প্যারিসে নিলামে নেপোলিয়ানের টুপি বিক্রি হলো ১৯ লাখ ৩২ হাজার ইউরোয়, বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ১৮ লাখ টাকায়।
বিজ্ঞাপন
রোববার এই নিলাম হয়। সেখানেই নেপোলিয়ানের টুপি রেকর্ড দামে বিক্রি হলো। প্রাথমিকভাবে প্রত্যাশা ছিল, নেপোলিয়নের টুপি ছয় থেকে আট লাখ ইউরোয় বিক্রি হবে।
এই টুপির মালিক ছিলেন একজন ব্যবসায়ী, গতবছরে তিনি মারা যান।
২০১৪ সালে নেপোলিয়নের একটি টুপি ১৮ লাখ ৮৪ হাজার ইউরোয় বিক্রি হয়। দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী সেই টুপি কিনেছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে গেল।
নিলামে এবার মহাত্মা গান্ধীর চশমা
বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের ব্যবহৃত জিনিস নিলামে ওঠার ধারা আজও অব্যাহত৷ ছবিঘরে রয়েছে এমনই কয়েকটি জিনিসের গল্প৷
ছবি: picture-alliance/dpa
মহাত্মা গান্ধীর চশমা
মোহনদাস করমচন্দ গান্ধীর বিখ্যাত সোনায় মোড়া গোলফ্রেম চশমা সোমবার বিক্রি হলো দুই লাখ ৬০ হাজার পাউন্ডে (প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা৷ যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে হঠাৎ করেই খুঁজে পাওয়া যায় এই চশমা৷ এই চশমাটি ১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকতে সময় ব্যবহার করেন গান্ধী বলে জানিয়েছে নিলামের আয়োজক ব্রিস্টল অকশানস সংস্থা৷
ছবি: picture-alliance/dpa/J. Lane
চার্চিলের সিগার
১৯৪৭ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল প্যারিস সফরে যান৷ সেই সফরের সময়ে তাঁর একটি আধপোড়া সিগার থেকে যায়৷ ২০১৭ সালে বস্টনের একটি নিলাম সংস্থা ১২ হাজার মার্কিন ডলারে (প্রায় দশ লাখ টাকা) বিক্রি করে চার ইঞ্চি লম্বা এই সিগারটি৷
ছবি: picture-alliance/AP Photo/RR Auction
হিটলারের টেলিফোন
২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আলেকজান্ডার হিস্টোরিকাল অকশানস সংস্থা নাৎসি জার্মানির রাষ্ট্রনেতা আডলফ হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন নিলামে তোলে৷ বলা হয়, ১৯৪৫ সালে হিটলারের বাঙ্কার পরিদর্শনের সময়ে রুশবাহিনীর হাতে আসে এই ফোন৷ নিলামে এই ফোনটির দাম ওঠে দুই লাখ ৪৩ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ছয় লাখ টাকা)৷
ছবি: picture-alliance/dpa/AP/P. Semansky
থ্যাচারের ব্রোচ
ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তাঁর রাজনীতি ছাড়াও খ্যাত ছিলেন তাঁর কেতাদুরস্ত সাজপোশাকের কারণে৷ ২০১৫ সালে লন্ডনে হিরে খচিত একটি ব্রোচ নিলাম হয়, যা ‘আয়রন লেডি’ থ্যাচার ব্যবহার করতেন৷ ধারনা করা হয়েছিল যে আনুমানিক ১০ হাজার পাউন্ডে বিক্রি হবে এই ব্রোচ৷ কিন্তু সব জল্পনা ভেঙে মোট এক লাখ ৫৮ হাজার পাউন্ডে (প্রায় ১৮ কোটি টাকা)বিক্রি হয় সেটি৷
ছবি: Getty Images/C.Court
থ্যাচারের স্যুটও নিলামে
ঘন গাঢ় নীলরঙা একটি স্যুট, যা মার্গারেট থ্যাচার ব্যবহার করেছিলেন, নিলামে ওঠে৷ প্রত্যাশা ছিল দুই থেকে তিন হাজার পাউন্ডে বিক্রি হবে সেটি৷ কিন্তু ২০১৫ সালের এই নিলামে ক্রেপের তৈরি এই স্যুট বিক্রি হয় ২৭ হাজার ৫০০ পাউন্ডে (প্রায় ৩১ লাখ টাকা)৷
ছবি: Getty Images/C.Court
মাওয়ের চিঠি অ্যাটলিকে
চীনা রাষ্ট্রনেতা মাও সে তুং ১৯৩৭ সালের নভেম্বরে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি৷ কমিউনিস্ট পার্টির পক্ষে শুভেচ্ছা জানিয়ে লেখা হয় এই চিঠি৷ ২০১৫ সালের ডিসেম্বরে লন্ডনের বিখ্যাত সোদেবিজ সংস্থা নিলাম করে এই চিঠি৷ ছয় লাখ পাঁচ হাজার পাউন্ড (প্রায় ৬৭ কোটি টাকা) দামে বিক্রি হয় সেই চিঠি৷
ছবি: picture-alliance/epa/Sotheby's
নরেন্দ্র মোদীর স্যুট
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীপদে শপথগ্রহণের সময় একটি বিশেষভাবে নির্মিত স্যুট পরেছিলেন৷ গাঢ় নীলরঙা এই স্যুটের গায়ে সোনার সুতো দিয়ে প্রধানমন্ত্রীর নাম সেলাই করা৷ চার কোটি ৩২ লাখ ভারতীয় রুপিতে (প্রায় ৫ কোটি টাকা) এই স্যুট কেনেন হিরের ব্যবসায়ী লালজীভাই প্যাটেল৷ কোনো নিলামে ওঠা বিশ্বের সবচেয়ে দামী স্যুটের রেকর্ড এখন পর্যন্ত এটিই৷
ছবি: AFP/Getty Images/STR
7 ছবি1 | 7
টুপি এত দামি কেন?
বার্তাসংস্থা রয়টার্সকে নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, নেপোলিয়নের ১২০টা টুপি ছিল। যে টুপিটি নিলামে বিক্রি হয়েছে, সেটি ওই ১২০টি টুপির মধ্যে একটি। এই ধরনের টুপিকে বলা হয় নেপোলিয়নের ট্রেডমার্ক টুপি।
২০২১ সালে নেপোলিয়নের একটি টুপি লন্ডনে নিলাম হয়েছিল। সেটির ডিএনএ পরীক্ষা করে বলা হয়েছিল, নেপোলিয়ন সেই টুপি পরতেন।