1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প নিয়ে সরব টুইটার

২৭ এপ্রিল ২০১৫

সংবাদমাধ্যমের আগেই নেপালের ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ত্রাণের জন্য যোগাযোগ সংক্রান্ত তথ্য সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে সেখানে৷ বিশিষ্ট ব্যক্তিরাও তথ্যের আদান-প্রদানে সাহায্য করছেন৷

Nepal Kathmandu Starkes Erdbeben Durbar Square
ছবি: picture-alliance/AP Photo//N. Shrestha

বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশন থেকে শুরু করে পরিচালক শেখর কাপুর – অনেকেই নেপালের ভূমিকম্প সম্পর্কে টুইট করেছেন৷ এভাবে তাঁরা টুইটারে তাঁদের বিশাল সংখ্যক অনুগামীদের কাছে আপদকালীন যোগাযোগের উপায় বাতলে দিয়েছেন৷ উদ্ধার ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রেও অবদান রাখার চেষ্টা করছেন তাঁরা৷

উদ্ধার ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার ছাড়াও অনেক এনজিও এগিয়ে এসেছে৷ জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ তাদের কর্মকাণ্ড তুলে ধরছে৷

অক্সফ্যাম দুর্গত মানুষদের কাছে প্রয়োজনীয় সাহায্য পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছে৷

অনেকে ব্যক্তিগত উদ্যোগেও সাহায্য পৌঁছানোর চেষ্টা করছেন৷ বিভিন্ন বিমান সংস্থা কী ভাবে বাড়তি মালপত্র নিয়ে যেতে সাহায্য করতে পারে, সেই তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা৷ মনোজ ত্রিপাঠী জানিয়েছেন, অনেক বিমান সংস্থা বিনামূল্যে মালপত্র সরবরাহের ব্যবস্থা করছে৷

ভূমিকম্প সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা শোনা যাচ্ছে টুইটারে৷ যেমন সাধারণ মানুষের দুর্দশার বদলে এভারেস্টে তুষার ধসকে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত নয় বলে মনে করেন হাইমো পাফহাউসেন৷

নেপালের ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর দরবার স্কোয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ইউনেস্কোর ঐতিহ্যবাহী সাইট হিসেবে এর বিশেষ মর্যাদা রয়েছে৷ ইউনেস্কোর মহাসচিব নেপালের মানুষ ও সরকারের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন৷

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ডোগবে এর মধ্যেই সশরীরে কাঠমান্ডু গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন৷ নেপালের সাংস্কৃতিক ক্ষয়ক্ষতি সম্পর্কেও তিনি দুঃখ প্রকাশ করেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ