1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব ডিলানের জনপ্রিয় গান

১৩ অক্টোবর ২০১৬

হাতে গিটার আর গলায় ঝোলানো হারমোনিকা তাঁর ট্রেডমার্ক৷ যার গান এখনো মানুষের মুখে মুখে, তিনি বব ডিলান৷ ১৯৭১ সালে নিউ ইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশে' জর্জ হ্যারিসন, রবিশঙ্করের সঙ্গে ডিলানও ছিলেন৷

Bob Dylan Literatur Nobelpreis
কনসার্টে গাইছেন বব ডিলানছবি: Reuters/K.Price

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান, সংগীত বিশ্ব যাকে চেনে বব ডিলান নামে৷ তার গান কেবল ৭০ বা ৮০'র দশকে নয়, বর্তমান প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়৷

কবীর সুমনের কণ্ঠে ‘কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়' শোনার পর জেনেছিলাম মূল গানটি বব ডিলানের- ‘‘হাউ মেনি রোডস মাস্ট আ ম্যান ওয়াক ডাউন'' থেকে নেয়া৷ তখন থেকে এই শিল্পীর গানের সঙ্গে সখ্যতা৷ কেবল সুমন নন, অঞ্জন দত্তের গানেও উঠে এসেছে তাঁর কথা৷ অঞ্জনের জনপ্রিয় গান পুরোনো গিটারের সেই লাইনটির কথা মনে পড়ে? ‘‘জন লেননের সোচ্চার ভালোবাসা, বব ডিলানের অভিমান!''

Subterranean Homesick Blues (Album Version) - MP3-Stereo

This browser does not support the audio element.

অঞ্জন-সুমনের গানের মধ্য দিয়ে বব ডিলান আমাদের প্রজন্মের কাছে পৌঁছে গিয়েছিলেন৷ সেই ভালোলাগা আজও ফুরোয়নি৷ ডিলানের বয়স এখন  ৭৫৷ কিন্তু এখনো লিখে চলেছেন গান, সেই সাথে গাইছেনও৷

সংগীত শিল্পী হিসেবে আবির্ভাব ঘটে সেই ১৯৫৯ সালে৷ মিনেসোটার বিভিন্ন কফি হাউজে গান গাইতেন৷ সত্তরের দশকে তার লেখা ও গাওয়া গান জনপ্রিয় হয়ে ওঠে৷ সংগীত জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি৷  তাঁর ‘ব্লোইন ইন দ্য উয়িন্ড', ‘মাস্টার্স অব ওয়ার', ‘এ হার্ট রেইন'স এ-গনা ফল', ‘লাইক এ রোলিং স্টোন' গানগুলো দ্রোহ ও স্বাধীনতার ভাব বহন করে৷ এই গানগুলো যুদ্ধবিরোধী ও নাগরিক আন্দোলনের অনেক সংগঠন মর্ম সংগীত হিসেবে ব্যবহার করে৷

 

বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়৷ যুক্তরাষ্ট্রের সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ডিলানকে এই পুরস্কারে ভূষিত করা হয় বলে জানিয়েছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস৷ সুইডিশ অ্যাকাডেমি বলছে, ‘অ্যামেরিকার সংগীত ধারায় নতুন কাব‌্যিক দ‌্যোতনা সৃষ্টির' জন‌্য রক, ফোক, কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন‌্য বেছে নেয়া হয়েছে৷

ডিলান প্রায় ৫০ বছর ধরে সংগীত জগতে সক্রিয়৷  তাঁর প্রায় সব গানই ইউটিউবে দেখা হয়েছে কয়েক লক্ষ বার৷  আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে৷ পুরস্কার হিসেবে ৮০ লাখ ক্রোনার পাবেন তিনি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ