1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউরোপ-বিরোধীরা ভালো করেনি’

২৪ মে ২০১৯

বৃহস্পতিবার নেদারল্যান্ডস ও ব্রিটেনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ বুথ-ফেরত জরিপ বলছে, ডাচরা ইউরোপ বিরোধীদের প্রত্যাখ্যান করেছেন৷

ছবি: Reuters/P. van de Wouw

নেদারল্যান্ডসের সরকারি প্রচারমাধ্যম এনওএস-এর বুথ ফেরত জরিপ বলছে, ডানপন্থি পপুলিস্ট দল এফভিডি এবং ইসলাম-বিরোধী পিভিভি ২৬টির মধ্যে মাত্র তিনটি আসন পাবে৷ অথচ নির্বাচনের আগে জরিপ বলছিল, দল দুটি মোট ১০টি আসন পেতে পারে৷

উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্টে আসনের সংখ্যা ৭৫১৷ এর মধ্যে জনসংখ্যার অনুপাতে প্রতিটি দেশের জন্য আসনসংখ্যা নির্দিষ্ট করে দেয়া আছে৷ সে হিসেবে নেদারল্যান্ডস থেকে ২৬ জন সাংসদ নির্বাচিত হবেন৷ এই সাংসদদের এমইপি বলা হয়৷

এক মিনিটে ইউরোপীয় নির্বাচন সম্পর্কে জেনে নিন

01:12

This browser does not support the video element.

বুথ-ফেরত জরিপ বলছে, ইইউ সংসদে সামাজিক গণতন্ত্রী গ্রুপের প্রধান প্রার্থী ফ্রান্স টিমারমান্সের লেবার পার্টি পাবে পাঁচটি আসন৷ আর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের লিবারেল পার্টি পাবে চারটি আসন৷

এবারের ইইউ নির্বাচনে পপুলিস্ট, ডানপন্থি দলগুলো ভালো করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল৷ ফলে নেদারল্যান্ডসে তারা ভালো করতে না পারার ট্রেন্ড কি বাকি ইউরোপেও দেখা যেতে পারে? আমস্টারডামে ডয়চে ভেলের সাংবাদিক ব্যার্ন্ড রিগ্যার্ট অবশ্য তেমনটা মনে করছেন না৷ তিনি বলছেন, নেদারল্যান্ডসে যে ফলাফলের কথা বলা হচ্ছে, সেটা শুধু একটা বুথ-ফেরত জরিপ৷ ফলে এই ট্রেন্ড কি ইউরোপেও দেখা যাবে কিনা, তা বলাটা একটু জলদি হয়ে যাবে৷ ‘‘২৮টি সদস্যরাষ্ট্রের প্রতিটিতে ভিন্ন গল্প, ভিন্ন কর্মসূচি রয়েছে৷ ফলে সেসব দেশের ফলের ভবিষ্যদ্বাণী করা কঠিন৷’’

এদিকে, ব্রিটেনের নির্বাচনি আইনের কারণে সে দেশে অনুষ্ঠিত ভোটের পর কোনো বুথ-ফেরত জরিপ প্রকাশ করা হয়নি৷ তবে ব্রিটেনে বসবাসরত ইউরোপের অন্য দেশের অনেক নাগরিক ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে৷ যুক্তরাজ্যের নির্বাচন কমিশন এজন্য ব্রিটেনের ইইউ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিতে দেরি হওয়াকে দায়ী করেছে৷ এক বিবৃতিতে তারা বলছে, ‘খুব অল্প সময়ের মধ্যে’ ব্রেক্সিট স্থগিত করে ইইউ নির্বাচনে অংশ নেয়ার সরকারি সিদ্ধান্তের কারণে জটিলতা তৈরি হয়েছিল৷

উল্লেখ্য, রবিবার ইইউর সব দেশে ভোটগ্রহণ শেষ হবে৷ এরপরই নেদারল্যান্ডস, ব্রিটেনসহ সব দেশের ফল জানা যাবে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ