নোবেল পুরস্কারের অর্থ নিলে কি তাকে রাশিয়ার আইন ফরেন এজেন্ট বলে ঘোষণা করবে? নোবেল শান্তি পুরস্কার জয়ী রাশিয়ার সাংবাদিক ডিমিট্রি মুরাটভ সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার যা-ই করুক, তিনি ওই অর্থ গ্রহণ করবেন।
নোবেলজয়ীর এই মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুধবার মস্কোয় এক অনুষ্ঠানে পুটিন বলেছেন, ''নোবেল পুরস্কারকে যদি ডিমিট্রি ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করেন, তাহলে তিনি ভুল করবেন।'' এখানেই থামেননি পুটিন। বলেছেন, নোবেলজয়ীকেও রাশিয়ার আইন মেনে চলতে হবে। নোবেলজয়ী কি তাকে ফরেন এজেন্ট বলার মতো কিছু করেছেন?
২০২১: নোবেল কারা, কেন পেলেন
রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি ও সাহিত্য, এই ছবিঘরে এক নজরে এবছরের নোবেল বিজয়ীদের ছবি দেখে নিতে পারেন৷
গণতন্ত্রের জন্য শান্তি পুরস্কার
ফিলিপাইন্সের মারিয়া রেসা ও রাশিয়ার ডিমিট্রি মুরাটভকে ‘স্বাধীনতা রক্ষার জন্য লড়ে গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করায়’ শান্তি পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি৷ বিশ্বের যে সাংবাদিকরা প্রতিকুল পরিস্থিতিতেও নৈতিক সাংবাদিকতার চর্চা করছেন, তাদের প্রতিনিধি হিসাবে রেসা ও মুরাটভের এই স্বীকৃতি বলে জানাচ্ছে নোবেল কমিটি৷
সাংবাদিকতার লড়াই
২০১২ সালে র্যাপলার নামের একটি ডিজিটাল মিডিয়া সংস্থা চালু করেন মারিয়া রেসা, যার উদ্দেশ্যই ছিল ফিলিপাইন্সে ক্ষমতার অপব্যবহার, সহিংসতা ও রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে অনুসন্ধান সাংবাদিকতা চালানো৷ গণমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ও বিরোধী শক্তি দমনের বিরুদ্ধে সক্রিয় মারিয়া রেসার সংগঠনটি৷
ছবি: ProjectSpeaker
রাশিয়ায় বাক স্বাধীনতার লড়াই
কয়েক দশক ধরে রাশিয়ায় মুক্ত চিন্তা চর্চার জন্য লড়ছেন ডিমিট্রি মুরাটভ৷ ১৯৯৩ সালে নোভায়া গ্যাজেটা পত্রিকাটি চালু করেন তিনি৷ দেশের অভ্যন্তরে ও বিদেশে রাশিয়া যেভাবে সামরিক তৎপরতা বজায় রাখে, সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করে সরকারের রোষের শিকার হন তিনি৷ এছাড়া দুর্নীতি, ভোট চুরি ও আইন বহির্ভূত গ্রেপ্তারের বিষয়েও সোচ্চার মুরাটভের পত্রিকাটি৷
ছবি: Alexander Zemlianichenko/AP Photo/picture alliance
সাহিত্যের শরণ
‘‘যেভাবে এক শরণার্থী এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বিভিন্ন সংস্কৃতির সাথে লড়ে, সেই লড়াইয়ের কথা প্রবলভাবে বলে ও সমাজকে উপনিবেশবাদের প্রভাবকে গভীরভাবে বোঝানোর জন্য’ সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন তাঞ্জানিয়া থেকে যুক্তরাজ্যে শরণার্থী হয়ে আসা লেখক আবদুলরাজাক গুরনাহ৷
গুরনাহের জন্ম ১৯৪৮ সালে টানজানিয়ার জানজিবারে৷ ষাটের দশকে যুক্তরাজ্যে আসেন শরণার্থী হয়ে৷ ৭৩ বছর বয়সি এই লেখকের ঝুলিতে রয়েছে ১০টি উপন্যাস৷ জয়ের খবর শুনে তিনি বলেন, ‘‘আমি অবাক কারণ আমি নিজের কানে না শুনে এটা বিশ্বাস করতে পারছিলাম না৷’’ ১৯৮৬ সালের পর তিনিই এই বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী৷
ছবি: Ger Harley/StockPix/picture alliance
রসায়নে নোবেল
ডেভিড ম্যাকমিলানের সাথে রসায়নে নোবেলের যুগ্ম বিজয়ী হলেন জার্মান বিজ্ঞানী বেনজামিন লিস্ট৷ এসিমেট্রিক অর্গানো ক্যাটালাইসিস বিষয়ে তাদের কাজের জন্য পুরস্কার পেলেন তারা৷ দুজনের কর্মস্থল জার্মানির ম্যুলহাইম আন ডেয়ার রুর শহরের মাক্স প্লাংক ইন্সটিটিউটে৷
ছবি: Wolfgang Rattay/Reuters
উদযাপনের মরসুম
পুরস্কার ঘোষণা হবার পর লিস্ট ও তার স্কটিশ বংশোদ্ভূত সহকর্মী ম্যাকমিলান মাক্স প্লাংক ইন্সটিটিউটের সহকর্মীদের সাথে তা উদযাপন করেন৷ ছবিতে সেই দৃশ্য৷ নতুন ওষুধ তৈরির প্রক্রিয়া আরো সহজ ও পরিবেশবান্ধব করতে কাজে লাগবে তাদের গবেষণা৷
ছবি: Wolfgang Rattay/Reuters
চমকে দেওয়া খবর
সাধারণত ‘সুইডেন থেকে ফোন আসা’ নিয়ে বন্ধুদের সাথে ঠাট্টা করতেন বেনজামিন৷ কিন্তু আমস্টারডামে ছুটি কাটানোর সময়েই যে নোবেল জয়ের ফোন সত্যি সত্যি আসবে সুইডেন থেকে, তা আশা করেননি বলে জানান তিনি৷
ছবি: Wolfgang Rattay/Reuters
পদার্থবিদ্যায় নোবেল
হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ক্লাউস হাসেলমান এবছরের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন পদার্থবিদ্যায়৷ ছবিতে স্ত্রী ও কন্যার সাথে আনন্দঘন মুহূর্তে দেখা যাচ্ছে তাকে৷
ছবি: Fabian Bimmer/Reuters
সহকর্মীদের সাথে জয়
জাপানি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী সিউকুরো মানাবে ও ইটালিয়ান বিজ্ঞানী জর্জিও পারিসির সাথে মিলে নোবেল জিতলেন হাসেলমান৷ পৃথিবীর পরিবর্তনশীল আবহাওয়াকে বোঝার ক্ষেত্রে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ৷
ছবি: Remo Casilli/Reuters
যা বললেন মানাবে
অ্যামেরিকার প্রিন্সটন থেকে মানাবে বলেন যে তাদের জয় আসলে নোবেল একাডেমির পরিবেশ সচেতনতার প্রতিফলন৷ কীভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে চান মানাবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমরা যতটুকু জানি তার চেয়ে কয়েক লাখ গুণ বেশি জটিল জলবায়ু পরিবর্তন৷ আমার কাছে এখনও এটা একটা ধাঁধা৷’’
ছবি: Mike Segar/Reuters
স্বপ্নের মতো
হামবুর্গের মাক্স প্লাংক ইন্সটিটিউট ফর মিটিওরোলজিতে কর্মরত হাসেলমান বলেন যে এই খবর তার কাছে এক সুন্দর স্বপ্নের মতো৷ ‘‘আমি তো অবসর নিয়েছি৷ আজকাল অলস বোধ করি৷ তার মধ্যেই গবেষণা চালিয়ে চাই৷ এই সম্মান অনেক অনেক বড়৷’’
ছবি: Fabian Bimmer/Reuters
যা বললেন পারিসি
ইটালিয়ান বিজ্ঞানী জর্জিও পারিসি সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় তুলে ধরেন স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা আসন্ন পরিবেশ সম্মেলনের কথা৷ বিশ্ব নেতৃত্বকে মনে করিয়ে দেন পরিবেশের কথা ভাবার বিষয়টি৷
স্যান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড জুলিয়াস এবছর নোবেল জিতেছেন চিকিৎসা বিদ্যায় তার অবদানের জন্য৷ আডেম পাটাপুতিয়ানের সাথে মিলে এই পুরস্কার তারা পেয়েছেন তাপমাত্রার নতুন রিসেপ্টার আবিষ্কারের জন্য, যা ব্যাথা কমানোর ওষুধ আবিষ্কারের জন্য যুগান্তকারী হতে পারে৷
ছবি: Noah Berger/UCSF/Reuters
আডেম পাটাপুতিয়ান
ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ সেন্টারের প্রফেসর আডেম পাটাপুতিয়ান এর আগে স্যান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন৷ জুলিয়াস ও তার কাজের মাধ্যমে শরীরে ব্যথার নতুন কারণ খুঁজে বার করা সম্ভব হবে৷
ছবি: Scripps Research/Reuters
15 ছবি1 | 15
রাশিয়ার ফরেন এজেন্ট আইন নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। অভিযোগ, এই আইনের অপব্যবহার করে সাংবাদিক, মানবাধিকার কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। তাদের ফরেন এজেন্ট ঘোষণা করে কাজ কেড়ে নেওয়া হচ্ছে। বিদেশ থেকে ফান্ড এলেই ফরেন এজেন্টের অভিযোগ উঠছে। এই সবের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন সাংবাদিক। বস্তুত, তার নোবেলপুরস্কার খবরের কাগজের পাঁচ সাংবাদিককে উৎসর্গ করেছেন ডিমিট্রি। সকলেই নিহত হয়েছেন। ডিমিট্রি বলেছেন তিনি প্যাস্টারনক নন।, ১৯৫৮ সালে সাহিত্য নোবেল পেয়েছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেখক বরিস প্যাস্টারনক। কিন্তু সোভিয়েতের চাপে তিনি নোবেল ফেরত দিয়ে দিয়েছিলেন। ডিমিট্রি স্পষ্ট করে দিয়েছেন, রাষ্ট্রের চাপে নোবেল ফেরত দেওয়ার কাজ তিনি করবেন না।