1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক-সিরিয়া

২৪ জুন ২০১২

সিরিয়ার গুলিতে জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে ন্যাটোর কাছে বিচার চেয়েছে তুরস্ক৷ তাদের দাবি, আন্তর্জাতিক সীমানাতেই বিমানটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ এদিকে সিরিয়াতে বিদ্রোহী সেনাদের তৎপরতা দিন দিন বাড়ছে৷

ছবি: AP

শুক্রবার জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর সিরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিলো, তুর্কি বিমানটি সিরিয়ার সীমান্তের ভেতর ঢুকে পড়েছিলো৷ তাই আত্মরক্ষার তাগিদে গুলি চালানো হয়৷ এমনকি শনিবার তুরস্কের পক্ষ থেকেও বলা হয়েছিলো যে, তাদের জঙ্গি বিমানটি সিরিয়ার সীমানার ভেতর ঢুকে পড়লেও পড়তে পারে৷ তবে একদিন পরেই রোববার তুর্কি পররাষ্ট্র মন্ত্রী আহমেত দাভুতোগ্লু নিশ্চিত করে জানালেন, সিরিয়ার সীমান্ত নয়, আন্তর্জাতিক আকাশ সীমার ভেতরেই তাদের বিমানটি ছিলো৷ তুর্কি টেলিভিশনে তুর্কি পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, ‘‘আমাদের হিসেব অনুযায়ী বিমানটিকে আন্তর্জাতিক আকাশসীমার ভেতরে গুলি করা হয়েছে, যেটা ছিলো সিরিয়ার সীমান্ত থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে৷ সিরিয়া জানতো যে এটি তুর্কি বিমান এবং এর উদ্দেশ্য কী ছিলো৷'' তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘তুর্কি সেনাবাহিনীকে কারো পরীক্ষা নিরীক্ষা চালানোর সাহস করা উচিত নয়৷''

তুরস্ক জানিয়েছে তারা এই ঘটনা নিয়ে ন্যাটোর কাছে বিচার চাইবে৷ আগামী মঙ্গলবার এই নিয়ে ন্যাটো বৈঠকে বসতে যাচ্ছে৷ ন্যাটোর এক মুখপাত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ন্যাটোর অনুচ্ছেদ ৪ এর অধীনে কোন সদস্য রাষ্ট্র তার সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা কিংবা নিরাপত্তা হুমকির মুখে পড়লে সদস্য রাষ্ট্রদের নিয়ে আলোচনার অনুরোধ জানাতে পারে৷

এদিকে এই ঘটনার পর তুরস্কের সংযত ভূমিকার প্রশংসা করেছেন জার্মানি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘আমি এই ঘটনার পুরো তদন্ত দাবি করছি এবং তুরস্কের দায়িত্বশীল ভূমিকাকে স্বাগত জানাই৷ পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে তার জন্য এখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে৷''

অন্যদিকে ব্রিটিশ পররাস্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ আসাদ প্রশাসনের নিন্দা জানিয়ে বলেছেন, এই আচরণের জন্য তাদের জবাব দিতে হবে৷

এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার আলেপ্পোতে একটি ব্যাটালিয়নের বেশ কিছু সেনা বিদ্রোহ করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এছাড়া রোববার একাধিক জায়গায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আসাদ বাহিনীর৷ এতে অন্তত ১৮ জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে৷ অন্যদিকে জর্দানের সঙ্গে সীমান্ত এলাকায় সরকারি বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ারও খবর পাওয়া গেছে৷

আরআই/জেডএইচ (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ