1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্ঘাতী হামলা

৩০ সেপ্টেম্বর ২০১২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো সেনাদের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষে তিন আফগান সেনা, এক মার্কিন সেনা এবং এক বিদেশি ঠিকাদার প্রাণ হারিয়েছে৷ আফগান কর্মকর্তারা রবিবার জানিয়েছে এই তথ্য৷

ছবি: dapd

আফগানিস্তানে আফগান সেনাদের সঙ্গে সেদেশে অবস্থানরত বিদেশি সেনাদের সংঘর্ষ ক্রমশ বেড়ে যাচ্ছে৷ অথচ বিদেশি সেনারা কার্যত আফগান সেনাদেরকে সহায়তা করতেই সেদেশে অবস্থান করছে৷ মিত্রবাহিনীর মধ্যে এই অন্তর্ঘাতী হামলায় চলতি বছর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫১ বিদেশি সেনা৷

সর্বশেষ শনিবার আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে ন্যাটো এবং আফগান সেনাদের মধ্যকার সংঘর্ষে প্রাণ হারিয়েছে তিন আফগান ও এক মার্কিন সেনা৷ এসময় এক বিদেশি ঠিকাদার প্রাণ হারায়৷ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি রবিবার এই বিষয়ে বলেন, ‘‘আমরা এই মুহূর্তে যেটা বলতে পারি, তা হচ্ছে ওয়ারদাক প্রদেশে গতকাল ন্যাটো এবং আফগান সেনাদের মধ্যে একটি ঘটনা ঘটেছে৷'' বিষয়টির তদন্তে ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে সেদেশের সরকার৷

সন্দেহভাজন অর্ন্তঘাতী হানায় প্রাণহানির এই বিষয়টি স্বীকার করেছে ন্যাটো৷ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি৷ এদিকে, ওয়ারদাক প্রদেশের এক মুখপাত্র দাবি করেন, শনিবার দুই পক্ষের মধ্যকার বাকযুদ্ধ এক পর্যায়ে বন্দুকযুদ্ধে রূপ নেয় এবং প্রাণহানির ঘটনা ঘটে৷

আফগানিস্তানে মার্কিন সেনা মৃত্যুর সংখ্যা দু'হাজারে পৌঁছেছেছবি: picture alliance/akg-images

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে অন্তর্ঘাতী হামলায় বিদেশি সেনা মৃত্যুর ঘটনা বেড়ে গেছে৷ গত বছর এধরনের হামলায় নিহত হয় ৩৫ বিদেশি সেনা৷ চলতি বছর এই সংখ্যা ইতিমধ্যে একান্নতে পৌঁছেছে৷ তালেবান জঙ্গি গোষ্ঠী এধরনের অনেকগুলো হামলার দায় স্বীকার করেছে৷ তবে সামরিক কর্মকর্তারা মনে করেন, এধরনের হতাহতের ক্ষেত্রে জঙ্গিদের অংশগ্রহণ খুব কম৷

অন্তর্ঘাতী হামলা বেড়ে যাওয়ায় অবশ্য আফগানিস্তানে অভিযানের পরিমাণ আগের চেয়ে কমিয়ে দিয়েছে ন্যাটো বাহিনী৷ একইসঙ্গে নিজেদের সেনাদের রক্ষায় নিরাপত্তাও বাড়িয়েছে ন্যাটো৷ এমনকি আপাতত আফগান নিরাপত্তা বাহিনীতে নিয়োগ পাওয়া নতুন সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান স্থগিত রেখেছে জোটটি৷

এদিকে, শনিবারের এই ঘটনার পর আফগানিস্তানে মার্কিন সেনা মৃত্যুর সংখ্যা দু'হাজারে পৌঁছেছে৷ ২০০১ সালের অক্টোবরে আফগানিস্তানে বিদেশি সেনা মোতায়েনের পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা হিসাব করে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি৷

উল্লেখ্য, ২০১৪ সাল নাগাদ বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করবে৷ এরপর সেদেশের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে অনেকের মধ্যে৷

এআই / এএইচ (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ