1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে ভূমিকম্প

২৫ এপ্রিল ২০১৫

শনিবার এক ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কাটমাণ্ডু সহ নেপালের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে৷ নতুন দিল্লি, কলকাতা সহ ভারতের অনেক এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে৷

ছবি: picture-alliance/dpa/N. Shrestha

মার্কিন জিওলজিক্যাল সার্ভের সূত্র অনুযায়ী শনিবার ইউটিসি সময়ে ৬টা ১১ মিনিটে নেপালের রাজঝানী কাটমাণ্ডু থেকে ৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়৷ রিশটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৮৷ গত প্রায় ৮০ বছরে নেপালে এমন বিধ্বংসী ভূমিকম্প দেখা যায় নি৷ এভারেস্ট বেস ক্যাম্পেও হতাহতের খবর পাওয়া গেছে৷ নেপাল সংলগ্ন ভারতের বিহার রাজ্যে ও চীনের তিব্বত অঞ্চলেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে৷ ভারত ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে৷

ত্রাণের কাজে সহায়তা করতে ভারতও বিশেষজ্ঞ দল ও সরঞ্জাম পাঠিয়েছে৷ মার্কিন প্রশাসনও সহায়তা পাঠানোর ঘোষণা করেছে৷ এদিকে আরও কম্পন ও বাড়িঘর ধসে পড়ার ভয়ে কাটমাণ্ডুর অনেক মানুষ রাতেও খোলা আকাশের নীচে থাকতে বাধ্য হচ্ছেন৷

এএফপি/ডিপিএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ