1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত

হাফসা বেগম৭ আগস্ট ২০০৮

মাওবাদীদের বিরোধিতার মুখে নেপালে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো সুন্দরী প্রতিযোগিতা৷ পরবর্তী মিস নেপালের খোঁজেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো হি্ডেন ট্রেজার নামের এই প্রতিযোগিতা৷

অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদেরছবি: AP

এপ্রিলের সাধারণ নির্বাচনে জয়ী মাওবাদীদের অভিযোগ, সুন্দরী প্রতিযোগিতার নামে বিনোদন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের৷

মাওবাদী এমপি অমৃত থাপার মতে, পুঁজিবাদী ধ্যান-ধারণায় গড়ে ওঠা এই সংস্কৃতি নারী- স্বার্থবিরোধী৷ নতুন গণপ্রজাতন্ত্রী নেপালে কোন অবস্থাতেই এটা হতে দেয়া যায় না৷

আরেক মাওবাদী নেত্রীর যুক্তি, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ভুল তথ্য দেয়া হচ্ছে সমাজে৷ নারীর মেধার চেয়ে এখানে বেশি গুরুত্ব পাচ্ছে তার শারিরীক সৌন্দর্য৷

এসব অভিযোগের মুখে স্থগিত করা হলো সুন্দরী প্রতিযোগিতা৷ তবে এর আয়ো্জকরা বলেছেন, মাওবাদীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করবেন তারা৷ তাদের আশা শিগগিরই প্রতিযোগিতার মঞ্চে উঠবে নেপালী তন্বীরা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ