1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তুমি অমর কবিতার অন্ত্যমিল’

৬ ডিসেম্বর ২০১৩

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বের নানা প্রান্তের মানু্ষ৷ বাংলা ইন্টারনেট কমিউনিটিতেও শোকের ছায়া৷ এই মহানায়কের স্মরণে মন্তব্য করছেন অনেকে৷

Stimmen und Reaktionen zum Tod Nelson Mandelas
ছবি: Reuters/Suzanne Plunkett

‘‘বহুরাত জাগার জন্য অনেক সুন্দর ভোর দেখেছি৷ আজ ভোর শুধু দুঃখ নয় গর্ব ডেকে আনল৷ যদি বেঁচে থাকি এর পরের সব প্রজন্মকে বলতে পারব৷ আমি নেলসন ম্যান্ডেলাকে দেখেছি,'' ফেসবুকে গভীর রাতে লিখেছেন ইরেশ জাকের৷ এই অভিনেতার স্ট্যাটাসে মন্তব্য করেছেন অনেকে৷ সেখানে নিরব তাহসান লিখেছেন, ‘‘অসাধারণ একজন নেতাকে দেখার সৌভাগ্য হয়েছিল৷ যারা শত বর্ষে আসে না৷''

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক গোধূলি খান লিখেছেন, ‘‘নেলসন ম্যান্ডেলা তুমি অমর কবিতার অন্ত্যমিল, তোমার চোখেতে দেখি স্বপ্ন-মিছিল৷'' আবিদ মাহমুদ লিখেছেন, ‘‘ম্যান্ডেলা দাদু বড়ই ভালো লোক ছিলেন৷ আমাগের দেশে তাঁর মতন একটা মানুষ থাকলি আমরা এতদিন সভ্য জাতি হয়ে যাইতাম৷ (বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছু বাঙ্গালীকে অসভ্য করিয়া তুলিয়াছে, যাহার দায়ভার পুরা বাঙালী জাতির উপর পড়িতেছে)৷''

কিংবদন্তি নেতা ম্যান্ডেলার মৃত্যুতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান ফেসবুকে একটি কবিতা প্রকাশ করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এই কাল কাল মানুষের দেশে/এই কাল মাটিতে/নেলসন মান্ডেলা, তুমি/অমর কবিতার অন্ত্যমিল/তোমাকে সালাম৷''

সাংবাদিক অঞ্জন রায় ম্যান্ডেলাকে সরাসরি দেখেছেন৷ সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘মানুষ হিসেবে আমি গর্বিত৷ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা এবং ইয়াসির আরাফাত – মানব সভ্যতার এই তিন মহানায়ককে নিজের দুচোখে দেখেছি৷ নিজের দু’হাতে স্পর্শ করেছি৷''

কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে এইচ আর খান লিখেছেন, ‘‘অবশেষে জীবনের কাছে হার মানলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা৷'' একই ব্লগ সাইটে মঞ্জুর চৌধুরী লিখেছেন, ‘‘নেলসন ম্যান্ডেলা আজ দেহত্যাগ করলেন৷ একটি মহামানবের যুগের অবসান ঘটলো৷ এখন আরেক মহামানবের আগমনের প্রতীক্ষার পালা৷''

ব্লগার স্মরনিকা ধর ম্যান্ডেলাকে স্মরণ করতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিত নিয়েও করেন তীর্যক মন্তব্য৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘নেলসন, তোমার জন্যে নয় আমার শোকপাত্র৷'' এই ব্লগার মনে করেন, ‘‘ম্যান্ডেলা ৯৫ বছরের জীবনে যা কিছুই করেছেন তা তাঁকে ৯৫ শতাব্দী বাঁচিয়ে রাখতে যথেষ্ট৷''

উল্লেখ্য, ৫ ডিসেম্বর, জোহানেসবার্গে নিজ বাসভবনে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় মৃত্যু বরণ করেন নেলসন ম্যান্ডেলা৷ তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ