1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেরুদা’কে কি মারা হয়েছিল?

৫ মার্চ ২০১৩

চিলির একনায়ক আউগুস্তো পিনোচেট ক্ষমতা দখল করার স্বল্প পরেই সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী কবি পাবলো নেরুদা হাসপাতালে মারা যান, দৃশ্যত হার্ট অ্যাটাক হয়ে৷ এবার তাঁর দেহাবশেষ পরীক্ষা করে দেখা হবে, তাঁকে হত্যা করা হয়েছিল কিনা৷

Symbolbild zu "Trauer, Depression, Beerdigung" Bild: Fotolia / zentilia #7720188
প্রতীকী ছবিছবি: Fotolia/zentilia

এমন একটা যুগ ছিল, যখন কোনো বাংলা কবিকে পাবলো নেরুদার নাম বলে দিতে হতো না৷ কবি, গোঁড়া কমিউনিস্ট, কূটনীতিক তথা রাজনীতিক নেরুদা ছিলেন কামনায় প্রোজ্জ্বল প্রেমের কবিতার আদিকবি৷ তাঁর ১৯২৪ সালে প্রকাশিত ‘‘বিশটি প্রেমের কবিতা ও একটি হতাশার কবিতা'' আজও একটি ক্ল্যাসিক৷ দক্ষিণ অ্যামেরিকার আরেক নোবেল পুরস্কার বিজয়ী, ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নেরুদাকে বলেছিলেন ‘‘বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি, যে কোনো ভাষায়''৷

পাবলো নেরুদাছবি: AP

প্রায় চার দশক আগে নেরুদা মারা গেছেন৷ মারা যাবার আগের কয়েক মাস নেরুদার ড্রাইভার ছিলেন মানুয়েল আরায়া৷ তিনি এবার অভিযোগ করেছেন, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত নেরুদা যখন সান্টিয়াগোর সান্টা মারিয়া ক্লিনিকে, তখন পিনোচেটের এজেন্টরা তাঁকে পেটে ইনজেকশন দিয়ে বিষ ঢুকিয়ে হত্যা করে৷ নেরুদা ছিলেন সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দে-র সমর্থক, যাঁকে ১৯৭৩ সালের ১১ই সেপ্টেম্বর একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়৷ অর্থাৎ নেরুদা মারা যাবার ঠিক বারো দিন আগে৷

এবার এক বিচারক নির্দেশ দিয়েছেন, নেরুদার দেহাবশেষ তদন্ত করে দেখা হোক৷ নেরুদাকে সমাধিস্থ করা হয়েছিল উপকূলের একটি ছোট শহরে, তাঁর তৃতীয় স্ত্রীর পাশে৷ পিনোচেট তাঁর শবযাত্রা নিষিদ্ধ করা সত্ত্বেও চিলির মানুষ তাদের প্রিয় কবিকে শেষবার দেখার জন্য কারফিউ অগ্রাহ্য করে রাস্তায় নেমেছিল৷ এ সেই নেরুদা৷ এ তাঁর মরদেহ৷

এবং এখানেই শেষ নয়৷ যে ফরেন্সিক বিশেষজ্ঞরা সালভাদোর আলেন্দে-র দেহাবশেষ পরীক্ষা করেছিলেন, তারাই সম্ভবত নেরুদার দেহাবশেষ পরীক্ষা করবেন৷ তবে আলেন্দে-কে শারীরিক নিপীড়ন করা হয়নি, তিনি সত্যিই আত্মহত্যা করেছিলেন, তদন্তে প্রমাণ হয়৷

চিলির কমিউনিস্ট পার্টি গতবছর যে অভিযোগ দায়ের করে, তার ভিত্তিতেই নেরুদার মৃত্যু সংক্রান্ত নতুন তদন্ত শুরু হয়৷ পিনোচেট নাকি নেরুদা'কে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই আশঙ্কায় যে, নেরুদা মেক্সিকোয় গিয়ে সেখান থেকে পিনোচেট বিরোধীদের নেতৃত্ব দিতে পারেন – বলেছেন তাঁর প্রাক্তন ড্রাইভার, আজ ৬৫ বছর বয়সী আরায়া৷

এসি / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ