1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে সার্ক সম্মেলন শুরু

২৬ নভেম্বর ২০১৪

ভারত এবং পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় নেতারা কাঠমান্ডুতে জড়ো হয়েছেন৷ বিশ্বের এক-পঞ্চমাংশের বেশি মানুষের আবাসস্থল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিই সম্মেলনের লক্ষ্য৷

SAARC Gipfel in Kathmandu Nepal - Empfang Sheikh Hasina 25.11.2014
ছবি: Reuters/Navesh Chitrakar

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর শীর্ষ সম্মেলন সর্বশেষ হয়েছিল ২০১১ সালে৷ মূলত প্রতিবছর এই সম্মেলন আয়োজন করার কথা থাকলেও প্রায়ই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দিন-তারিখ নিয়ে মতপার্থক্য থাকায় দেরি হয়৷ এবার তাই তিন বছর পর কাঠমান্ডুতে আয়োজন করা হলো এই সম্মেলনের৷

দুই দিনের সম্মেলনের শুরুর দিন বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে আসতে সার্ক জোটের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘এ অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিন দশক আগে সার্কের সূচনা হয়েছিল৷ কিন্তু পেছনে ফিরে তাকালে মনে হতে পারে, প্রত্যাশা ও সম্ভাবনার তুলনায় এ জোটের প্রাপ্তি অনেকটাই ম্লান৷

তিন বছর পর কাঠমান্ডুতে আয়োজন করা হলো এই সম্মেলনেরছবি: Reuters/Adnan Abidi

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ করেছেন৷ কাঠমান্ডুতে হাসিনা বলেছেন, ‘‘সব মতপার্থক্য দূরে ঠেলে আমাদের এগিয়ে আসতে হবে এবং এ অঞ্চলের মানুষের সত্যিকারের অগ্রগতির জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে৷ সার্ক এবং তার কর্মকাণ্ডকে গতিশীল করতে এখন আমাদের বস্তুনিষ্ঠ পর্যালোচনা ও খোলাখুলি আলোচনা প্রয়োজন৷''

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ বৈরি সম্পর্কে প্রভাব পড়েছে সার্ক সম্মেলনেও৷ ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান বাদে সার্কের অন্যান্য সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না করার কারণ হিসেবে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান এ সংক্রান্ত কোনো অনুরোধ করেনি৷

তবে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে চলতি বছরের শুরুর দিকে একটি বৈঠক উচ্চপর্যায়ের বৈঠক বাতিল করেছে ভারত৷ তাই নতুন করে বৈঠক করতে চাইলে তাদেরই এগিয়ে আসতে হবে৷ কেননা ‘বল এখন ভারতের কোর্টে৷'

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহায়তা বাড়াতে ১৯৮৫ সালে সার্কের যাত্রা শুরু হয়৷ বর্তমানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই জোটের সদস্য৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ