1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হল্যান্ডে বোরকার উপর নিষেধাজ্ঞা

৩০ নভেম্বর ২০১৬

মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে পাস হওয়া একটি আইন বলছে, সরকারি ভবনে বোরকা ও নিকাব পরা যাবে না৷ তবে রাস্তায় কিংবা পার্কে পরতে সমস্যা নেই৷

বোরকা পরিহিত এক নারী
নেদারল্যান্ডসের বিচার মন্ত্রণালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বোরকা পরিহিত এক নারীছবি: Getty Images/AFP/J. Lampen

এর ফলে নেদারল্যান্ডসের হাসপাতাল, স্কুল ও গণপরিবহণসহ বেশ কিছু জায়গায় পুরো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না নারীরা৷

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাস্টের্ক সংসদকে বলেন, বোরকা ও নিকাবের কারণে মুখ ঢেকে যাওয়ায় যোগাযোগে সমস্যা হয়৷ অথচ যোগাযোগের ক্ষেত্রে একে অপরকে দেখতে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ৷

আইন না মানলে ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে৷ অবশ্য আইনটি এখনই কার্যকর হয়ে যাচ্ছে না৷ তার আগে সংসদের উচ্চকক্ষের অনুমোদন লাগবে৷

নেদারল্যান্ডসের আগে ইউরোপের আরও তিনটি দেশ - ফ্রান্স, বেলজিয়াম ও বুলগেরিয়ায় বোরকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷

আইনটি পাস হওয়ার আগে গত সপ্তাহে নেদারল্যান্ডসের সংসদের সামনে বিক্ষোভ করেন কয়েকজন মুসলিম নারী৷ নিকাব পরিহিতা কারিমা রাহমানি বলেন, ‘‘এর ফলে আমি যা হতে চাই তা হওয়ার অধিকার সীমিত হবে৷'' কয়েকটি স্কুল, বিশ্ববিদ্যালয় আর চিকিৎসকরাও প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করেছিলেন৷

দেশটির ডানপন্থি নেতা গেয়ার্ট ভিল্ডার্স ১১ বছর আগে বোরকা পরার উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছিলেন৷ এরপর বছর চারেক আগে দেশটির মহাজোট সরকার আবারও প্রস্তাবটি আনে৷

সরকারি হিসেবে, নেদারল্যান্ডসে প্রায় ১০০ জন মুসলিম নারী বোরকা পরেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ