1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগনেপাল

নেপালে বন্যা, ভূমিধসে নিহত ১২৬

২৯ সেপ্টেম্বর ২০২৪

নেপালে ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১২৬ জন নিহত হয়েছেন৷ অনেক মানুষ এখনো নিখোঁজ রযেছেন৷

উপর থেকে তোলা বন্যাক্রান্ত কাঠমান্ডু শহর
বন্যা এবং ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়ের পাদদশে অবস্থিত রাজধানী কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী জেলাগুলোছবি: Gopen Rai/AP/picture allince

নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার৷ 

মঙ্গলবার থেকে দেশটিতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷ এতে হিমালয় বেষ্টিত দেশটির পূর্বাঞ্চল এবং মধ্যভাগ বেশি ক্ষতির মুখে পড়েছে৷ দেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে৷ দেশজুড়ে স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার৷

রোববার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতির পর উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ৷

রাজধানী কাঠমান্ডুতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে৷ছবি: Subaas Shrestha/IMAGO/NurPhoto

বেশি আক্রান্ত রাজধানী

বন্যা এবং ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজধানী কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী জেলাগুলো৷ নিহতদের অর্ধেকই রাজধানী এলাকার৷

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে৷ আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে৷ তাছাড়া ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে৷

বিভিন্ন জেলায় আটকা পড়ে আছেন অনেক মানুষছবি: Subaas Shrestha/IMAGO/NurPhoto

কাঠমুন্ডুর পার্শবর্তী হাইওয়েতে দুটি বাস থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বাস দুটি মটিতে চাপা পড়েছিল৷ 

হাইওয়েটিতে আরো যানবাহন মাটির নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে৷

আরআর/এফএস (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ