নেদারল্যান্ডসে ভবন ধস : মৃতের সংখ্যা বেড়ে ছয়
৯ ডিসেম্বর ২০২৪
রোববার মধ্যরাতে ধ্বংসস্তূপ থেকে ষষ্ঠজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবারের এই ঘটনায় আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে৷
সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, ‘‘প্রায় আড়াইটা নাগাদ ষষ্ঠ মরদেহের সন্ধান মেলে এবং ধসে পড়া ভবনের নীচের গুদামঘর থেকে তা উদ্ধার করা হয়৷’’
এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ৪৫ ও ৩১ বছরের পুরুষ, ৪১ বছরের নারী ও ১৭ বছরের এক কিশোরী রয়েছে৷
ধসে পড়া ভবনটি থেকে প্রথমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ভবনে মোট কতজন বাসিন্দা ছিলেন তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ৷ তাই ধ্বংসস্তূপে আরো কতজন থাকতে পারেন সে বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না৷
ভবনটিতে একসময় আগুন লেগে যায়৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মরদেহগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়৷
বিস্ফোরণের কারণ এখনো বের করতে পারেনি পুলিশ৷ তবে এর পেছনে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগসাজশ থাকতে পারে বলে পাবলিক প্রসিকিউটর অফিসের প্রধান জানfন৷ ৷ বিশেষ করে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে তারা৷
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারকাজ শেষ করার পরই বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুসনন্ধান চালানো সম্ভব হবে৷
এফএস/এসিবি (ডিপিএ, এএফপি)