসআই-এর সক্রিয়তার কথা উঠে এসেছে৷
ছবি: picture alliance/dpa
মোসাদ, ইসরায়েল
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সাথে জড়িত রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্তের গল্প৷ ১৯৬০ সালে যুদ্ধাপারাধী আইচমানের গ্রেপ্তারি থেকে ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে হামলার তদন্ত, মোসাদের সাফল্যের রয়েছে অনেক উদাহরণ৷ ইহুদিদের ইসরায়েলে প্রত্যাবর্তন প্রসঙ্গে বিরাট অবদান রেখে আসছে মোসাদ, জানাচ্ছে ফরেন পলিসি৷
ছবি: picture-alliance/dpa
বুন্ডেসনাখরিশটেনডিন্সট (বিএনডি), জার্মানি
জার্মান গোয়েন্দা সংস্থার জন্ম ১৯৫৬ সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে৷ তার আগে, জার্মানির ‘গেলেন অর্গানাইজেশন’ মূলত গোপন তথ্য সরবরাহের কাজ করতো৷ সিআইএ, এসভিআর, এমআই৬, মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, র, আইএসআই, মোসাদ আর বিএনডি ছাড়াও ফ্রান্সের ডিজিএসই, অস্ট্রেলিয়ার এসআইএস ও ক্যানাডার সিএসআইএস-ও বিশ্বের তুখোড় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm
8 ছবি1 | 8
পরাশক্তি রাশিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের সম্পর্কে চিড় ধরে দু বছর আগে প্রায় তিনশ যাত্রী নিয়ে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হওয়ার পর৷ রাশিয়ার হামলায় বিধ্বস্ত বিমানটির বেশির ভাগ যাত্রীই ছিল নেদারল্যান্ডেসর নাগরিক৷ এ বিষয়ে ইউরোপীয় আদালতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগও করেছে ডাচ সরকার৷
হেগ শহরে রুশ সামরিক কর্মকর্তার ওপর নজরদারি বা গোয়েন্দাগিরির অভিযোগ সম্পর্কে নেদারল্যান্ডসের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি৷
অসলোয় একজন গ্রেপ্তার
এদিক রাশিয়া-নেদারল্যান্ডস সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরুর সময়ে নরওয়েতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তি নরওয়ের নাগরিক৷ অসলো শহরের এক রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বিরুদ্ধে নরওয়ের পুলিশের দাবি, তাকে রাশিয়ার এক গোয়েন্দা কর্মকর্তাকে ‘জাতীয় স্বার্থ ক্ষুন্ন হওয়ার মতো তথ্য পাচার করেছেন এই সন্দেহে’ গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করেছেন৷ তার আইনজীবী জানিয়েছেন অসলোর আদালতে মামলার শুনানির প্রস্তুতি চলছে৷