1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে শুরু হচ্ছে সমকামীদের প্যারেড

২৮ জুলাই ২০১০

নেপাল এবছর প্রথমবারের মতো সমকামীদের প্যারেড করতে যাচ্ছে৷ সম্প্রতি বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছেন দেশটির খোদ পার্লামেন্টের সমকামী সদস্য সুনীল পন্থ৷ এই নেপালি সাংসদ, যিনি প্রকাশ্যে সমকামিতার কথা স্বীকার করেন৷

ছবি: AP

সুনীল পন্থ বলেন, তিনি আশা করছেন, আগস্টের ২৫ তারিখে নেপাল ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা প্রায় ৩ হাজার পুরুষ ও নারী সমকামী রাজধানী কাটমান্ডুর রাস্তায় প্যারেডে যোগ দেবেন৷২৫ আগস্ট দিনটিকে প্যারেডের জন্য বেছে নেয়া হয়েছে তার কারণ শতশত বর্ষ ধরে ওই দিনটিতে নেপালি পুরুষরা মেয়েদের পোশাক পরে ঐতিহ্যবাহী এক উৎসব পালন করে আসছে৷ সাম্প্রতিক বছরগুলিতে এই উৎসবটিকে গ্রহণ করে নিয়েছে নেপালের সমকামী সম্প্রদায়৷ তারা ক্রমশই তাদের সমকামিতার কথা জোরেশোরে প্রকাশ করতে দ্বিধা করছেনা৷

সাংসদ সুনীল পন্থ বলেন, ‘‘সমকামীদের অধিকারের এই প্রচারকে সত্যিকার অর্থেই আমরা একটি আন্তর্জাতিক ঘটনায় পরিণত করতে চাই৷'' তিনি আরও বলেন, গত কয়েক বছরে নেপাল সমকামীদের ইস্যুগুলো নিয়ে অনেকটা এগিয়ে গেছে৷ তাঁর আশা, এব্যাপারে অন্যদেরও উদ্বুদ্ধ করা সম্ভব হবে৷

সুনীল পন্থ পরিচালিত ‘ব্লু ডায়মন্ড সোসাইটি' সমকামীদের অধিকার রক্ষায় কাজ করে থাকে৷ তাদের আবেদনের প্রেক্ষিতে দু'বছর আগে নেপালের সুপ্রিম কোর্ট পুরুষ ও নারী সমকামীদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে আইন পাশ করার নির্দেশ দিয়েছিলো৷

সুনীল পন্থ জানান, প্যারেডে সরাসরি গান প্রচারের ব্যবস্থা থাকবে৷ হাতি ও ঘোড়াদের পরানো হবে উজ্জ্বল রঙের কাপড়৷ এইডস রোগে মারা গেছে যারা ও সহিংসতার স্বীকার হয়েছে যারা, তাদের স্মরণে জ্বালানো হবে মোমবাতি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ