1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যানো এবার ইউরোপে, নাম 'টাটা ইউরোপা'

দেবারতি গুহ৬ মার্চ ২০০৯

জেনেভায় বৃহস্পতিবার অনুষ্ঠানিক ভাবে শুরু হলো আন্তর্জাতিক অটো শো৷ আর সেই অটো শো-তে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানো-কে ২০১১ সালের মধ্যে ইউরোপের বাজারে ছাড়া হবে বলে ঘোষণা করলেন টাটা মোটর্সের চেয়ারম্যান রতন টাটা৷

ন্যানোর সঙ্গে রতন টাটা৷ছবি: picture-alliance/ dpa

'সবার জন্য গাড়ি' - এমনই একটা ইচ্ছে নিয়ে ন্যানো তৈরীর পরিকল্পনা করেছিলেন রতন টাটা৷ আর হলোও তাই৷ সমস্ত বিশ্ববাসীকে অচিরেই তিনি অবাক করলেন বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানো উপহার দিয়ে৷

কিন্তু, ন্যানো-কে শুধুমাত্র ভারতীয় বাজারে আবদ্ধ রাখতে চায় নি ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটর্স৷ জেনেভার অটো শো-তে রতন টাটা সাংবাদিকদের তাই জানিয়ে দিলেন, যে ন্যানো এবার ইউরোপের বাজারেও আসছে৷ আর ইউরোপে টাটা মোটর্সের তৈরী ঐ ন্যানো গাড়িটির নাম হবে 'টাটা ইউরোপা'৷

ন্যানো বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি৷ সেটা ঠিক৷ ভারতীয় বাজারে এর দাম মাত্র ১,৫০০ ইউরো৷ কিন্তু, কি এমন বিশেষত্ব এই গাড়ির ? টাটা মোটোর্স-এর কর্মকর্তা রভি কান্ত জানান : তরুণ সম্প্রদায়ের কাছে এই গাড়ি ভীষণ আকর্ষনীয়৷ আর সেটাই সবচেয়ে বড় কথা৷ ন্যানো দেখতে ভালো৷ আধুনিকও বটে৷ এমনকি প্রযুক্তিগত দিক দিয়েও৷

ন্যানোর ভিতরের চেহারা৷ছবি: AP

সত্যিই তাই৷ 'জনগনের গাড়ি' নামে পরিচিত এই গাড়িটিতে রয়েছে চারটি দরজা৷ ন্যানো দৈর্ঘ্যে ১০ ফিট এবং প্রস্থে ৫ ফিট৷ আর শক্তি সরবরাহের জন্য পাঁচ আসন বিশিষ্ট এই গাড়িতে ব্যবহৃত হয়েছে ৩৩ বিএইচপি এবং ৬২৩ সিসি দুই সিলিন্ডার-বিশিষ্ট ইঞ্জিন৷ যা কিনা শুধুমাত্র দামের দিক থেকেই নয়, তেল খরচের ক্ষেত্রেও বেশ সাশ্রয়ী৷

এছাড়া, এতে ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে খরচ হবে মাত্র ৫ লিটার তেল৷ তার মানে, ৩৩ অশ্ব শক্তির টাটা ন্যানো ঘন্টায় ৬৫ মাইল পাড়ি দিতে সক্ষম৷ তবে এখানেই শেষ নয়৷ রভি কান্ত জানান, যে ন্যানোতে উন্নত হ্যান্ডেলিং-এর জন্য সংযোজিত হয়েছে ছোট ছোট চারটি চাকা৷ আর দৈর্ঘ্যে-প্রস্থে ছোট হলেও, জিনিস-পত্র রাখার জন্যে এতে একটি ছোট ট্রাঙ্কও রয়েছে৷ তাই অনায়াসে ন্যানো হয়ে উঠবে ভ্রমণোপযোগী৷

তবে ন্যানো-র যে সংস্করণ ইউরোপে বিক্রি হবে, তা হবে ভারতীয় বাজারের জন্য তৈরী ন্যানোর থেকে আলাদা৷ কারণ খুব স্বাভাবিকভাবেই, ন্যানো-কে ইউরোপে ভিন্ন ধরনের নিরাপত্তা ও পরিবেশ দূষণ মান পূরণ করতে হবে৷ জানালেন টাটা মোটর্সের চেয়ারম্যান রতন টাটা নিজেই৷ তিনি অত্যন্ত খুশির সঙ্গে বলেন : ন্যানো-কে ইউরোপের বাজারে আনতে পেরে - আমরা সত্যিই আনন্দিত৷ ইউরোপকে আমরা এবার দেখাতে চাই, যে ভারতীয় পণ্যও ইউরোপের তুলনায় কোন অংশে কম নয়৷

এদিকে, ইউরোপে ন্যানোর দাম কতো হবে - তা এখনই সঠিকভাবে বলা না গেলেও, অন্ততপক্ষে ৫০০০ ইউরো যে হবে - তা বলাই বাহুল্য৷ অন্যদিকে, আগামীতে ইউরোপের বাজারে টাটার আরো দুটি মডেল ছাড়া হবে বলে জানা গেছে৷ এদের মধ্যে, ২০১০ সালে একটা বিদ্যুৎ চালিত গাড়ি আর ২০১১-তে প্রিমিয়াম সেডান বা 'প্রিমা' ছাড়া হবে ইউরোপে৷ উল্লেখ্য, বর্তমানে ইতালি, স্পেন এবং পোল্যান্ডে টাটার চারটি মডেলের গাড়ি বিক্রি হচ্ছে বলে জানা গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ