1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-আফগানিস্তান

২৫ এপ্রিল ২০১২

আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন পুনর্গঠন প্রকল্পে ভারত সহযোগিতা করে চলেছে৷ ভূ-রাজনৈতিক কারণে আফগানিস্তান ভারতের কাছে এক গুরুত্বপূর্ণ দেশ৷ ন্যাটো বাহিনী চলে যাবার পর ভারতের ভূমিকা আফগানিস্তানে কী হতে পারে?

ছবি: AP

আফগানিস্তানের বৃহত্তম আঞ্চলিক দাতা দেশ ভারত৷ ২০০১ সালে তালেবান উচ্ছেদের পর যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে ভারত এ পর্যন্ত ১৩০ কোটির ডলারের বেশি আর্থিক সাহায্য দিয়েছে৷ তৈরি করেছে হাইওয়ে, সংসদ ভবন, জলবিদ্যুৎ প্রকল্প৷ বিভিন্ন পরিকাঠামো নির্মাণে কাজ করছে চার হাজারেরও বেশি ভারতীয় কর্মী ও প্রযুক্তিবিদ জীবনের ঝুঁকি নিয়ে৷ সম্প্রতি বামিয়ান প্রদেশের হাজিজাক খনিজ সম্পদ খননের বরাত পেয়েছে ভারত৷

এমাসে ভারত আসেন আফগান জলসম্পদ ও এনার্জিমন্ত্রী আলহজ ইসমাইল৷ আফগানিস্তানের জল সংরক্ষণ তথা জল পরিকাঠামো গড়ে তুলতে ভারতের সাহায্য চান৷ বলেন, ‘‘৩০ বছর ধরে চলা যুদ্ধে আফগানিস্তানের জলসম্পদ চরম সঙ্কটের মুখে৷ সেচের জল কমে যাওয়ায়  চাষাবাদ তেমন হচ্ছেনা৷ দেখা দিচ্ছে খাদ্য সঙ্কট৷ দেশের তিন কোটি লোকের মাত্র ৩০ শতাংশ পায় নিরাপদ পানীয় জল৷ ছোট ছোট বাঁধ ও জলাধার নির্মাণে ভারতের সাহায্য তাই দরকার,'' বলেন আফগান জলসম্পদ মন্ত্রী৷

স্বাভাবিকভাবেই ভারতের ক্রমবর্ধমান প্রভাব পছন্দ করছে না পাকিস্তান৷ ন্যাটো বাহিনী যদি আফগানিস্তান ছাড়ে, সেক্ষেত্রে যে নতুন পরিস্থিতির উদ্ভব হবে তার মোকাবিলা করতে ভারতের কৌশলগত নীতি হবে ত্রিমুখী৷ এক, আফগানিস্তানের আর্থিক উন্নয়ন ও পুনর্গঠনে ভারতের সাহায্য অব্যাহত রাখা৷  দুই, কারজাই সরকারকে সমর্থন দিয়ে যাওয়া৷ তিন, তালেবান তথা ইসলামি কট্টরপন্থীদের পুনরুত্থান প্রতিরোধ করা৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্য মজুমদার ডয়চে ভেলেকে বললেন, ভারতকে নিজের মত করে নিজের প্রতিরক্ষার কথা ভাবতে হবে৷  ন্যাটো বাহিনী সরে গেলে একটা আঞ্চলিক উদ্যোগ নিতে হবে ভারতকে৷ তাতে থাকতে পারে চীন, পাকিস্তান৷ সমন্বয়ের সমস্যা হয়ত থাকতে পারে, কিন্তু আঞ্চলিক উদ্যোগ ভারতকে নিতে হবে৷ ভারত অবশ্য মনে করে, ন্যাটো বাহিনী প্রত্যাহার ক্যালেন্ডার ভিত্তিক হওয়া উচিত নয়, হওয়া উচিত পরিস্থিতি-ভিত্তিক৷

অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি ডয়চে ভেলেকে বললেন, যে আঞ্চলিক উদ্যোগে মধ্য এশিয়ার দেশগুলিকেও যুক্ত করতে হবে৷ সেক্ষেত্রেও ভারতের ভূমিকা থাকবে৷ আফগান শান্তি প্রক্রিয়া এবং ভূ-রাজনৈতিক ভাবমূর্তির প্রেক্ষিতে আফগানিস্তানের পরিবর্তনের দিকে ভারতকে লক্ষ্য রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী বিদেশ নীতি নির্ধারণ করতে হবে৷

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ