1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিনেদারল্যান্ডস

নেদারল্যান্ডসে দর্শকদের জন্য উন্মুক্ত শিল্পকর্মের গুদাম

১২ জানুয়ারি ২০২২

নেদারল্যান্ডসের রটারডামে সম্প্রতি বোইমানস ফান বয়নিঙ্গেন মিউজিয়ামের একটি ডিপো উদ্বোধন করা হয়েছে৷ এটিই বিশ্বের প্রথম শিল্পকর্মের গুদাম যেখানে দর্শকরা যেতে পারেন৷

ছবি: Robin van Lonkhuijsen/ANP/AFP via Getty Images

গুদামে প্রায় দেড় লাখ শিল্পকর্ম রাখা আছে৷ অথচ বোইমানস ফান বয়নিঙ্গেন মিউজিয়াম, যেটি এখন সংস্কারের জন্য বন্ধ আছে, সেখানে এত শিল্পকর্মের মধ্যে মাত্র ছয় থেকে আট শতাংশ প্রদর্শন করা সম্ভব হয়৷

রটারডামের মিউজিয়াম পার্কে অবস্থিত এই ডিপোর স্থপতি ভিনি মাস৷ তিনি বলেন, ‘‘একটা পার্কে কীভাবে ভবন তৈরি করা যায়? সেজন্য আপনাকে এমন একটা ভবন বানাতে হবে যেটা পার্ক ও তার পরিবেশ পছন্দ করে৷ সেটা কীভাবে করা যায়? প্রথমে আপনাকে বাঁক তৈরি করতে হবে৷ এরপর সেটাকে আয়না দিয়ে ঘিরে দিতে হবে৷''

স্থপতির ভিনি মাসের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এমন একটা ভবন তৈরি করা যেখানে দর্শকরা শিল্পকর্মের ভিড়ে হারিয়ে যাবেন না৷ তিনি বলেন, ‘‘ভবনটা সাধারণ, প্রায় যেন মানুষের মতো আচরণ করে৷ এটা এমন একটা জায়গার মতো, যেখান থেকে সবকিছুর উপর নজর দেয়া যায়৷ ফলে আপনি যেখানে যেতে চান, সহজে সেখানে যেতে পারেন৷ এখানে নতুন ধরনের আলোর ব্যবস্থা করা হয়েছে, যেন একটা খনির মতো রোমাঞ্চ অনুভব করা যায়৷ অন্ধকার থেকে আলোতে যাওয়ার মতো৷''

শিল্পকর্মের যে গুদামে ঘুরতে যাওয়া যায়

04:34

This browser does not support the video element.

গত সাত শতকের দেড় লাখের বেশি শিল্পকর্ম সেখানে আছে৷ পাঁচটি ভিন্ন পরিবেশ সম্বলিত ঘরে সেগুলো রাখা হয়েছে৷

ইনা ক্লাসেন সব শিল্পকর্ম দেখাশোনার দায়িত্বে আছে৷ ১৭০ বছর ধরে সেগুলো সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এখানে সব শিল্পকর্মকে আমরা সমান গুরুত্ব দেই৷ যেমন ব্রুগেলের ‘টাওয়ার অফ বাবেল' আমাদের কাছে যেমন গুরুত্ব পায়, ছোট একটা ফুলদানির শিল্পকর্মও ঠিক সেরকম গুরুত্ব পায়৷''

ডিপোর দর্শকরা যে শুধু এতগুলো শিল্পকর্ম দেখার সুযোগ পান তা নয়, একটা মিউজিয়াম পরিচালনা করতে গিয়ে পেছনে যে কাজগুলো হয়ে থাকে সেগুলোও তারা দেখতে পান৷ যেমন শিল্পকর্ম সংস্কারের কাজ৷

বোইমানস ফান বয়নিঙ্গেন মিউজিয়ামের নতুন ডিপোতে নিজের মতো করে শিল্পকর্ম উপভোগ করা সম্ভব, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা৷ ভিনি মাস বলেন, ‘‘কনজার্ভেটর বা কিউরেটররা ঠিক করে দেন না, আপনি ঠিক করেন! তাছাড়া পাশাপাশি দুটি শিল্পকর্ম রেখে কোনটা কেমন লাগছে দেখতে পারেন৷ যেমনটা ইন্টারনেটে করা যায়৷ মাটিসের একটা পেইন্টিংয়ের পাশে একজন অ্যামেচারের পেইন্টিং দেখার বিষয়টা আসলে দারুন৷ নতুন কিছু আবিষ্কারের মতো৷''

ইয়েন্স ফন লার্খার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ