1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগনেদারল্যান্ডস

নেদারল্যান্ডসে ভবন ধস : মৃতের সংখ্যা বেড়ে ছয়

৯ ডিসেম্বর ২০২৪

নেদ্যাল্যান্ডসের দ্য হেগ শহরে একটি আগুন ও বিস্ফোরণের পর ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত ছয়জন মারা গেছেন৷

উদ্ধারকাজে নিয়োজিত চার কর্মী
ভবনে মোট কতজন বাসিন্দা ছিলেন তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষছবি: Koen van Weel/ANP/AFP/Getty Images

রোববার মধ্যরাতে ধ্বংসস্তূপ থেকে ষষ্ঠজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবারের এই ঘটনায় আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে৷

সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, ‘‘প্রায় আড়াইটা নাগাদ ষষ্ঠ মরদেহের সন্ধান মেলে এবং ধসে পড়া ভবনের নীচের গুদামঘর থেকে তা উদ্ধার করা হয়৷’’

এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ৪৫ ও ৩১ বছরের পুরুষ, ৪১ বছরের নারী ও ১৭ বছরের এক কিশোরী রয়েছে৷

বিস্ফোরণের কারণ এখনো বের করতে পারেনি পুলিশছবি: Koen van Weel/IMAGO/ANP

ধসে পড়া ভবনটি থেকে প্রথমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ভবনে মোট কতজন বাসিন্দা ছিলেন তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ৷ তাই ধ্বংসস্তূপে আরো কতজন থাকতে পারেন সে বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না৷

ভবনটিতে একসময় আগুন লেগে যায়৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মরদেহগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়৷ 

ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারকাজ শেষের পরই বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুসনন্ধান চালাবে কর্তৃপক্ষছবি: Ramon van Flymen/ANP/AFP/Getty Images

বিস্ফোরণের কারণ এখনো বের করতে পারেনি পুলিশ৷ তবে এর পেছনে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগসাজশ থাকতে পারে বলে পাবলিক প্রসিকিউটর অফিসের প্রধান জানfন৷ ৷ বিশেষ করে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে তারা৷

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারকাজ শেষ করার পরই বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুসনন্ধান চালানো সম্ভব হবে৷

এফএস/এসিবি (ডিপিএ, এএফপি)

আগুন দিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ

03:48

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ