ন্যাটোর বক্তব্য মানতে রাজি নন ডনাল্ড ট্রাম্প। ১৫ জানুয়ারির মধ্যে মার্কিন সেনা ইরাক এবং আফগানিস্তান থেকে ফেরানোর ঘোষণা।
বিজ্ঞাপন
ন্যাটোর কথা মানতে রাজি নন ডনাল্ড ট্রাম্প। ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তান এবং ইরাক থেকে আড়াই হাজার সৈন্য দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তে অনড় থাকলেন তিনি। মঙ্গলবার পেন্টাগন স্পষ্ট জানিয়ে দিল, ন্যাটো যা-ই বলুক, অ্যামেরিকা সিদ্ধান্ত বদলাবে না।
গত সপ্তাহেই প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছিলেন ট্রাম্প। তাঁর জায়গায় কার্যকারী প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত করেছিলেন ক্রিস্টোফার মিলারকে। মঙ্গলবার পেন্টাগনে দাঁড়িয়ে মিলার সাংবাদিকদের জানান, ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তান থেকে দুই হাজার এবং ইরাক থেকে পাঁচশ সেনা দেশে ফিরিয়ে আনা হবে। কয়েক দিন আগে ডনাল্ড ট্রাম্পও এই একই কথা বলেছিলেন। জানিয়েছিলেন, দেশের সৈন্যদের আর বাইরে রাখা হবে না। বস্তুত, এর আগে ট্রাম্প বলেছিলেন, বড়দিনের আগেই আফগানিস্তান এবং ইরাকের সৈন্যদের ঘরে ফিরিয়ে আনা হবে।
মিলার বলেছেন, ''অ্যামেরিকা এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল। সমস্ত স্ট্র্যাটেজি ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মার্কিন নাগরিকদের স্বার্থের কথা চিন্তা করেই আমরা পরিকল্পনা করেছিলাম। সেই ভাবনা থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না।''
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আফগান যুবারা
প্রায় দুই দশক তালেবানের সঙ্গে যুদ্ধ ও আন্তর্জাতিক শক্তির উপস্থিতিতে বেড়ে উঠেছে এখনকার আফগান তরুণ প্রজন্ম৷ সরকার-তালেবান সংলাপ ও মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনায় নানা উদ্বেগ দানা বাঁধছে তাঁদের মনে৷ শান্তি ফিরবে তো?
ছবি: Reuters/Mohammad Ismail
সুলতান কাসিম সায়েদি, মডেল
কাবুলের এই ১৮ বছর বয়সি মডেল স্পোর্টস হেয়ারস্টাইল করতে পছন্দ করেন৷ তাঁর পছন্দের মডেল সৌদি আরবের ওমর বোরকান এবং ক্যানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার৷ তাঁর ভয়, ‘‘তালেবান ক্ষমতায় আসলে, আমরা হয়তো আর শো করতে পারবো না৷’’ কিন্তু তারপরও যুদ্ধের বদলে শান্তি চান সুলতান৷
ছবি: Reuters/Mohammad Ismail
হুসাইন, হেয়ারড্রেসার
লক্ষ লক্ষ আফগানের মতো, যুদ্ধের ভয়াবহতা এড়াতে ছোট্ট হুসাইনকে নিয়ে তাঁর পরিবারও পালিয়ে আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী দেশ ইরানে৷ তবে এখন আফগানিস্তানের রাজধানী কাবুলে হেয়ারড্রেসারের কাজ করেন ১৯ বছরের হুসাইন৷ তালেবানের সাঙ্গে শান্তি আলোচনা শুরু হওয়ায় তিনি খুশি৷ তিনি বলছেন, ‘‘আমাদের দেশে যুদ্ধ ও সংঘাত শেষ হওয়া দরকার৷ আমি চাই তালেবান আগের মতো আচরণ না করে তাদের নীতিতে পরিবর্তন আনুক৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
মাহদি জাহাক, আর্টিস্ট
গত ১৭ বছর থেকে তালেবানেরও শিক্ষা নেয়া উচিত বলে মনে করেন ২৫ বছর বয়সি আর্টিস্ট সাহদি জাহাক৷ তিনি বলছেন, ‘‘শান্তি ফিরে আসার একটা আশা রয়েছে৷ কিন্তু গত ১৭ বছরে দেশ যে সাফল্য অর্জন করেছে, তা তাদের স্বীকার করতে হবে এবং সবাইকে তাঁদের জীবন উপভোগ করার সুযোগ দিতে হবে৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
কাওসার শেরজাদ, অ্যাথলিট
মুয়ায় থাই অ্যাথলিট কাওসার শেরজাদ৷ তাঁর বয়স ১৭ বছর৷ নারীদের ব্যাপারে তালেবানের অতীত দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ চিন্তিত তিনি৷ কাওসার বলছেন, ‘‘আফগান নারীরা খেলাধুলায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন৷ আমি আশাবাদী, এই সাফল্যগুলো মেনে নিবে তালেবান৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
সোহাইল আতাই, ব্যবসায়ী
মাত্র ২২ বছর বয়সেই একটি বিলাসবহুল কাপড়ের দোকানের মালিক সোহাইল৷ বুঝতে শেখার পর থেকেই দেশজুড়ে সহিংসতা, যুদ্ধ, বোমা দেখে বড় হয়েছেন৷ এখন যে-কোনো প্রকারেই হোক, এই যুদ্ধের সমাপ্তি চান তিনি৷ সোহাইল বলছেন, ‘‘আমরা যুদ্ধে ক্লান্ত হয়ে গেছি৷ এখন ভালো একটা জীবনযাপনের জন্য আমরা শান্তি চাই৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
মারাম আতায়ী, পিয়ানোবাদক
কাবুলের এক মিউজিক স্কুলে পিয়ানো বাজানো শিখছেন ১৬ বছরের মারাম৷ তাঁর জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তালেবান আবার ক্ষমতায় এলে তাঁকে আর পিয়ানো বাজাতে দেবে কিনা৷ মারাম বলেন, ‘‘সবচেয়ে ভালো হয় সরকার ও তালেবানের মধ্যে সমঝোতা হলে৷ গানবাজনার অধিকার ও নারী অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
ওমিদ আরমান, মডেল
কাবুলের এক কাপড়ের দোকানে ছবির জন্য পোজ দিয়েছেন ২১ বছর বয়সি মডেল ওমিদ৷ যুদ্ধ-সংঘাত ‘যথেষ্ট হয়েছে’ বলে মনে করেন তিনি৷ ওমিদ বলেন, ‘‘এই দেশের সবাই শান্তি চায়৷ আমরা অনেক সংঘাতের সাক্ষী হয়েছি৷ যথেষ্ট হয়েছে, আর না৷ আমরা আর কোনো বিপর্যয় দেখতে চাই না৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
নাদিম কোরায়শী, ব্যবসায়ী
কাবুলে একটি গেম শপের মালিক ১৯ বছরের নাদিম৷ এত বছরের সংঘাত শেষে শান্তির সুবাতাস ভালো ফল বয়ে আনবে বলে প্রত্যাশা তাঁর৷ নাদিম বলছেন, ‘‘সরকার ও তালেবানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সমঝোতা দেখতে চাই আমরা৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
জারঘোনা হাইদারি, চাকরিজীবী
একটি বইয়ের দোকানে কাজ করেন জারঘোনা৷ তাঁর বয়স ২২ বছর৷ শান্তি প্রক্রিয়ায় তেমন একটা আশার কিছু দেখছেন না জারঘোনা৷ তিনি বলছেন, ‘‘এই দেশে শিগগিরই শান্তি আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না৷ আমার ধারণা, তালেবান শেষ পর্যন্ত সরকারের সঙ্গে কোনো সমঝোতায় আসবে না৷’’
ছবি: Reuters/Mohammad Ismail
9 ছবি1 | 9
ট্রাম্পের এই সিদ্ধান্তের আগেই বিরোধিতা করেছিলেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেছিলেন, এক দশকেরও বেশি সময় ধরে অ্যামেরিকা সহ ন্যাটোর সেনা আফগানিস্তান এবং ইরাকে কাজ করেছে। হঠাৎ করে তাদের সরিয়ে নিলে এতদিনের পরিশ্রম জলে যেতে পারে। তাঁর আশঙ্কা, তালেবানের সঙ্গে আফগান প্রশাসনের বৈঠকে এখনো পর্যন্ত কোনো সমাধানসূত্র মেলেনি। এই সময় ন্যাটোর সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নিলে তালেবান ফের দেশের ভিতর অশান্তি তৈরি করতে পারে। ফলে আরো কিছু দিন ন্যাটোর সেনা আফগানিস্তানে থাকা উচিত। এই মুহূর্তে ন্যাটোর প্রায় ১২ হাজার সেনা আফগানিস্তানে রয়েছে। যার অধিকাংশই মার্কিন। তা ছাড়া অ্যামেরিকাই গাড়ি, বিমান, ট্যাঙ্ক সহ সমস্ত যুদ্ধের সরঞ্জাম ন্যাটোর ফৌজকে দেয়। ফলে অ্যামেরিকা সেনা সরিয়ে নিলে যুদ্ধের সরঞ্জামও ব্যবহার করতে পারবে না অন্য দেশের ন্যাটোর সেনা। বাধ্য হয়ে সকলকেই ফিরিয়ে নিতে হবে।
ট্রাম্প অবশ্য কোনো কথা শুনতেই রাজি নন। তাঁর বক্তব্য, গত ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে তাঁর শান্তি চুক্তি হয়েছিল। সেখানে স্থির হয়েছিল ১৪ মাসের মধ্যে অ্যামেরিকা এলাকা থেকে সমস্ত সেনা সরিয়ে নেবে। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনাই নেই।
মার্কিন সামরিক সচিব স্পষ্ট করে দিয়েছেন, ট্রাম্প যাওয়ার আগে সৈন্য ফিরিয়ে আনতে চান। এখন দেখার জানুয়ারি মাসে বাইডেন শপথ নেওয়ার পরে নতুন করে সিদ্ধান্ত বদলান কি না।
এ দিকে পেন্টাগনে যখন এই ঘোষণা হচ্ছে, তখনই বাগদাদে মার্কিন দূতাবাসের পাঁচশ মিটার দূরে রকেট হামলা চালায় জঙ্গিরা। দুইটি রকেট ছোড়া হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও তাতে কেউ হতাহত হয়ননি। কোনো জঙ্গি গোষ্ঠী এখনো রকেট হামলার দায় স্বীকার করেনি।