1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নৌ-পরিবহনমন্ত্রীর বক্তব্য-নিন্দার ঝড়

১৫ ডিসেম্বর ২০১৪

‘‘তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের কোনো ক্ষতি হবে না’’ — নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ শনিবার তিনি আরো বলেছিলেন, ‘‘তেল বনের ভেতর বিস্তৃত হয়নি৷’’

Ölteppich bedroht Weltnaturerbe in Bangladesch
ছবি: STRDEL/AFP/Getty Images

সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী অবশ্য সুন্দরবনের প্রায় ১০০ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে, যা থেকে শুধু স্বল্পমেয়াদেই নয়, দীর্ঘমেয়াদেও ক্ষতি অব্যাহত থাকবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷

সুন্দরবনের ভেতরে শেলা নদীসহ (যেখানে তেলবাহী ট্যাংকার ডুবেছে) দুর্ঘটনার আশঙ্কা আছে এমন এলাকায় নৌ-চলাচল স্থায়ীভাবে বন্ধ করার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়৷ তবে নৌ-পরিবহন মন্ত্রণালয় বলেছে, ওই নৌ-পথ স্থায়ীভাবে বন্ধের কথা তারা এখনো ভাবছে না৷

টুইটারে শাইখ মাহদি লিখেছেন, এ যেন মন্ত্রীর উপহাস-তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের কোনো ক্ষতি হবে না৷

ব্রিগিটে গেমেন লিখেছেন, বাংলাদেশে আমার অন্যতম পছন্দের একটি জায়গা সুন্দর৷ এই বিপর্যয়ের মূর্য কে দেবে?

নূরন্নবী হাসিভ সুন্দরবনকে বাঁচাতে সবাইতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন৷

শাইখ মাহদি কুছি ছবি পোস্ট করেছেন টুইটারে৷

মাহফুজ সাদিক সুন্দরবনের বিপর্যয় নিয়ে বিবিসি ওয়ার্ল্ডের একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করেছেন৷

বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলো বেশ কিছু প্রতিবেদন ও ছবিঘর শেয়ার করেছে টুইটারে৷

রন গারান লিখেছেন সুন্দরবনের বিপর্যয় বিশ্বে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না৷

বাংলাদেশের দৈনিক পত্রিকা ডেইলি স্টারেও সুন্দরবন নিয়ে রয়েছথে একটি বিশেষ প্রতিবেদন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ