সরকারের নীতির বিরুদ্ধে দুইদিন ধরে হাইওয়ে আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। পুলিশ তাদের আটক করেছে।
বিজ্ঞাপন
শনি এবং রোববার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নেদারল্যান্ডসের রাস্তা। হেগ যাওয়ার হাইওয়ে কার্যত বন্ধ হয়ে যায়। হাজার হাজার পরিবেশ আন্দোলনকারী সেখানে পৌঁছে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিবেশকর্মীদের দাবি, নেদারল্যান্ডেসর সরকার মানুষের করের টাকা ব্যয় করছে খনিজ তেল উত্তোলনকারী সংস্থাগুলির পিছনে। তাদের বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
শনিবার মিছিলে জলকামান ছোঁড়া হয়। পরে রীতিমতো বলপ্রয়োগ করে পুলিশ দুই হাজার ৫০০ কর্মীকে গ্রেপ্তার করে। কিন্তু তাতেও দমে যাননি আন্দোলনকারী। রোববার ফের তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এক পরিবেশবাদী বিক্ষোভকারীর মৃত্যুর প্রতিবাদে রাজপথে নেমে সহিংস হয়েছে আন্দোলনকারীরা৷ অ্যামেরিকার আটলান্টায় ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনাও ঘটেছে৷
ছবি: CHENEY ORR/REUTERS
যেভাবে শুরু
আটলান্টার কেন্দ্রে আটলান্টা-এরিয়া পাবলিক সেফটি ট্রেনিং সেন্টার নামে একটি নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে রাজ্য পুলিশ৷ আন্দোলনকারীরা এই প্রকল্পের বিরোধিতা করে প্রকল্পটিকে ‘কপ সিটি’ বা ‘পুলিশি শহর’ নাম দিয়ে বিক্ষোভ করে আসছেন৷
ছবি: CHENEY ORR/REUTERS
আন্দোলনকারীর মৃত্যু
১৮ জানুয়ারি প্রস্তাবিত প্রকল্পের স্থান থেকে আন্দোলনকারীদের জোর করে সরানোর চেষ্টার সময় মানুয়েল টেরান নামের এক পরিবেশবাদী আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হন৷ তবে আটলান্টা পুলিশের দাবি, ওই আন্দোলনকারী আগে গুলি চালিয়ে এক পুলিশ সদস্যকে আহত করেছিলেন, পুলিশ আত্মরক্ষায় পালটা গুলি চালালে তিনি নিহত হন৷ তবে পুলিশের দাবি প্রত্যাখ্যান করে একে হত্যা দাবি করেন আন্দোলনকারীরা, নেমে আসেন রাস্তায়৷
ছবি: CHENEY ORR/REUTERS
মুখোশধারী প্রতিবাদকারী
আন্দোলনকারীদের অধিকাংশের মুখ ছিল কালো মুখোশে ঢাকা, গায়ের কাপড়ও ছিল কালো৷ আটলান্টার বিখ্যাত পিচট্রি স্ট্রিটে শত শত বিক্ষোভকারী জড়ো হন শোক প্রকাশ করতে৷
ছবি: CHENEY ORR/REUTERS
পুলিশ দপ্তরে ভাঙচুর
এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ আটলান্টা পুলিশ ফাউন্ডেশন ভবনের সামনে জড়ো হন৷ আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা৷ ভবনটিতে ঢিল ছুঁড়ে ভেঙে ফেলা হয় জানালার কাঁচ৷ বাইরে লিখে দেয়া হয় পুলিশবিরোধী গ্রাফিটি৷
ছবি: CHENEY ORR/REUTERS
আগুন
রাস্তার আশেপাশের বেশ কিছু ভবনের কাঁচও ভেঙেছেন আন্দোলনকারীরা৷ এক পর্যায়ে আটলান্টা পুলিশ ফাউন্ডেশনের বাইরে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা৷
ছবি: CHENEY ORR/REUTERS
গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার
আটলান্টা পুলিশের পক্ষ থেকে সহিংস আন্দোলন থেকে সাত জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে৷ আন্দোলনের স্থান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবিও করেছে পুলিশ৷ গ্রেপ্তার হওয়াদের বয়স ২০ থেকে ৩৪ বছরের মধ্যে৷ তবে এই হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো সাধারণ মানুষ বা পুলিশ সদস্য আহত হননি বলেও জানানো হয়েছে৷
ছবি: CHENEY ORR/REUTERS
আন্দোলনকারীদের দাবি কী?
৯০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে অনেক গাছ কাটা পড়বে৷ আর এখানেই আপত্তি পরিবেশবাদীদের৷ তারা মনে করেন, এত গাছ কেটে ফেলে যে প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেটির মূল লক্ষ্য ‘শহুরে যুদ্ধে’ ইন্ধন দেয়া৷
ছবি: CHENEY ORR/REUTERS
7 ছবি1 | 7
রোববার অন্তত পাঁচশ জনকে একইভাবে আটক করা হয়। পরিবেশকর্মীরা জানিয়েছেন, সোমবার ফের তারা একত্রিত হবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন।
হেগের মেয়র জানিয়েছেন, পরিবেশকর্মীদের আন্দোলনের জন্য সেন্ট্রাল স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা হাইওয়ে আটকে বিক্ষোভ দেখাতে শুরু দেন। তা-ই বাধ্য হয়েই বলপ্রয়োগ করতে হয়েছে। তিনি জানিয়েছেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার। সরকার তাতে বাধা দিচ্ছে না। কিন্তু হাইওয়ে বন্ধ করা যাবে না।
আন্দোলনকারীদের বক্তব্য, গোটা বিশ্বে খনিজ তেল ব্যবহারের প্রবণতা যখন কমছে, তখন নেদারল্যান্ডসের সরকার একাধিক খনিজ তেল উত্তোলনকারী সংস্থাগুলিকে ভর্তুকি দিচ্ছে। যে অর্থ সরকার ব্যয় করছে, তা সাধারণ মানুষের করের টাকা। একাজ করা যায় না। এটা অন্যায়। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হযেছে যে, নেদারল্য়ান্ডস এই কোম্পানিগুলিকে সব মিলিয়ে প্রায় ৩৭ বিলিয়ন ইউরো ভরতুকি দেয়। এরই প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ।