বাংলাদেশে দুর্নীতি কমছে না কেন? এর কারণ হিসেবে আমাদের পাঠকদের মধ্যে কেউ পুলিশ, কেউ প্রশাসন, রাজনীতিক, কেউ বা জনগণকে দায়ী করেছেন৷ অনেকে আবার দুর্নীতির কারণ ও সমাধানও দিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের পাঠক বন্ধু জুয়েলের মতে, ‘‘দুর্নীতির ফলে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ এবং তার ফলে জনগণ কোনো উন্নয়নের দীর্ঘমেয়াদি সুফল ভোগ করে পারে না৷ এর জন্য আমাদের সমাজের মানুষ দায়ী৷''
অন্যদিকে দুর্নীতি সম্পর্কে সাঈদ রহমান সরদার পুরোপুরি দায়ী করেছেন রাজনীতিকদের৷ তিনি লিখেছেন, ‘‘দুর্নীতির জন্য ৯০ ভাগ দায়ী রাজনীতিবিদরা৷ তাঁদের নোংরা রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ, লোভ, রাতারাতি ধনী হওয়ার আকাঙ্খাই দুর্নীতির কারণ৷''
‘‘দুর্নীতি যে কারণই হোক না কেন, বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে তা আর কখনো কমে না'' –এটাই আমিনুল হকের দুঃখ৷
‘‘বাংলাদেশের মানুষ মনে করে, যারা ক্ষমতায় যায় তারা পাঁচ বছরের জন্য দেশটা ইজারা নেয়৷ আর আমলারা মনে করে যে, তারা জনগণের নয় তারা সরকারের চাকরি করে৷ ইজারাতন্ত্র, দহনতন্ত্র, আমলাতন্ত্র নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক৷'' – বাংলাদেশে দুর্নীতি না কমার কারণকে পাঠক আজিজুল আলম ডয়চে ভেলের ফেসবুক পাতায় এভাবেই তুলে ধরেছেন৷
সেরা দশ দুর্নীতির দেশ, সবচেয়ে কম দুর্নীতির দেশ
এক সময়ের দুর্নীতির বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হয়েছে ১৩তম৷ চলুন দেখা যাক ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)-র প্রতিবেদনে এবার কোন কোন দেশ আছে দুর্নীতির সেরা দশে আর কোন দশটি দেশে এখন দুর্নীতি সবচেয়ে কম৷
ছবি: picture-alliance/dpa/M. Antonisse
৮ থেকে ১০ নম্বরে কঠিন লড়াই
টিআইবি-র এবারের প্রতিবেদন অনুযায়ী, সমান ১৮ পয়েন্ট করে পাওয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দশটি দেশের তালিকায় ৮ নাম্বার থেকে ১০ নাম্বার পর্যন্ত স্থানে রয়েছে উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়া৷
ছবি: picture alliance/AP Photo
দুর্নীতির সপ্তম স্বর্গে তুর্কমেনিস্তান
উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট কম হওয়ায় দুর্নীতিতে সেরা দশটি দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে তুর্কমেনিস্তান৷
ছবি: DW
ইরাকের দুরবস্থা
যুদ্ধ, হানাহানির মাঝে ইরাকে দুর্নীতিও চলছে পুরোদমে৷ তাই ১৬ পয়েন্ট নিয়ে তারা এখন দুর্নীতিতে সেরা দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে৷
ছবি: Reuters
পঞ্চম স্থানে দক্ষিণ সুদান
ইরাকের পরেই রয়েছে সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদান৷ তারা পেয়েছে ১৫ পয়েন্ট৷
ছবি: Getty Images/AFP/T. Karumba
আফগানিস্তান দুর্নীতিরও স্থান
দুর্নীতিরও স্থান না হলে আফগানিস্তান কি আর ১২ পয়েন্ট নিয়ে বিশ্বের চতুর্থ সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হতো?
ছবি: Getty Images/AFP/S. Marai
দক্ষিণ সুদানের চেয়ে দুর্নীতিতে এগিয়ে সুদান
সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান শুধু মানচিত্রেই নয়, দুর্নীতিতেও কিছুটা ব্যবধান দেখাতে পেরেছে৷ দক্ষিণ সুদান যখন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে, সুদান তখন ১১ পয়েন্ট নিয়ে তৃতীয়৷ দুর্নীতিতে এগিয়ে থাকা তো আর ভালো কথা নয়!
ছবি: getty / C. Bouroncle
উত্তর কোরিয়া আর সোমালিয়া
সমাজতন্ত্র কায়েমের পথে হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে পড়লেও দুর্নীতিতে খুব এগিয়েছে উত্তর কোরিয়া৷ আফ্রিকার দারিদ্র্য জর্জরিত দেশ সোমালিয়াও কম যায় না৷ ৮ পয়েন্ট করে নিয়ে এই দুই দেশই আছে প্রথম ও দ্বিতীয় স্থানে৷
ছবি: picture alliance/dpa/R. Sinmun
সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক
নারীর জন্য সবচেয়ে ভালো দেশ হওয়ার পর, এবার সবচেয়ে কম দুর্নীতির দেশও হয়েছে ডেনমার্ক৷ স্ক্যান্ডিনেভিয়ান এই দেশ পেয়েছে ৯২ পয়েন্ট৷
ছবি: Reuters/N. Ahlmann Olesen
দ্বিতীয় নিউজিল্যান্ড, তৃতীয় ফিনল্যান্ড
সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোর মাঝে নিউজিল্যান্ড ৯১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে আর ৮৯ পয়েন্ট পেয়ে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে৷
ছবি: picture alliance / Robert Harding
চতুর্থ স্থানে সুইডেন
আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনও কম দুর্নীতিগ্রস্থ দেশগুলোর মাঝে খুব ভালো অবস্থানে৷ তাদের পয়েন্ট ৮৭, অবস্থান চতুর্থ৷
ছবি: DW/T. Mehretu
নরওয়ে আর সুইজারল্যান্ডে সমতা
৮৬ পয়েন্ট করে পেয়েছে নরওয়ে আর সুইজারল্যান্ড৷ ফলে দেশ দু’টি আছে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে৷
ছবি: EBU
একের হেরফেরে সাত থেকে দশ
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দশ দেশের তালিকায় সপ্তম থেকে দশম স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ এবং ক্যানাডা৷ সপ্তম থেকে দশম, অষ্টম, নবম ও দশমে মাত্র এক পয়েন্ট করে ব্যবধান৷ সিঙ্গাপুরের ৮৪, নেদারল্যান্ডসের ৮৩, লুক্সেমবুর্গের ৮২ এবং ক্যানাডার পয়েন্ট ৮১৷
ছবি: picture-alliance/dpa/M. Antonisse
12 ছবি1 | 12
‘‘সবাই অনেক ভালো তো, তাই দুর্নীতি কমে না'' – হ্যা, এভাবেই রসিকতা করেছেন পাঠক মুহাম্মদ আবদুল মুত্তাকাব্বির৷
‘‘দুর্নীতিবাজ বের করার জন্য পুলিশকে ‘টার্গেট' দিয়ে তা অবশ্যই আদায় করে নিতে হবে৷ আর শাস্তি হবে মৃত্যুদণ্ড৷'' দুর্নীতি কিভাবে কমবে তার জন্য এই কড়া পরামর্শ দিয়েছেন নোবেল মন্ডল৷
রিন্টু মনে করেন, বাংলাদেশে সব কাজ সেনাবাহিনীকে দিয়ে করালে নাকি দুর্নীতি থাকবে না৷
‘‘এই দেশের যেদিকে তাকাই, সেদিকেই শুধু ভণ্ড, প্রতারক আর দুর্নীতেতে ভরা৷ কেউ সুখি নয়৷'' মন্তব্যটি বন্ধু সুমনের৷ সুমন দুঃখ করে আরো লিখেছেন, ‘‘এই পরিস্থিতিতে আমাদের মতো পরিবারের বাঁচা বড় দায়৷''
‘‘বিড়াল দিয়ে কখনো মাছ পাহাড়া দেয়া যায় না৷'' বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে এই ছোট্ট মন্তব্যটি চৌধুরী জিয়াদের৷
মুহাম্মদ আরিফুল হুদা অবশ্য দুর্নীতির জন্য সরকারকেই দায়ী করছেন৷ বলেছেন, ‘‘এ সরকারের আমলে সব সেক্টরে দুর্নীতি চরম আকারে পৌঁছেছে৷''
‘‘মানুষ টাকার কাছে গোলাম, তারা মরার ভয় করে না, তাই দুর্নীতি কমে না৷'' এমন মন্তব্য করেছেন ইরফান আলী৷ আর সোহাগ জামান বলেছেন, ‘‘দেশটাই তো দুর্নীতিবাজদের৷''
দুর্নীতি না কমাকে রাজনৈতিক সমস্যা বলে মনে করেন রঞ্জু হক৷ তাই বাংলাদেশে দুর্নীতি সহজে কমবে বলে বিশ্বাস করেন না পাঠক হাবীব রহমান৷ তিনি হতাশ আর সেজন্যই হয়ত ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘যেদিন দুর্নীতি কমবে, সেদিন আমরা থাকব না৷''
দুর্নীতি বন্ধ করার পরামর্শ দিয়ে ওয়াকিল আহমেদ লিখেছেন, ‘‘আগে এ দেশের মানুষের চরিত্র বদল করতে হবে, হালাল-হারাম মানতে হবে৷''
‘‘মানুষ নীতিকে রাখে অনেক দূরে, তাই দুর্নীতি কমে না বাংলাদেশে৷'' এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু বক্তিয়ার মানিকের৷
‘‘যারা দুর্নীতি দমন করবে তারাই যদি দুর্নীতি করে, তাহলে দুর্নীতি কমবে কিভাবে বাংলাদেশে ?'' এই প্রশ্ন নিলয় আহমেদ নিরের৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ
দুর্নীতির বিরুদ্ধে লড়ার পাঁচ কৌশল
বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইন্ডিকেটরস গ্রুপ’-এর পরিচালক আওগুস্তো লোপেজ-কার্লোস এক ব্লগ পোস্টে দুর্নীতির বিরুদ্ধে লড়ার কয়েকটি কৌশল আলোচনা করেছেন৷ ছবিঘরে থাকছে সে’সব কথা৷
ছবি: Getty Images
সরকারি চাকুরেদের জন্য ভালো বেতন
যাঁরা সরকারি চাকরি করেন তাঁদের বেতন যদি খুব কম হয়, তাহলে আয় বাড়াতে তাঁরা ‘অনানুষ্ঠানিক’ পথ অবলম্বন করতে পারেন৷ বিশ্বব্যাংকের এক গবেষণায় স্বল্পোন্নত দেশগুলোতে সরকারি চাকুরেদের কম বেতন ও দুর্নীতির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে৷
ছবি: DW
অর্থ ব্যয়ে স্বচ্ছতা
যে সমস্ত দেশের নাগরিকদের সরকারি কর্মকাণ্ড পর্যালোচনার সুযোগ আছে সেসব দেশে দুর্নীতি কম হয়৷ অর্থাৎ যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, শিক্ষিতের হার বেশি এবং সক্রিয় সুশীল সমাজ রয়েছে সেখানে দুর্নীতির হার কম৷ কেননা এর ফলে বিভিন্ন প্রকল্পে সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলা যায়, সরকারের নীতি নিয়ে আলোচনা করা যায়৷
ছবি: Colourbox/Hin255
লাল ফিতার দৌরাত্ম কমানো
বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদন বলছে, যে সব দেশে ব্যবসা শুরু করতে, সম্পত্তি নিবন্ধন করতে, আন্তর্জাতিক ব্যবসায় জড়িত হতে নানা ধরনের সার্টিফিকেট, আইন, লাইসেন্স ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে সে’সব দেশে দুর্নীতি বেশি হয়৷ তাই বিশ্বব্যাংকের এক গবেষক দুর্নীতির জন্ম দিতে পারে এমন আইনকানুন বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন৷
ছবি: DW
ভর্তুকি নয়
জ্বালানি খাতে ভর্তুকির নানা সমস্যা আছে৷ প্রায়ই এর সুবিধাভোগী হন ধনীরা৷ এছাড়া ভর্তুকি মূল্যে কেনা জ্বালানি চোরাচালানের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন অনেকে৷ তাই ভর্তুকির মতো ব্যয়বহুল পদ্ধতির চেয়ে নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের অর্থ সহায়তা দেয়া যেতে পারে৷
ছবি: DW/W.Jantschits
স্মার্ট প্রযুক্তির ব্যবহার
সরকারি কর্মকর্তাদের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগ যত কমানো যাবে, দুর্নীতি কমানো ততই সম্ভব হবে৷ এক্ষেত্রে বিভিন্নক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নেয়া যেতে পারে৷ সরকারি কেনাকাটার ক্ষেত্রে অনলাইনে টেন্ডার আহ্বানের মতো বিষয়াদি চালু করলে দুর্নীতির সুযোগ কমবে৷