1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসে লুপ্তপ্রায় এক সাংস্কৃতিক ঐতিহ্য

৪ নভেম্বর ২০২৪

নেদারল্যান্ডসে অ্যানসোভি মাছ ধরতে ১৭ শতক থেকে এক পদ্ধতি চালু আছে৷ এই পদ্ধতিকে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়েছে৷

Sardelle
অ্যানসোভি মাছ ধরতে ১৭ শতক থেকে নেদারল্যান্ডসে এক বিশেষ পদ্ধতি চালু আছে৷ ফাইল ফটোছবি: View Stock/IMAGO

বর্তমানে মাত্র একটি পরিবার এই পদ্ধতিতে মাছ ধরছে৷ কিন্তু আগের মতো আর অ্যানসোভি মাছ পাওয়া যাচ্ছে না বলে ঐ পরিবার এই পেশা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে৷

এই পদ্ধতিতে নদীর মধ্যে বেড়া বসিয়ে মাছ ধরা হয়৷ কাঠের বেড়া তৈরি করেছেন ঐ পরিবারের সদস্য হেঙ্ক ফান শিল্ট৷

ছোটবেলায় তিনি এইভাবে মাছ ধরা শিখেছিলেন শিল্ট৷ তার পরিবার কয়েক প্রজন্ম ধরে এভাবে মাছ ধরছে৷

শিল্ট জানান, তারা একসময় বছরে সর্বোচ্চ সাত টন অ্যানসোভি ধরতেন৷ কিন্তু ২০১৯ সাল থেকে পরিমাণ অনেক কমে গেছে৷ এ বছরও একই অবস্থা৷ এটা তার মাছ ধরার শেষ বছরও হতে পারে৷ সেটি হলে, এই পদ্ধতিতে মাছ ধরার সমাপ্তি ঘটবে৷

শিল্ট জানান, ‘‘এই পদ্ধতি হারিয়ে যাওয়ার হুমকির মুখে আছে৷ কয়েক বছর ধরে কিছু ধরা পড়ছে না৷ এই পদ্ধতিতে মাছ ধরে আমরা আর অর্থ আয় করতে পারছি না৷ তাই একসময় বন্ধ করে দিতে হবে৷ বিষয়টা কষ্টের৷’’

অ্যানসোভিরা কেন হারিয়ে গেছে তা স্পষ্ট নয়৷ ডাচ গবেষকেরা জলবায়ু পরিবর্তন ও সাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়াকে দায়ী করছেন৷

তবে শিল্ট সন্দেহ করছেন, কাছেই একটি বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠায় স্থানীয় ইকোসিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে৷

নেদারল্যান্ডসে মাছ ধরে নজর কাড়া এক পরিবার

04:24

This browser does not support the video element.

এখন একটি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছেন শিল্ট৷ এর আওতায় পর্যটকেরা তার মাছ ধরা দেখতে পারেন৷ এতে কিছু বাড়তি আয় হয় তার৷ বিক্রি করার মতো কোনো অ্যানসোভি এখানে নেই৷

শিল্টের স্ত্রী রিয়ান ফান ডর্ট ব্যার্গেন অপ সুম শহরে একটি পারিবারিক দোকান চালান৷ তিনি জানান, যখন অ্যানসোভি বিক্রি হতো, তখন মানুষ বাইরে লাইন ধরে থাকতো৷

দোকানের দেয়ালে থাকা ছবি বলছে, মাত্র কয়েক বছর আগেও অনেক অ্যানসোভি ধরা পড়তো৷

অ্যানসোভি মাছের সংখ্যা কমে যাওয়ায় এখন শিল্টের পরিবার ইল মাছ বিক্রি করেন৷ কিন্তু এতে লাভ কম হয়৷ ‘‘নেদারল্যান্ডসের সব জায়গায় ইল পাওয়া যায়৷ কিন্তু অন্তত তাত্ত্বিকভাবে বললে শুধু এখানেই অ্যানসোভি পাওয়া যায়,'' বলেন রিয়ান ফান ডর্ট৷

অ্যানসোভি মাছ ধরার প্রাচীন পদ্ধতি টিকিয়ে রাখতে সরকারের কাছ থেকে সমর্থনের আশা করছেন রিয়ান ফান ডর্ট৷

টোবিয়াস ডামারস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ