1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ন্যাটোর 'স্পষ্ট এবং দ্ব্যর্থহীন' আমন্ত্রণ চায় ইউক্রেন

৯ জুলাই ২০২৩

জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত একটি সাক্ষাৎকারে বলেছেন, তার দেশ চায়, সামরিক জোটে যাতে কোনোরকম অস্পষ্টতা না থাকে৷ এদিকে, আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলনের আগে ইউরোপ সফর করবেন বাইডেন৷

মঙ্গলবার এবং বুধবার ভিলনিয়াসে ন্যাটোর ৩১টি রাষ্ট্রের নেতারা যখন মিলিত হবেন, তখন ইউক্রেনের সদস্যপদ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে
মঙ্গলবার এবং বুধবার ভিলনিয়াসে ন্যাটোর ৩১টি রাষ্ট্রের নেতারা যখন মিলিত হবেন, তখন ইউক্রেনের সদস্যপদ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে ছবি: Ukrainian Presidential Press Office/AP/picture alliance

ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন৷

জার্মানির ডিপিএ বার্তা সংস্থাকে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এই বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন৷ তার কথা, ‘‘ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে, আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট, দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা আশা করি৷''

২০০৮ সালে বুখারেস্টে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় যে ভুল হয়েছিলো, তার যেন পুনরাবৃত্তি না হয়, এমনটাই বলেন মাকেইয়েভ৷

জার্মানির ডিপিএ বার্তা সংস্থাকে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এই বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেনছবি: BeckerBredel/IMAGO

শীর্ষ সম্মেলনের সময়, জোট যখন কিইভের সদস্যপদ আকাঙ্ক্ষাকে স্বাগত জানায়, তখন-জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল জোটে দেশটির দ্রুত যোগদানের বিরোধিতা করেন৷

তিনি ডিপিএকে বলেন, ‘‘যদি ইউক্রেন ইতিমধ্যে ২০১৪ সালে ন্যাটোর সদস্য হয়ে যেতো, তাহলে ক্রিমিয়ান সংযুক্তিকরণ, ডনবাসের যুদ্ধ, রাশিয়ার এই আগ্রাসন থেকে যুদ্ধ এসব কিছুই হতো না৷ ইউরোপের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার একমাত্র উপায় হল ২০২৩ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে একটি শক্তিশালী বার্তা দেয়া৷''

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, লিথুয়ানিয়ার রাজধানীতে আসন্ন শীর্ষ সম্মেলনে কিয়েভকে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে না৷

ভাগনার বিদ্রোহে রুশ সংবাদমাধ্যমে নানা প্রতিক্রিয়া 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভাগনার বিদ্রোহ রুশ সংবাদমাধ্যমকে চমকে দিয়েছে৷ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া তিনটি পর্যায়ে এসেছিল৷

‘‘প্রাথমিকভাবে, তারা অবাক এবং অপ্রস্তুত ছিলো৷ তা সত্ত্বেও রাশিয়ান টিভি তার স্বাভাবিক সময়সূচি বজায় রেখেছে৷''

একবার বিদ্রোহ শেষ হয়ে গেলে, রাশিয়ান মিডিয়া নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা সংক্রান্ত দাবিগুলি  ‘ঠিক' করার চেষ্টা করেছিল৷ একই সঙ্গে তারা প্রচার করেছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ‘রক্তপাত এড়িয়ে বিদ্রোহকে ব্যর্থ করে জয়ী হয়েছেন৷'

ব্রিটিশ মন্ত্রকের মতে, তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়টি এক সপ্তাহ পরে আসে৷ এতে প্রিগোঝিনের তাৎপর্য, তার বিদ্রোহের তাৎপর্যকে খাটো করা হয়৷ প্রিগোঝিনের খ্যাতিকেও কলঙ্কিত করার চেষ্টা করেছিল সংবাদমাধ্যমগুলি৷

ভাগনারের টেলিগ্রাম চ্যানেলগুলির নীরবতাও উল্লেখ করা হয়েছে৷ রাষ্ট্রের হস্তক্ষেপের ফলে এটি আচমকাই ঘটেছিল বলে দাবি করেছে যুক্তরাজ্যের মন্ত্রণালয়৷

ঝাপোরিজঝিয়া প্লান্ট নিয়ে আলোচনার জন্য ন্যাটোকে আহ্বান রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ন্যাটো সদস্যদের তাদের শীর্ষ সম্মেলনের সময় ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্র নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন৷

জাখারোভা ইউক্রেনকে প্লান্টের ‘পরিকল্পিতভাবে ক্ষতির জন্য' অভিযুক্ত করেছেন৷

তিনি ওই প্লান্টে কোনো কিছু ঘটার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন৷ রাশিয়া এবং ইউক্রেন উভয়ই পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে৷

সুনাকের সঙ্গে আলোচনা করবেন বাইডেন

মঙ্গলবার লিথুয়ানিয়ায় শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রোববার ইউরোপে সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷

তার প্রথম গন্তব্য হবে লন্ডন৷

সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেন তিনি৷ ইউক্রেন নিয়ে আলোচনা করা তার এজেন্ডার অন্যতম অংশ৷ বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন যে, শীর্ষ সম্মেলনের আগে কিয়েভের দুই উৎসাহী মিত্রদের ন্যাটোতে যোগদানের দাবিগুলি ব্যক্তিগতভাবে আলোচনা করা দরকার৷

উইন্ডসর ক্যাসেলে তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের৷ তারা পরিবেশ ও জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে৷

আরকেসি/আরআর (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ