1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালের নমোবুদ্ধ’র নতুন বাসা কুমায়ুঁতে!

২৩ জানুয়ারি ২০১১

জিম করবেটের কুমায়ুনের কথা কে ভুলতে পারে? সেই কুমায়ূঁ বা কুমায়ুনের গভীর জঙ্গলে নতুন বাসার সন্ধানে নেপালের বাঘ নমোবুদ্ধ৷ তার খবর দিচ্ছে দূর মহাকাশের স্যাটেলাইট৷

বাঘ, বাঘিনী, বিজ্ঞানী, স্যাটেলাইট, নমোবুদ্ধ, নেপাল Nepal, Chitwan, Tiger, National reserve forest Chitwan, Nepal, Satellite, Space, Tigress
বাঘিনীর দখল নিয়ে লড়াই করেছিল নমোবুদ্ধছবি: AP

স্যাটেলাইটের সাহায্যেই এখন নমোবুদ্ধ-র খবর পাচ্ছেন বিজ্ঞানীরা৷ নমোবুদ্ধ হল সেই পুরুষ বাঘের নাম৷ দক্ষিণ নেপালের চিতওয়ান জাতীয় পার্কে ছিল নমোবুদ্ধের আস্তানা৷ জঙ্গলে আরেক বাঘের সঙ্গে এক বাঘিনীর দখল নিয়ে তার লড়াই বাধে৷ লড়াইয়ে হেরে আহত অবস্থায় অসহায় হয়ে পড়ে ছিল নমোবুদ্ধ৷ নেপালের জাতীয় পার্কের কর্তৃপক্ষ খবর পেয়ে নমোবুদ্ধকে তুলে আনেন জঙ্গল থেকে৷

তারপর আরও কাহিনী৷ নমোবুদ্ধ-র আঘাত এতটাই গভীর ছিল যে বিশেষ গাড়িতে তাকে চড়িয়ে ৪০০ কিলোমিটার দূরের পশু হাসপাতালে নিয়ে যেতে হয় শার্দুল মহারাজকে৷ সেখানে সপ্তাহ দুয়েকের চিকিৎসা, ভালো ভালো পথ্য, মানে মুর্গির সুরুয়া আর ওষুধবিষুধ৷ এইসবের পর সে সেরে উঠেছে এখন৷

নেপালের অরণ্যর বাঘেদের মধ্যে বংশবিস্তারের মাত্রা সবচেয়ে ভালো৷ছবি: AP

কিন্তু তাতেই তো সব শেষ নয়৷ জাতীয় পার্কের বনপাল ঘিসিং শেরিং বলছেন, জাতীয় পার্কে আবার ছেড়ে দিলে নমোবুদ্ধ মারা পড়বে৷ কারণ, তার শত্রু তাকে কিছুতেই ছেড়ে দেবে না৷ অতএব আবার গাড়িতে সওয়ার নমোবুদ্ধ৷ এবার গন্তব্য আবার ৬০০ মাইল দূরে৷ দেশের একেবারে অন্য প্রান্তে পশ্চিম নেপালের বারদিয়াতে৷ সেখানে কুমায়ুঁ-র গভীর জঙ্গলে নমোবুদ্ধকে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে৷

ছেড়ে দেবার আগে অবশ্যি নমোবুদ্ধের গলায় একখানা গহনা পরিয়ে দেওয়া হয়েছে৷ একটা স্যাটেলাইট কলার৷ বনপাল শেরিং জানিয়েছেন, নতুন অরণ্যে কীভাবে নিজের বাসা তৈরি করে নমোবুদ্ধ, তার সব খবর আমরা পাব৷ ওকে দেখতেও পাব৷ সবটাই করবে স্যাটেলাইট৷

তো, এই হল নেপালের বাঘ নমোবুদ্ধের কাহিনী৷ সে তার নতুন বাসা খুঁজে পেলে সে খবরটাও আপনাদের জানাব, কথা দিচ্ছি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ