1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিযুক্তরাজ্য

নেসির সন্ধানে...

২৬ জানুয়ারি ২০২৪

স্কটল্যান্ডের এক হ্রদে দৈত্যাকার এক রহস্যময় প্রাণী লুকিয়ে রয়েছে বলে বহুকাল ধরে অনেক মানুষ বিশ্বাস করেন৷ তবে গত বছর সবচেয়ে বড় অনুসন্ধানের অভিযান চালিয়েও এমন কোনো প্রাণীর খোঁজ পাওয়া যায়নি৷ তবে কিছু মানুষ হাল ছাড়তে নারাজ৷

জলে রূপকথার প্রাণী নেসার মূর্তির প্রতিচ্ছবি
শিল্পীর কল্পনার এই নেসির দেখা মিলবে স্কটল্যান্ডের লখ নেস প্রদর্শনী কেন্দ্রেছবি: IMAGO

স্কটল্যান্ডের সবচেয়ে বড় রহস্য এখানেই লুকিয়ে থাকতে পারে৷ লখ নেস হ্রদের গভীরে কে বাস করে, বহু প্রজন্ম ধরে তা নিয়ে জল্পনাকল্পনা চলছে৷ সেইসঙ্গে হ্রদের কালো ও ঘোলাটে পানি লাখ লাখ মানুষকে আকর্ষণ করে চলেছে৷

ডেভ হ্যাল্টন অনেক নেসি-শিকারীর যাতায়াত দেখেছেন৷ তিনি রহস্যময় এই নিসর্গ, একাকিত্ব ও হ্রদের অতল গহ্বর ভালোবাসেন৷ কারণ হ্যাল্টনের বিশ্বাস, কোনো এক জীব সেখানে বাস করে৷ কোনো এক দিন সেটি খুঁজে পাওয়ার আশাও তিনি করেন৷ ডেভ বলেন, ‘‘অবশ্যই আমি বিশ্বাস করি৷ কোথাও না কোথাও সেটি অবশ্যই আছে৷ আশাকরি এখনো আছে৷ যে সব সকালে পানির উপর কুয়াশা থাকে, তখন মনে হয় বলি, একটু মাথা তোলো৷ বেরিয়ে এসে দেখাও যে তুমি আছো৷''

প্রকৃতির প্রতি প্রেমের বশেই ডেভ সেখানে এসেছিলেন৷ ষাটেরও বেশি বয়সি অবসরপ্রাপ্ত এই মানুষটি স্বীকার করছেন, যে তিনি ইতোমধ্যে নেসির নেঁশায় বুঁদ হয়ে রয়েছেন৷ তাঁর মতে, অনেক কাহিনি ও রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে৷

ডেভ নির্জনতার স্বাদ উপভোগ করলেও নেসি কিন্তু গোটা বিশ্বে আলোড়ন তুলে আসছে৷ নেসির কারণে বিশাল পর্যটন শিল্প গড়ে উঠেছে৷ গত বছর গ্রীষ্মে নেসির সন্ধানে এক অভিযান আবার স্কটল্যান্ডের প্রতি গোটা বিশ্বের নজর কেড়েছে৷ লখ নেস এক্সপ্লোরেশন উদ্যোগের অ্যালান ম্যাককেনা অভিযানে যোগ দিতে সবাইকে উদ্বুদ্ধ করেন৷

নেসির সন্ধানে লখ নেস হ্রদে ছুটে আসেন অনেক পর্যটকছবি: Benedikt von Imhoff/dpa/picture alliance

সোনার ও সাউন্ড প্রযুক্তি বসানো এক নৌকা দুই দিন ধরে হ্রদের পানিতে সন্ধান চালিয়েছে৷ গত ৫০ বছরে সেটিই ছিল সবচেয়ে বড় অভিযান৷ শয়ে শয়ে স্বেচ্ছাসেবী সেই অভিযানের টানে উপস্থিত হয়েছেন৷ স্বেচ্ছাসেবী হিসেবে রেবেকা ওকলি বলেন, ‘‘আমরা বারো ঘণ্টা ট্রেন যাত্রা শেষে এখানে এসেছি৷ নেসি এখানে আছে, আমরা তাকে খুঁজে পাবো৷’’

রেবেকা ও তাঁর দুই ছেলে ওয়েলস থেকে রওয়ানা হয়ে সারা দিন পথে ছিলেন৷ নেসির স্বপ্ন বাস্তব করাই তাঁদের লক্ষ্য৷ রেবেকা বলেন, ‘‘গত দুই বছর ধরে লখ নেসে গিয়ে মনস্টার খোঁজার চেষ্টা করা রাফাসের স্বপ্ন বলেই আমরা এসেছি৷ তার জন্য সেটা সম্ভব করা আমার উচিত মনে হয়েছিল৷ তার শৈশব থাকতে আমি এমন সুযোগ আর পাবো না৷ আমাকে সেটা করতেই হবে৷ তাই সাড়ে এগারো ঘণ্টা ট্রেন যাত্রার পর আমরা এসে পড়েছি৷ সত্যি সার্থক৷’’

নেসির আরো এক অনুরাগীর দেখা মিললো৷ কিন্তু এই অভিযানের পরেও রহস্যের সমাধান হলো না৷ তবে সেই কাহিনির মধ্যে এমন এক জাদু আছে, যা এমনকি লাজুক প্রকৃতির মনস্টারও দূর করতে পারে না৷ সে এমন এক জাদু, যা এমনকি গভীর সংশয়বাদীদেরও হ্রদের পানি অনুসন্ধান করতে বাধ্য করে৷ মনে প্রশ্ন জাগে, যদি পাওয়া যায় তাহলে কী হবে?

অভিযানের আয়োজক অ্যালান ম্যাককেনার কাছে আগামী প্রজন্মের জন্য এই কিংবদন্তি বাঁচিয়ে রাখা এমনকি নেসির সন্ধানের তুলনায়ও বেশি গুরুত্বপূর্ণ৷ অ্যালান বলেন, ‘‘আমি চাই না, এই রহস্য দূর হোক৷ শৈশব থেকেই আমি এই রহস্য ও পরিবেশ ভালোবাসি৷ আমাকে স্বার্থপর বলা যেতে পারে বৈকি৷ আমি শুধু নিজের জন্য বিষয়টিকে ইন্ধন দিচ্ছি, সেটা বলার অধিকার অবশ্যই আপনার আছে৷ আমি জায়গাটা খুব ভালোবাসি৷ গুরুত্বপূর্ণ এই ঐতিহ্যে ক্ষুদ্র এক ভূমিকা পালন করতে পেরেই আমি সত্যি খুশি৷ আমার মতে, এটির সুরক্ষা নিশ্চিত করা সত্যি সার্থক কাজ৷’’

ডেভ হ্যাল্টন আবার হ্রদের পানিতে নামার তোড়জোড় করছেন৷ কায়াক নৌকা নিয়ে একটি মানুষের উদ্যোগ৷ নেসি মানুষের ভিড় এড়িয়ে চলে বলে তাঁর বিশ্বাস৷ প্রতিটা দিনই এক অ্যাডভেঞ্চার৷ ডেভ হ্যাল্টন জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন৷

শার্লট চেলসম-পিল/এসবি

মাটির তলায় রূপকথার মিউজিয়াম!

05:03

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ