1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে সমঝোতা

১০ আগস্ট ২০১৮

বিদ্যুৎখাতে সহযোগিতা বাড়াতে নেপালের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ৷ এর ফলে শুধু জলবিদ্যুৎ নয়, সৌর, বায়ু এবং অন্যান্য উৎসে বিদ্যুৎ উৎপাদনেও গতি আসবে বলে আশা দুই দেশের৷

ছবি: Getty Images/AFP/P. Malukas

শুক্রবার নেপালের পক্ষে বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী বর্ষা মান পুন এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ এ চুক্তিতে সই করেন৷

এই সমঝোতা চুক্তির আওতায় দুই দেশ সচিব পর্যায়ের একটি যৌথ স্টিয়ারিং গ্রুপ এবং যুগ্ম সচিব পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে৷ বিদ্যুৎখাতে কীভাবে সহযোগিতা আরো বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে প্রতি বছর অন্তত একবার হলেও বৈঠকে বসবে এ কমিটি৷

নেপাল থেকেজলবিদ্যুৎ আমদানি ছাড়াও সে দেশের বিদ্যুৎখাতে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের বিষয়গুলোও রয়েছে সমঝোতা স্মারকে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নসরুল হামিদকে উদ্ধৃত করে জানিয়েছে, নেপালে ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে৷ এখানে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানিগুলো ভবিষ্যতে বিনিয়োগ করে সে বিদ্যুৎ দেশে নিতে পারবে৷

নেপালের হিমালয়ান টাইমস বলছে, গ্রিন ও ক্লিন এনার্জির অবাধ সরবরাহে ভারত-বাংলাদেশ-নেপাল ত্রিপাক্ষিক চুক্তির বিষয়টি নিয়ে এখন জোর আলোচনা চলছে৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ