1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যাটোর গুরুত্ব বুঝলেন ট্রাম্প

১৩ এপ্রিল ২০১৭

ন্যাটো মহাসচিব ইয়েনস স্টল্টেনব্যার্গের সঙ্গে বৈঠকের পর ‘নতুন পরিস্থিতিতে নতুন সমাধানের' ওপর গুরুত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ পাশাপাশি আহ্বান জানালেন ন্যাটো জোটসঙ্গীদের নিরাপত্তার স্বার্থে তাদের ন্যায্য হিস্যা দেয়ার৷

ন্যাটো মহাসচিব ইয়েনস স্টল্টেনব্যার্গের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ছবি: Reuters/J. Ernst

ন্যাটোর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প৷ বিশেষ করে অভিবাসন এবং সন্ত্রাসবাদের মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক জোটটিকে প্রস্তুত করার দিকে গুরুত্ব দিতে চান তিনি৷

ওয়াশিংটনে স্টল্টেনব্যার্গের সঙ্গে বুধবার এক সংবাদ সম্মেলনে সামরিক জোটটির প্রতি অ্যামেরিকার দায়বদ্ধতাও পুর্নব্যক্ত করেন ট্রাম্প৷ সন্ত্রাস মোকাবিলায় ন্যাটোর নেয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি৷ নির্বাচনি প্রচারণার সময়কার এক বিবৃতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘‘আমি বলেছিলাম, ন্যাটো সেকেলে হয়ে গেছে৷ কিন্তু এটা আর সেকেলে নেই৷''

আসন্ন ব্রাসেলস সফর প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প প্রত্যেক প্রজন্মকে তাদের সময় অনুযায়ী ন্যাটোকে উপযোগী করে নেয়ার দিকে গুরুত্ব দেন৷ তিনি বলেন, ‘‘অনেকের ক্লান্ত চিন্তার মধ্যে আটকে না থেকে বরং গোটা বিশ্বে নতুন পরিস্থিতি মোকাবিলায় নতুন সমাধান প্রয়োগের দিকে এগোতে হবে৷''

অন্যদিকে, ইয়েনস স্টল্টেনব্যার্গ ন্যাটোতে অ্যামেরিকার ভূমিকার প্রশংসা করেন৷ উত্তর ইউরোপে ন্যাটো মিশনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি৷ যুক্তরাষ্ট্রের জন্য ন্যাটোর কর্মকাণ্ডেরও প্রশংসা করে তিনি বলেন, অন্য কোনো পরাশক্তির এমন সমর্থন নেই৷ ‘‘ন্যাটোকে ধন্যবাদ, বিশ্বের মধ্যে অ্যামেরিকার সবচেয়ে ভালো বন্ধু এবং মিত্র রয়েছে'', বলেন তিনি৷

স্টল্টেনব্যার্গ এবং ট্রাম্প দু'জনই ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রতিরক্ষাখাতে তাদের বাজেটে সুপারিশকৃত মোট জিডিপির দুই শতাংশ পর্যন্ত করার আহ্বান জানিয়েছেন৷ ট্রাম্প বলেন, সার্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যাটো সদস্যরা তাদের আর্থিক বাধ্যবাধ্যকতা মানছেন এবং তাদের ন্যায্য অংশটুকু দিচ্ছেন এটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে৷'' অনেকে এটা করছে না বলেও দাবি করেন ট্রাম্প৷

সংবাদসম্মেলনে সিরিয়ায় বাশার আল-আসাদের বিমান ঘাঁটিতে মার্কিন হামলা পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে মার্কিন সম্পর্ক কী হবে সে সম্পর্কে বিশেষ কিছু বলেননি ট্রাম্প৷ তিনি জানান, তাঁর পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মস্কো সফর শেষে দেশে ফেরার পর এই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে৷

এআই/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ