1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তা চান জেলেনস্কি

১৬ এপ্রিল ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের দ্রুত অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের দ্রুত অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন৷
দনেৎস্ককে প্রশিক্ষণের সময় ইউক্রেনের সৈন্যছবি: Roman Chop via AP/picture alliance

জুলাই মাসে লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সম্মেলনে যাতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায়, সে কথা মাথায় রেখেই এই আহ্বান জানালেন জেলেনস্কি৷

শনিবার রাতে এক ভাষণে ন্যাটোতে যত দ্রুত সম্ভব যোগ দেয়ার ব্যাপারে কিয়েভের প্রত্যাশার ব্যাপারটি পুনর্ব্যক্ত করেন তিনি৷

তিনি বলেন, ''আমরা জোটে যোগ দেয়ার আগেই ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন৷''

গত কয়েক বছর ধরেই ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে আসছে ইউক্রেন৷ কিন্তু ফেব্রুয়ারিতে জোটের প্রধান ইয়েন্স স্টোলটেনব্যার্গ বলেন, ''ইউক্রেন আমাদের জোটের সদস্য হবে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এতে লম্বা সময় লাগবে৷''

অন্যদিকে, দ্রুততম সময়ে জোটভুক্ত হওয়ার আবেদন জানিয়ে আসছেন জেলেনস্কি৷

সংঘাত সমাপ্তির ইঙ্গিত দিলেন ভাগনার প্রধান

রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোসিন শুক্রবার এক ব্লগে ইউক্রেন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন৷

তিনি লিখেছেন, ‘‘এই মুহূর্তে আদর্শ হবে, রাশিয়া তার পরিকল্পিত সব লক্ষ্য অর্জন করেছে এমন ঘোষণা দিয়ে বিশেষ সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা এবং কিছু ক্ষেত্রে আমরা সত্যিই সেগুলো অর্জন করেছি৷''

ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোসিন শুক্রবার এক ব্লগে ইউক্রেন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেনছবি: Handout/TELEGRAM/@concordgroup_official/AFP

৬১ বছর বয়সি প্রিগোসিন আরও লিখেছেন, ‘‘রাষ্ট্রীয় ক্ষমতার এবং সমাজের কল্যাণের জন্য এই বিশেষ সামরিক অভিযানের পুরোপুরি সমাপ্তি টানা প্রয়োজন৷'' ইউক্রেন যুদ্ধকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে ‘বিশেষ সামরিক অভিযান' বলে উল্লেখ করে৷

অবশ্য এই মুহূর্তে যুদ্ধ বন্ধ ঘোষণা করলে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝজিয়া এবং খেরসন- ইউক্রেনের এই চারটি অঞ্চল রুশ দখলে নেয়ার লক্ষ্য অর্জিত হবে না৷

ভাগনার গ্রুপের সৈন্যরা এখন মূলত পূর্ব ইউক্রেনের বাখমুতের জন্য কয়েক মাসব্যাপী লড়াই করছে৷ ধারণা করা হচ্ছে কেবল এই একটি এলাকা দখলের লড়াইয়েই দুই পক্ষের ৬২ হাজারেরও বেশি সৈন্য নিহত হয়েছে৷

রুশ ভাড়াটে গোষ্ঠীটি বাখমুতের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলেও ইউক্রেন বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে৷

এডিকে/এফএস (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন বছরের শিশুরা

02:57

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ