1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোটবন্দির বর্ষপূর্তি: পথে শাসক ও বিরোধী দল

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
৮ নভেম্বর ২০১৭

ক্যালেন্ডারের পাতায় আবার ৮ নভেম্বর এসে হাজির৷ নোট বাতিলের বর্ষপূর্তি পালন করছে উভয়েই: সরকারের কাছে দিনটি ‘‌কালোটাকা বিরোধী দিবস'‌, বিরোধীদের কাছে ‘‌কালা দিবস'৷ পরবর্তী লোকসভা নির্বাচন অবধি নোট বাতিল ইস্যু বাতিল হচ্ছে না৷

ভারতে নোট বাতিলের বর্ষপূর্তি
ছবি: picture-alliance/AP Photo/B. Rout

বেশ উষ্ণ হয়ে উঠছে জাতীয় রাজনীতি৷ একদিকে বিজেপি ও তার সহযোগী দলগুলি সভা-সমিতি করে কালোটাকার বিরুদ্ধে আম জনতাকে সতর্ক করার উদ্যোগ নিয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রীরা-‌সহ পথে নেমে মিছিল করার কথাও বলা হয়েছে কর্মী, সমর্খকদের৷ অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস-‌সহ তৃণমূল, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল (‌ইউনাটেড)‌ এবং ডিএমকে-‌র মতো মোট ১৮টি দল৷ দিনভর বিরোধী জোটের সঙ্গে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি রাত ৮টায় মোমবাতি মিছিলের আয়োজন করেছে কংগ্রেস৷ তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো দু'দিন আগে থেকেই নিজের টুইটারের ‘ডিপি' কালো করে নিয়েছেন৷ অনান্যদেরও তা করার অনুরোধ করেছেন৷ সবই মোদী সরকারের নোট বাতিলের প্রতিবাদে

অধীর‌রঞ্জন চৌধুরি

This browser does not support the audio element.

লোকসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি কার্যত তুলোধনা করেছেন কেন্দ্র সরকারকে৷ তাঁর কথায়, ‘‘‌যে ভারতবর্ষকে কংগ্রেস তিল তিল করে গড়ে তুলেছিল, নরেন্দ্র মোদীর এক ভ্রান্ত সিদ্ধান্তের ধাক্কায় সেই দেশের অর্থনীতি থমকে গেছে৷ তার ওপর জিএসটি চালু করে আবারও এক ধাক্কা দেওয়া হয়েছে৷'' ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দেশবাসীর ওপর মোদী সরকারের এই জোড়া ধাক্কা বুমেরাং হয়ে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

চারিদিকে নোট বাতিলের ভালো-‌মন্দ নিয়ে আলোচনার শেষ নেই৷ বাস হোক বা মেট্রো, রাস্তার মোড়ে অথবা পথে-‌ঘাটে যেখানেই কান পাতবেন আলোচ্য বিষয় একটাই নোট বাতিলের বর্ষপূর্তি৷ গোয়ার এক জনসভায় দাঁড়িয়ে মোদী ঘোষণা করেছিলেন, ‘‌‘মাত্র ৫০ দিন সময় দিন৷ কালোটাকা উদ্ধার হচ্ছে৷ সবাই পাবেন ১৫ লাখ টাকা৷ না হলে আমাকে জীবিত জ্বালিয়ে দেবেন৷''‌ কিন্তু দেশের নাগরিকরা ১৫ লক্ষ টাকা করে কি পেয়েছেন?

সুখেন্দুশেখর রায়

This browser does not support the audio element.

সংসদের উচ্চ কক্ষে তৃণমূলের প্রবীন সাংসদ সুখেন্দুশেখর রায় প্রথমদিন থেকেই নোট বাতিলের বিরোধিতা করে আসছেন৷ আজ, একবছর পূর্তিতে তিনি বললেন, ‘‌‘আজকের দিনেই দোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ ভারতে এই ধরনের ঘটনার প্রথম বিরোধিতা করেছিলেন তৃণণূল নেত্রী মমতা ব্যানার্জি৷ সরকারের অনমনীয় মনোভাবের জন্য সাধারণ ও প্রান্তিক মানুষ মুখ থুবড়ে পড়েছেন৷ বহু শ্রমিক কাজ হারিয়েছেন৷ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মন্দার শিকার হয়েছেন৷ সরকার যে কথা বলে নোট বাতিল করেছিল, তার কোনো একটিও সফল হয়নি৷''

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এতকিছুর পরে সাধারণ মানুষের হাতে কী এল?‌ হু হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম৷ গত মার্চ মাস থেকে রান্নার গ্যাসে উঠে যাবে ভর্তুকি৷ রোজ বাড়ছে পেট্রল-‌ডিজেলের দাম৷মুদ্রাস্ফীতি বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ কমছে আমানতে সুদের হার৷ নোট বাতিলের ধাক্কায় ছোট ব্যবসা ও শিল্পের দশা বেহাল হয়েছে৷ কাজ খুইয়েছেন বহু মানুষ৷ ওদিকে কাশ্মীরে বন্ধ হয়নি সন্ত্রাসবাদী কার্যকলাপ, তাদের ফান্ডিং এবং পাথর ছোঁড়াও৷ বৃদ্ধির হার ক্রমাগত নামতে নামতে পৌঁছে গিয়েছে ৫ দশমিক ৭ শতাংশের তলানিতে৷

‌প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং নোট বাতিলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন৷ তিনি বলেছেন, ‘‌‘মোদী সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে নোট বাতিলের সিদ্ধান্ত৷''

গতবছর সালের ৮ নভেম্বর রাত ৮টায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ভারত৷ টেলিভশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, যেখানে যত পুরনো পাঁচশ, হাজার টাকার নোট আছে, সে দিন রাত থেকেই সেগুলো অকেজো হয়ে গেল৷ টিভির পর্দা থেকে যেন সুনামি ছড়িয়ে পড়েছিল৷ নোট বাতিলের পর নগদের অভাবে ভুগেছে আমজনতা থেকে শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত কোটি কোটি মানুষ৷ সমালোচনার তীব্র ঝড় বয়েছে বিরোধী-সহ বিভিন্ন মহলে৷ মোদীর দাবি ছিল, দেশের স্বার্থে, অর্থনীতি চাঙ্গা করতেই পুরনো বড় নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, এর ফলে নাকি ধরা পড়বে বিপুল পরিমাণ কালো টাকা৷ কারণ সেগুলি আর ব্যাংকে ফিরবে না৷ নিকেশ হবে যাবতীয় জাল নোট৷ বন্ধ হবে সীমান্তে সন্ত্রাসের জন্য যাবতীয় অর্থের জোগান৷ আটকানো যাবে কাশ্মীরে সেনাবাহিনীর উপর পাথর ছোড়া৷ থামানো যাবে মাওবাদী কর্মকাণ্ড৷

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলছেন, ‘‘যে দিনের একটি সিদ্ধআন্তে গোটা দেশে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেই দিনটিকে ‌শাসক দল বিজেপি ‘‌উল্লাস দিবস' হিসেবে পালন করছে৷ এই ধরনের কাণ্ড যারা ঘটায়, তাদের জল্লাদ ছাড়া আর কি-‌ই বা বলা যেতে পারে৷ গরিব মানুষের কথা মোদী ভাবেননি৷ ধনীদের স্বার্থে সাধারণ মানুষের টাকা লুট করেছেন উনি৷''

আবদুল মান্নান

This browser does not support the audio element.

অন্যদিকে, বিবৃতি দিয়ে নোট বাতিলের নানা সুফল তুলে ধরেছে অর্থ মন্ত্রক৷ তাদের দাবি, এক বছর আগে ১০০০ ও পুরনো ৫০০ টাকার নোট বাতিলের ফল মিলেছে হাতেনাতে৷ কমেছে কালো টাকা, জাল নোট৷ রাশ টানা গিয়েছে অর্থনীতিতে নগদ লেনদেনের উপরেও৷ তারা জানিয়েছে, নোট নাকচের আগে অর্থনীতিতে মোট হাতবদল হত ১৭ দশমিক ৭৭ লক্ষ কোটি নগদ টাকা৷ সেখানে গত ৪ আগস্ট তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৫ লক্ষ কোটি৷ অর্থাৎ, আগের ৮৩ শতাংশ৷ এছাড়াও করের আওতায় এসেছেন অনেক বেশি ব্যক্তি ও সংস্থা৷ সেপ্টেম্বরেই ডিজিটাল লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৭ কোটি৷ টাকার অঙ্কে মোট ১ দশমিক ২৪ লক্ষ কোটি৷ রিজার্ভ ব্যাংকের হিসেব, বিভিন্ন শাখায় এখনও হয়ে চলেছে বাতিল পাঁচশ, হাজারের নোট গোনার কাজ৷ এ যাবৎ ১,১৩৪ কোটি ৫০০ টাকার নোট এবং ৫২৪ দশমিক ৯০ কোটি ১,০০০ টাকার নোট গোনা সারা৷ সব মিলিয়ে টাকার অঙ্কে যা ১০ দশমিক ৯১ লক্ষ কোটি৷ আরও অনেক গুনতে বাকি৷

কেন্দ্রের দাবি ছিল, নোট বাতিলের ফলে ব্যাংকে আর ফিরবেই না কয়েক লক্ষ কোটি কালো টাকা৷ অথচ নোটবন্দির সময় বাজারে যতটা নগদ ছিল এবং যতটা এত দিন ফিরে এসেছে এবং আসছে, সেই পরিসংখ্যানে স্পষ্ট, আখেরে তাদের সে দাবি সত্যি হয়নি৷ ফলে কালো টাকায় রাশ টানা নিয়ে সরকারের বক্তব্যে যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন, ‘‌মিত্র, ভাই ও বোন'‌ সম্বোধন করে৷ নোট বাতিলে তাঁরা কি সত্যিই লাভবান হয়েছেন?‌‌

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ