1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেল শান্তি পুরস্কার ২০১৩

১১ অক্টোবর ২০১৩

গোটা বিশ্ব যখন সিরিয়ায় সাম্প্রতিক রাসায়নিক অস্ত্র হামলার পরিণতি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন বা ওপিসিডাব্লিউ-কে চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো৷

ওপিসিডাব্লিউ মহাসচিব আহমেত উসুমজুছবি: Reuters

সিরিয়ায় এই মুহূর্তে সক্রিয় রয়েছেন ওপিসিডাব্লিউ-র ৩০ জন বিশেষজ্ঞ৷ বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্রসম্ভার চিহ্নিত করে ধ্বংস করার কাজ চালাচ্ছেন তাঁরা৷ এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি-ও তাঁদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন৷ রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে বোঝাপড়া অনুযায়ী ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডার পুরোপুরি ধ্বংস করতে হবে৷

১৯৯৩ সালের ১৩ই জানুয়ারি রাসায়নিক অস্ত্র কনভেনশন স্বাক্ষরিত হয়৷ সেই বোঝাপড়া কার্যকর করার লক্ষ্যে ১৯৯৭ সালে ওপিসিডাব্লিউ গঠিত হয়৷ এর ঘোষিত উদ্দেশ্য, বিশ্বব্যাপী সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করা৷ নেদারল্যান্ডস-এর রাজধানী দ্য হেগ-এ সংগঠনের দপ্তর৷ প্রায় ৫০০ কর্মী সেখানে কাজ করেন৷ ১৮৯টি দেশ এই সংগঠনের সদস্য৷

নোবেল শান্তি পুরস্কারের বর্তমান অর্থমূল্য সাড়ে বারো লক্ষ মার্কিন ডলার৷ নরওয়ের রাজধানী অসলো-তে আগামী ৬ই ডিসেম্বর এই পুরস্কার ওপিসিডাব্লিউ-র প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হবে৷

নোবেল কমিটির মূল ঘোষণার আগেই নরওয়ের এনআরকে টেলিভিশন ওপিসিডাব্লিউ-র নোবেল জয়ের খবর ফাঁস করে দিয়েছিল৷ এর কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়৷

এসবি / এসি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ