1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালের কারাগারে বন্দি বাবা-মার সন্তানদের জন্য নতুন জীবন

২৯ মে ২০১১

নেপালের জেলখানায় বন্দি নারী কয়েদিদের সন্তানরা সাধারণত অবহেলায় বেড়ে উঠে৷ কিন্তু একজন নারীর প্রশংসনীয় কাজের কাটমাণ্ডুর এই ধরণের শিশুরা বিকল্প একটি আশ্রয় খুঁজে পেয়েছে৷ যে আশ্রয় তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে৷

Name of the photographer/or scource: Rebecca Henschke When was the pic taken? ( Nov 2010)  Where was the pic taken: At Puspha refugee for children in Kathmandu, in bedroom Description of the pic /occasion , situation when pic was taken, whom or what does the pic show?  This is Sanaji (left) and her friend with their favorite toys in the bedroom of the refugee centre. Sanaji was the child that inspired Pushpa to set up this refugee for children who’s mothers are serving long prison sentences./ Dieses Foto zeigt Sanaji (links) und eine Freunding mit ihren Lieblingsspielzeugen im Zentrum für Kinder, deren Mütter lange Gefängnisstrafen verbüssen. Sanaji war das Kind, das Pushpa dazu inspiriert hat, das Zentrum zu Gründen, damit Kinder nicht gemeinsam mit den Müttern jahrelang hinter Gittern leben müssen.
বাবামা বন্দি থাকলেও এদের জীবন এখন অনেকটা সুখেরছবি: Rebecca Henschke

নেপালের চাইল্ড কেয়ার সেন্টারের উঠোনের এক কর্মব্যস্ত সকাল৷ চারপাশে খেলনা ছড়িয়ে বাচ্চাদের সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন যিনি তাঁর নাম পুষ্প৷ পুষ্প বললেন, ‘‘সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাকে এভাবেই এই উঠোনের এদিক থেকে সেদিক দৌঁড়ঝাপ করতে দেখবেন৷ তবে আমি কখনও ক্লান্ত হইনা৷ আমার বন্ধুরা সবসময় এখানে আসে এবং আমাকে বলে এভাবে চলতে থাকলে একসময় তুমি ক্লান্ত হয়ে পড়বে৷ কিন্তু আমি যদি আমার কাজকে ভালোবাসি তাহলে কেন আমি ক্লান্ত হবো?''

ছাব্বিশ বছরের এই নারী এই শিশু নিবাসটির দায়িত্বে আছেন৷ বাচ্চাদের গল্প শোনাচ্ছেন৷ তাদের নাকের পানি মুছে দিচ্ছেন আবার কখনওবা চুল আঁচড়ে দিচ্ছেন৷

সকালের প্রার্থনায় রত শিশুরাছবি: Rebecca Henschke

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশুদের একেবারে প্রথম দিকে রয়েছে সনাজি৷ এই শিশুটি পুষ্পর জীবনে পরিবর্তন এনে দিয়েছে৷ পুষ্প'র এখনও মনে পড়ে সেই দিনটির কথা৷ যে দিন তিনি নেপালের একটি কারাগারে তাকে প্রথম দেখেছিলেন৷ এই শিশুটিকে দেখার সেই অভিজ্ঞতা পুষ্প এখনও ভুলতে পারেননা৷

পুষ্প বলেন, বাড়ি ফিরে এসে আমার বাবা-মা'কে আমি বলি, কারাগারে আমি একটি শিশুকে দেখেছি৷ আমার বাবা-মা বলেন,‘‘তুমি এটা ভুলে যাও৷ রাস্তা-ঘাটে তুমি এমন অনেক শিশুকে দেখবে, যাদের অনেকেই অনাথ, এটা কোনো ব্যাপার না৷ দু'এক দিনের মধ্যেই তুমি এটা ভুলে যাবে৷'' পুষ্প বলেন, কিন্তু আমি এই শিশুর মুখখানা ভুলতে পারছিলামনা৷ তারপর থেকেই পুষ্প সিদ্ধান্ত নেন নেপালের কারাগারে বন্দি বাবা-মাদের সন্তানদের জন্য তিনি কিছু করবেন৷ কেননা, এইসব শিশুদের অনেককেরই আবাস হয়ে ওঠে কারাগার৷ সেখানকার কঠোর আইন কানুনের বেড়াজালে থাকতে বাধ্য করা হয় তাদের৷ কারণ এই শিশুদের দেখাশোনা করার মতো কেউ থাকেনা৷

এরপর পুষ্প তাঁর বাবা-মার কাছ থেকে আর্থিক সাহায্য নেন৷ কাটমাণ্ডুতে ভাড়া করেন একটি দোতলা বাড়ি৷ সেখানে গড়ে তোলেন চাইল্ড কেয়ার সেন্টার৷ সেসময়ে তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ