1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৫০

১২ মার্চ ২০১৮

ঢাকা থেকে নেপালগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালে বিধ্বস্ত হয়েছে৷ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে৷ এ পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানা গেছে৷

ছবি: picture-alliance/AP Photo/N. Shreshta

দুর্ঘটনার পর থেকেই নিয়মিত খবর পরিবেশন করে এলেও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো নিহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারছিল না৷ তবে দুর্ঘটনার প্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছিল আহতদের মধ্যে অনেকেই হয়ত প্রাণ হারাবেন৷ বার্তা সংস্থা ডিপিএ অবশেষে ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷

রয়টার্স জানিয়েছে, মোট ৭১ জন আরোহীর বিমানটিতে ৩৩জন নেপালি, ৩২ জন বাংলাদেশি এবং একজন করে চীনা ও মালয়েশীয় নাগরিক ছিলেন৷ ৬৭ জন যাত্রী এবং চারজন কেভিন ক্রু মিলিয়ে ৭১ জনের মধ্যে ৫০ জনই মারা গেছেন বলে জানাচ্ছে রয়টার্স৷

এর আগে সোমবার এ দুর্ঘটনার পর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে কাঠমন্ডুগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার খবরটি তাঁরা জানতে পেরেছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা৷

৬৭ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে ইউএস-বাংলার বোম্বার্ডিয়ার কিউ৪০০ বিমানটি৷ কাঠমান্ডু পোঁছানোর আগ পর্যন্ত নির্বিঘ্নেই চলেছে বিমান৷ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অবতরণের অবতরণের অনুমতিও দিয়েছিল৷ কিন্তু রয়টার্সকে ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী জানান, অনুমতি পাওয়ার পরই পাইলট জানান, তিনি বিমান নিয়ে উত্তর দিকে এগোতে চান৷

কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা জানতে চাইলে পাইলট বলেন, ‘‘না৷’’ পরক্ষণেই বিমানবন্দরের উত্তর-পূর্ব দিকে দু’বার পাক খেতে দেখা যায় বিমানটিকে৷ট্রাফিক কন্ট্রোলার জানতে চান, ‘‘সব ঠিক আছে তো?’’ পাইলটকে বলতে শোনা যায়, ‘‘হ্যাঁ৷’’

কিন্তু তখন ‘অ্যালাইনমেন্ট’ ঠিক না থাকায় বিমানটির অবতরণে ঝুঁকি ছিল৷ সেকথা জানানোও হয় পাইলটকে৷ তা সত্ত্বেও দ্রুত অবতরণ শুরু করে বিমানটি এবং কয়েক মুহূর্ত পরই বিমানবন্দরের প্রাচীরে ধাক্কা খেয়ে নেমে পড়ে৷ প্রাচীরের সঙ্গে সংঘর্ষের ফলে আগুন লেগে যায় বিমানে৷

বাংলাদেশের বিমান ভেঙে পড়ল

01:47

This browser does not support the video element.

এর আগে নেপাল সরকারের মুখপাত্র নারায়ণ প্রসাদ দুয়াদি এএফপিকে জানান, বিমানের ধ্বংস হয়ে যাওয়া অংশ থেকে তাঁরা মৃতদেহও উদ্ধার করেছেন৷ তবে কয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তা তখনো জানা যায়নি৷

এপি-কে এক প্রত্যক্ষদর্শী জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিকে তিনি খুব কম উচ্চতায় উড়তে দেখেছেন৷ তিনি বলেন, ‘‘বিমানটি এত নীচ দিয়ে উড়ছিল যে আমার মনে হয়েছিল এক্ষুণি বুঝি পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে৷ তারপর হঠাৎই প্রথমে একবার এবং তারপর আরেকবার বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷’’ 

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের উদ্ধারকর্মী এবং দমকলকর্মীরা ছুটে আসেন৷ এরপর ধোঁয়ায় ঢাকা বিমান থেকে আহত যাত্রীদের বের করে হাসপাতালে পাঠানো শুরু হয়৷

কাঠমান্ডু বিমানবন্দরে এর আগেও অবতরণের সময় বিমান দুর্ঘটনায় পড়েছে৷ ২০১২ সালে এক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন৷ এছাড়া ২০১৬ সালে বিমান পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে ২৩ জন মারা যায়৷

এসিবি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ