বুধবার পেশ করা হবে ২০১৭-১৮ সালের বাজেট৷ নোট বাতিল কাণ্ডের জেরে নাজেহাল আমজনতার জীবনে স্বস্তির প্রলেপ কি দিতে পারবে মোদী সরকারের নতুন বাজেট? এ নিয়ে দেশের মানুষের মনে চলছে আশা-প্রত্যাশার দোদুলদোলা৷
বিজ্ঞাপন
যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন৷ এই প্রথম দীর্ঘদিনের প্রথা ভেঙে বাজেট পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি, তাও আবার রেল বাজেট ও সাধারণ বাজেট একসঙ্গে৷ অতীতে রেল বাজেট এবং সাধারণ বাজেট পেশ করা হতো আলাদা আলাদভাবে৷ বিমুদ্রাকরণের সার্জিক্যাল স্ট্রাইকের ঠেলায় আমজনতাকে যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে, এর ফলে তাদের দৈনন্দিন জীবনের ওপর যে অভিঘাত এসে পড়েছে, নতুন বাজেটে সেটা কিছুটা হলেও পুষিয়ে দেওয়াটা মোদী সরকারের একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে বলে মনে করছেন অনেকেই৷ তাই বিভিন্ন মহলে যে সব প্রশ্ন ঘুরে ফিরেই আসছে, সেগুলো হলো – এই বাজেট দেশের মানুষকে কতটা খুশি করতে পারবে? বিনিয়োগে কতটা উৎসাহ দেবে? উন্নয়নের গতি আনতে পারবে তো? সংস্কার তথা জনমুখী হবে তো নতুন বাজেট? এতে কর্মসংস্থান তথা আয় বৃদ্ধি হবে কিনা, হলে কতটা হবে? বার্ষিক বাজেটে দেশের বৃহত্তর অর্থনীতির সঙ্গে আমজনতার দৈনন্দিন জীবন সম্পৃক্ত৷ তাই সবাই তাকিয়ে আছে ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার দিকে৷
নোট বাতিলের পর ভারতের নাজেহাল অবস্থা
ভারতে ৫০০ আর ১,০০০ টাকার নোট বাতিল হয়েছে৷ কিন্তু পরিস্থিতি সামাল দেবার যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি৷ কাজেই হয়রান ও অধৈর্য হচ্ছেন মানুষ, দানা বাঁধছে রাজনৈতিক প্রতিরোধ৷
ছবি: REUTERS/File Photo/A. Dave
টাকা বাতিলে আতঙ্ক সর্বত্র
৮ই নভেম্বর ২০১৬ তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, ৯ই নভেম্বর থেকে পাঁচশ’ ও হাজার টাকার নোট বাতিল করা হচ্ছে৷ পরের বৃহস্পতিবার থেকেই ব্যাংকে ঢুকে টাকা বদল করার জন্য মানুষের ভিড় ও ধস্তাধস্তি৷
ছবি: picture-alliance/AP Photo/Altaf Qadri
লেডিজ ফার্স্ট
নতুন দিল্লির একটি ব্যাংকে নোট বদলানোর জন্য মহিলাদের আলাদা লাইন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Qadri
ব্যাংক কর্মীরাও ব্যতিব্যস্ত
আসামের গুয়াহাটির একটি ব্যাংকে এক ব্যাংক কর্মী নোট তুলে ধরে দেখছেন, তা সাচ্চা কিনা৷
ছবি: picture-alliance/AP Photo/A. Nath
অনন্ত প্রতীক্ষা
রাজধানী নতুন দিল্লির একটি ব্যাংকের সামনে সুদীর্ঘ লাইন৷ ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে, যদিও বাড়ছে অসন্তোষ৷
ছবি: picture-alliance/AP Photo/S. Das
ভুক্তভোগী
মুম্বইতেও মানুষজন লাইন করে দাঁড়িয়েছেন, টাকা বদলানোর আশায়৷ কিন্তু বয়স্ক মানুষদের জন্য কোনো আলাদা ব্যবস্থা রাখা হয়নি৷ চূড়ান্ত অসুবিধেয় পড়েছেন পেনশনভোগী ও ‘দিন-আনি-দিন-খাই’ সাধারণ মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/R. Kakade
প্রতিরোধ দানা বাঁধছে
সোমবার, ২৮শে নভেম্বর ভারত বনধ-এর ডাক দেয় বিরোধীরা৷ দেশ জুড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়৷ ছবিতে বনধের দিনে মুম্বই৷
ছবি: Getty Images/AFP/I. Mukherjee
ধর্মঘটের দিনেও টাকা বদলানোর লাইন
দৃশ্যটা কলকাতার৷ ২৮শে নভেম্বর ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল বামফ্রন্ট৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা সমর্থন করেননি৷ জানিয়েছিলেন, জনজীবন স্বাভাবিক থাকবে৷ বস্তুত পশ্চিমবঙ্গে ছিলও তাই৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
‘দিদি’ মাঠে নামলেন
সোমবার আঠাশে নভেম্বর কলকাতার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা অবধি মিছিল করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি৷ সেদিন নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে উৎখাত করার হুমকিও দেন তিনি৷ মমতা আগামী ৬ই ডিসেম্বর অবধি এক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন৷
ছবি: DW/S. Bandopadhyay
8 ছবি1 | 8
অন্যদিকে সংসদের যৌথ অধিবেশন বয়কট করেছে তৃণমূল কংগ্রেস এবং ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার দিনও তারা তা বয়কট করবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে৷ কারণ হিসেবে বলা হয়েছে সেদিন সরস্বতী পুজো৷ এছাড়া ২রা ফেব্রুয়ারি থেকে সংসদের ভেতরে ও বাইরে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ করবে নোট বাতিল কাণ্ডের প্রতিবাদে৷ মোটকথা চিট ফান্ড কাণ্ড এবং তাতে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের দুই সাংসদকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার গ্রেপ্তার করা নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাতের অবস্থানে অনড় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার দেখার পালা, এই সংঘাতের জল কতদূর গড়ায়৷
এদিকে গতকালই সংসদে আর্থিক সমীক্ষা নিয়ে সরকারের রিপোর্ট কার্ড পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাতে বলা হয়েছে, ১লা এপ্রিল থেকে যে অর্থবর্ষ শুরু হচ্ছে তাতে জাতীয় প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৭৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ৷ কৃষি ক্ষেত্রের বিকাশ হার হবে ৪ দশমিক ১ শতাংশ, যা কিনা চলতি বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি৷ অর্থাৎ মুদ্রাস্ফীতি থাকবে নিয়ন্ত্রণে৷ নোট বাতিলে রাজস্ব ঘাটতি কম হবে, সংস্কার হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেও৷ সবথেকে উল্লেখযোগ্য, গরিবি দূরীকরণে সব ভরতুকি তুলে দিয়ে সকলের জন্য ন্যূনতম আয় বা ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম' বাস্তবায়িত করার কথাও বলা হয়েছে৷ তবে এর জন্য এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কার্যকর করাটা সময়সাপেক্ষ বিষয়৷ বলা বাহুল্য, জিএসটি কার্যকর করলে রাজস্বের পরিমাণ বাড়বে৷
পর্যবেক্ষক মহলের ধারণা, নোট বাতিলে দেশের কতটা উপকার হয়েছে, জনকল্যাণ প্রকল্পগুলি বাস্তবায়নে কতটা সুবিধা হয়েছে, মোদী সরকারকে অবশ্যই তা তুলে ধরতে হবে৷ দেশের ভবিষ্যত আর্থিক এবং সামাজিক প্রবৃদ্ধিকে বিশ্বাসযোগ্য কোরে তুলতে হবে৷ বাজেটে থাকতে হবে তার বিশ্বাসযোগ্য স্বচ্ছ উন্নয়নের পথরেখা৷ মোদী সরকারকে মনে রাখতে হবে নির্বাচন সরকারের কাছে বড় বালাই, তা সে প্রত্যক্ষই হোক বা পরোক্ষ৷ সামনে পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট, আগামী বছরের গোড়ার দিকে কর্নাটক, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়সহ আরও কয়েকটি রাজ্যে ভোট৷ তারপর ২০১৯ সালে সাধারণ নির্বাচন৷ তাই মোদী সরকার ভালোমতই জানে এর গুরুত্ব কতটা৷ কিন্তু বিমুদ্রাকরণের পরবর্তি পরিস্থিতিতে রাজকোষ ঘাটতি এবং রাজস্ব ঘাটতি নির্ধারিত সীমার মধ্যে ধরে রাখার প্রয়োজনে সামাজিক কল্যাণ প্রকল্পগুলিতে বরাদ্দ ছাঁটাই হতে পারে বলে আশংকা করা হচ্ছে৷ তবে প্রতিরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সেটা হয়ত নাও হতে পারে৷ প্রতিরক্ষা খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা বাড়বে৷ তবে মধ্যবিত্তদের ব্যক্তিগত আয়কর এবং কর্পোরেট সংস্থাগুলির কর হার কম করার দাবি মেটানোর সম্ভাবনা প্রবল৷ এছাড়া করদাতাদের ব্যক্তিগত আয়করের ঊর্ধসীমা বাড়ানো হতে পারে৷ সরল ও উদার করা হতে পারে আয়কর দাখিলের নিয়মকানুন৷ ডিজিটাল পেমেন্টেও বিশেষ সুবিধা দেওয়া হতে পারে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা৷
৫০ বছর ধরে এ মেশিন টাকা দেয়!
এই মেশিনটি ধীরে ধীরে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে৷ টাকা তোলার মেশিন৷ মেশিনটির আসল নাম, ‘অটোমেটেট টেলার মেশিন’, সংক্ষেপে এটিএম৷ এই টাকার মেশিনের বয়স ৫০ হয়ে গেল৷
ছবি: picture-alliance/abaca/AA. S. Mayic
আবিষ্কারকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক
এটিএম মেশিনের উদ্ভাবক স্কটল্যান্ডের জন শেফার্ড ব্যারন৷ তাঁর সঙ্গে যে বাংলাদেশের একটা সম্পর্ক আছে এটা অনেকেই হয়ত জানেন না৷ ভারতবর্ষ যখন ব্রিটেনের উপনিবেশ ছিল, তখন জন শেফার্ড ব্যারনের বাবা উইলফ্রেড শেফার্ড ব্যারন কিছুদিন চট্টগ্রাম বন্দর কমিশনের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন৷
ছবি: AP
যখন থেকে এটিএম-এর জনপ্রিয়তা বাড়ছে
জন ব্যারন শেফার্ড ঠিক কবে এটিএম উদ্ভাবন করেছিলেন, তা নির্দিষ্ট করে বলা কঠিন৷ তবে জানা গেছে, এটিএম প্রথম জনসেবা শুরু করেছিল ১৯৬৬ সালে৷ তবে তখনই তা জনপ্রিয় হয়নি৷ ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে এটিএম মেশিন স্থাপন করার পর থেকেই দ্রুত বাড়তে থাকে এর জনপ্রিয়তা৷
ছবি: picture-alliance/AP Images/J. Kerlin
ইউরোপে এটিএম
ইউরোপে এটিএম আসে ঊনিশ শতকের সত্তরের দশকে৷ এমনকি তখনকার পূর্ব জার্মানিতেও তখন এটিএম-এর চল শুরু হয়৷
ছবি: picture-alliance/ZB/M. Förster
টাকার মেশিনেও টাকার অভাব
সাধারণ মানুষদের অনেকেই মনে করেন, এটিএম বুঝি এমন এক যন্ত্র যার টাকা কোনোদিন শেষ হয় না৷ সেটা যে বড় ভুল, তা গ্রিসের সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছেন৷ ২০১৫ সালে অর্থনৈতিক সংকট যখন চরমে তখন সে দেশে কিছুদিন কেউ দিনে ৬০ ইউরোর বেশি তুলতে পারেননি৷ টাকার ঘাটতি পূরণের জন্য তখন ব্যাংক বন্ধও রাখতে হয়েছে৷
ছবি: Getty Images/AFP/L. Gouliamaki
ভারতবাসীও টের পাচ্ছে
নরেন্দ্র মোদী সরকার ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর ভারতে দেখা দিয়েছে অন্যরকম এক সংকট৷ শহরে শহরে ব্যাংকের সামনে এখন লম্বা লাইন৷ এটিএম বুথেও লাইন লেগে থাকে গভীর রাত পর্যন্ত৷
ছবি: Reuters/R.D. Chowdhuri
মুসলিম বিশ্বেও জনপ্রিয়
অনেক মুসলিম প্রধান দেশের ব্যাংকগুলোতেও এখন এটিএম-এর ছড়াছড়ি৷ ওপরের ছবিটি ইরানের৷
ছবি: MEHR
কারাবন্দিদের জন্য!
হ্যাঁ, এখন কয়েদিদেরও এটিএম ব্যবহারের সুবিধা দেয়া শুরু হয়েছে৷ যুক্তরাষ্ট্রের সেন্ট লু্ইসের কারাগারে বেশ আগেই কয়েদিদের শর্তসাপেক্ষে এটিএম ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
সন্ত্রাসীদের টার্গেট
ইদানীং কোথাও কোথাও সন্ত্রাসীরা এটিএম বুথ ভেঙে টাকা লুট করতে শুরু করেছে৷ সম্প্রতি জার্মানির বার্লিনেও একাধিকবার এমনটি ঘটেছে৷
ছবি: picture-alliance/dpa/M.Gambarini
আর টু-ডি টু
স্টার ওয়ার ছবির আর টু-ডি টু রোবটের কথা মনে আছে? ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে রয়েছে সেই রোবটের আকারের এটিএম বুথ৷ স্টার ওয়ার-এর ভক্তদের অনেকেই জাগরেবে যান শুধু ওই এটিএম বুথ দেখতে৷