1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে শুরু হলো আন্তর্জাতিক হাতি উৎসব

২৭ ডিসেম্বর ২০১০

ছাগল আর উটের পর এবার হাতি সুন্দরী প্রতিযোগিতা৷ শুরু হলো নেপালের চিৎওয়ান জেলার সাওরাহাতে৷ সপ্তমবারের মতো আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন এবং নেপালসহ বেশ কিছু দেশের সেরা হাতিগুলো৷

Fully, decorated, elephants, mahouts, march, elephant, festival, National, park, Gauhati, India, নেপাল, হাতি, উৎসব, প্রতিযোগিতা, ঘোড়া, ষাঁড়, দৌড়, সুন্দরী, সমাজ, বিনোদন,
ফাইল ছবিছবি: AP

‘‘পুনমকলি সেরা সুন্দরী হাতি হবে,'' বেশ জোর দিয়েই এমন প্রত্যাশার কথা বললেন হাতির মালিক অনিল কমলের স্ত্রী৷ ৩৫ বছর বয়সি পুনমকলিকে বেশ আদর যত্ন করে সকালেই ভালো করে গোসল করানো হয়েছে৷ সাজানো হয়েছে নানা রঙের বাহারে৷ অন্যদিনের চেয়ে একটু বেশি ভালো নাস্তা দেওয়া হলো রবিবার৷ কারণ একটাই৷ হাতি উৎসবে হাজির অন্য সবাইকে হারিয়ে শিরোপা জিততে হবে৷ তাছাড়া ৪ টন ওজনের এই হাতিটিকে দৌড়ে নামতে হবে ওর মতো আরো ছয়টি হাতির সাথে৷

পুনমকলির প্রতি যত্নের ক্ষেত্রে একটুও ঘাটতি করেন না কমল৷ জানালেন, ‘‘একটি শিশুর চেয়েও বেশি যত্ন নিতে হয় পুনমকলির৷ এমনকি কখনও মাঝরাতে উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য৷'' হাতির প্রতি এমন মায়া আর ভালোবাসার নিদর্শন শুধু কমলই দেখান না৷ নেপালের দক্ষিণাঞ্চলের সাওরাহা গ্রামে পুনমকলির মতো ৯৫ টি গৃহপালিত হাতি রয়েছে৷ মূলত থারু আদিবাসী জনগোষ্ঠীই লালন-পালন করে এসব হাতি৷ আর সারা নেপালে হাতি রয়েছে মোট ২০০ টি৷ তবে এগুলোর মধ্যে ৫০ টি বন্য হাতি৷

এদিকে, হাতি উৎসবে শুধু যে সৌন্দর্য প্রতিযোগিতা হবে তা নয়৷ একইসাথে রয়েছে হাতিদের দৌড় এবং ফুটবল প্রতিযোগিতাও৷ রয়েছে ঘোড়া গাড়ি এবং ষাঁড়টানা গাড়ির প্রতিযোগিতাও৷ হাতির ৩০০ মিটার দৌড়ে প্রাথমিক বাছাই হয়েছে রবিবার৷ দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে সোমবার৷ আর মঙ্গলবার সেরা সুন্দরী, সেরা দৌড়বিদ এবং সেরা ফুটবল দলের হাতে তুলে দেওয়া হবে বিশেষ পুরস্কার ইক্ষু৷

নিজের হাতি নিয়ে রবিবারের বাছাইপর্ব পার হতে পারেননি ৩৮ বছর বয়সি জার্মান প্রতিযোগী জাবিনে প্রেৎশ৷ অবশ্য তাতে খুব একটা হতাশ নন তিনি৷ বললেন, ‘‘আমি এবার সেমি-ফাইনালে যেতে পারলাম না৷ তবে আগামী বছর আবার আসবো৷''

হাতি উৎসবের সমন্বয়কারী কেশব পান্ডে জার্মান বার্তা সংস্থা ডিপিএ'কে বলেন, ‘‘পর্যটকদের আকর্ষণ করতে এই হাতি উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস৷ আর নেপালে পর্যটনের বছর ২০১১ তো কেবল শুরু হচ্ছে৷ তাই এটা খুব ফলপ্রসূ হবে বৈকি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ