ন্যাটোকে সিরিয়া-সংকট থেকে দূরে থাকার পরামর্শ
১০ অক্টোবর ২০১২নুরি আল মালিকি মনে করেন তুরস্কে একবার সিরিয়া বোমা হামলা চালালেও তাতে এমন কিছু হয়নি যে ন্যাটোকে এর মধ্যে জড়িয়ে পড়তে হবে৷ বুধবার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, তুরস্ক কৌশলে ন্যাটোকে এর মাঝে টেনে আনতে চাইছে৷ রাশিয়ার এই সংবাদ সংস্থাকে ইরাকের প্রধানমন্ত্রী এ কথাও বলেছেন যে, বোমা হামলা নিয়ে তুরস্ক যা বলছে তার অনেকটাই বানোয়াট৷
সিরিয়ায় বুধবার বিদ্রোহীদের গুলিতে মারা গেছেন এক ক্যামেরাম্যান৷ দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর দেইর এজরে এক টিভি চ্যানেলের ছবি তোলার সময় তাঁর বুকে ও পায়ে গুলি ছোঁড়া হয়৷ টেলিভিশন চ্যানেলটি বলছে বিদ্রোহীরা হত্যা করেছে তাঁকে৷
বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনীর হামলায় সিরিয়ার হোমস এখন আতঙ্কের নগরী৷ বিদ্রোহীদের দখল করে নেয়া এ নগরী ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ করছে সৈন্যরা৷ এতে শত শত সাধারণ মানুষও আহত হচ্ছে বলে স্থানীয় এক অধিবাসী জানিয়েছেন৷ স্কাইপেতে তিনি বলেছেন, ‘‘বেরোনোর কোনো পথ নেই৷ এখানে যে আসবে তারই কান্না পাবে৷ আহত লোকে হাসপাতাল ভরে গেছে৷ তাদের অনেকেরই অস্ত্রোপচার করানো দরকার৷’’
দামেস্কে মঙ্গলবার বোমা হামলায় ১২ জন মারা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন৷ এ সময় তিনি সিরিয়ায় যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ করার আহ্বান জানান বলে তাঁর এক মুখপাত্র জানিয়েছেন৷
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো চাবেস চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার দু'দিন পরই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন৷ আসাদকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে চাবেসের প্রশ্ন, ‘‘তাঁর সরকারই যেখানে সিরিয়ার বৈধ সরকার, সেখানে বাশার আল-আসাদকে আমি সমর্থন না করে কি পারি?’’
বিদ্রোহীদের ব্যাপারে তাঁর মনোভাবও পরিষ্কার হয়েছে একটি প্রশ্নে৷ চাবেস জানতে চেয়েছেন, ‘‘যেসব সন্ত্রাসী তাদের ডান-বাঁয়ের মানুষগুলোকে নির্বিচারে মেরে চলেছে তাদের আমি সমর্থন দেবো?’’ সিরিয়ায় বিদ্রোহী আর বাশার আল-আসাদের অনুগত বাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী যু্দ্ধ চলছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ভেনেজুয়েলার বামপন্থী নেতা৷ চাবেসের সরাসরি মন্তব্য, ‘‘(সিরিয়ার) এ বিপর্যয়ের জন্য দায়ীদের একটা অংশ নিশ্চয়ই যুক্তরাষ্ট্র সরকার৷’’
এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)