নেপালে ওড়ার সময়েই দুর্ঘটনাগ্রস্ত বিমান, মৃত ১৮
২৪ জুলাই ২০২৪
বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার সময়ই দুর্ঘটনা ঘটে। বিমানে শুধু টেকনিক্যাল কর্মীরা ছিলেন। বিমানটি সূর্য এয়ারলাইন্সের।
বিমানবন্দরের ইনফরমেশন অফিসার জানিয়েছেন, বিমানে কোনো যাত্রী ছিলেন না, ১৯ জন টেকনিক্যাল কর্মী ছিলেন। বিমানটি টেক অফের সময় রানওয়ে থেকে স্লিপ করে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে। এখনো পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে।
দুর্ঘটনার পরেই বিমান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা দেয়। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের এক কর্মী বার্তাসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এএফপি-কে পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পাইলট ধন বাহাদুর কারকির চিকিৎসা চলছে।
সূর্য এয়ারলাইন্স একটি বেসরকারি বিমানসংস্থা। তাদের তিনটি এয়ারপ্লেন আছে। সেখানে ৫০ জন যাত্রী যেতে পারেন।
জিএইচ/এসজি (পিটিআই, এএফপি)