1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশনেপাল

নেপালে প্রবল ভূমিকম্প, মৃত ছয়, কাঁপলো দিল্লিও

৯ নভেম্বর ২০২২

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছয় দশমিক তিন। মৃত অন্তত ছয়জন। দিল্লিও কেঁপে উঠলো।

ভূমিকম্পের ফলে নেপালে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফাইল ছবি।
ভূমিকম্পের ফলে নেপালে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফাইল ছবি। ছবি: Philippe Lopez/AFP/Getty Images

রাত দুইটা নাগাদ এই ভূমিকম্প হয়। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, নেপালের দোতি জোলায় বাড়ি ভেঙে পড়ে ছয়জন মারা গেছেন। পাঁচজন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

নেপালের বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। অনেক বাড়ির একাংশ ভেঙেছে। কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। রাস্তার ক্ষতি হয়েছে।

নেপালের সেনাকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। তারা উদ্ধারকাজে সাহায্য করছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল ছয় দশমিক তিন। মাটির দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় বলে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতে উত্তরাখণ্ডের ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে নেপাল সীমান্তে।

২৪ ঘণ্টায় এটা ছিল দ্বিতীয় ভূমিকম্প। এর আগের ভূমিকম্প ছিল মাঝারি আকারের। রিখটার স্কেলে তার পরিমাপ ছিল চার দশমিক পাঁচ। মঙ্গলবার সকাল চারটে বেজে ২৭ মিনিট নাগাদ সেই ভূমিকম্প হয়।

তার আগে ১৯ অক্টোবরও নেপালে ভূমিকম্প হয়েছিল।

দিল্লিতেও ভূমিকম্প

দিল্লিতেও ভূমিকম্প ভালোভাবেই টের পাওয়া গেছে। দিল্লির লাগোয়া শহর নয়ডা ও গুরুগ্রামও কেঁপেছে। প্রায় দশ সেকেন্ড ধরে ভূমিকম্প হয়। অনেকেই ওই রাতে বাড়ির বাইরে চলে আসেন।

তবে দিল্লি বা পাশের শহর থেকে ক্ষয়তির কোনো খবর আসেনি।

ভূমিকম্পের আধঘণ্টার মধ্যেই টুইটার ভরে যায় ভূমিকম্প সংক্রান্ত পোস্টে।

জিএইচ/এসজি ((এএনআই, টাইমস অফ ইন্ডিয়া)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ