1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যাশনাল জিওগ্র্যাফিকের ‘আফগান মেয়ে' গ্রেপ্তার

২৭ অক্টোবর ২০১৬

১৯৮৪ সালে  পাকিস্তানের এক উদ্বাস্তু শিবিরে ১২ বছরের আফগান কিশোরী শরবত গুলা'র ছবি তুলেছিলেন মার্কিন আলোকচিত্রী স্টিভ ম্যাককারি৷ ছবিটি ন্যাশনাল জিওগ্র্যাফিকের প্রচ্ছদ হয়েছিল৷ সেই শরবত গুলা গ্রেপ্তার হলেন৷

Afghanistan Sharbat Gula auf dem Bild von Steve McCurry
ছবি: picture-alliance/dpa/Steve McCurry/National Geographic Society

পেশাওয়ারে ভুয়া আইডি কার্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছে তাঁকে৷

ন্যাশনাল জিওগ্র্যাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি ছাপা হওয়ার পর থেকে শরবত গুলা সারা বিশ্বেই পরিচিত৷ কিশোরী শরবতের  বিস্ফারিত সবুজ চোখে এমন কিছু একটা ছিল, যা ভোলার নয়৷

ম্যাককারি ১৭ বছর ধরে খোঁজখবর করার পর আবার শরবত গুলার খোঁজ পান ২০০২ সালে, আফগানিস্তানের এক প্রত্যন্ত গ্রামে৷ শরবত গুলা তখন এক রুটি তৈরি কারিগর, অর্থাৎ তন্দুরওয়ালার স্ত্রী ও তিন সন্তানের জননী৷

পরে শরবত গুলা তাঁর স্বামীর সঙ্গে পেশাওয়ারে যান৷ সেখানেই বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানি আইডি কার্ড জাল করার দায়ে৷ পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি ‘ফিয়া' নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাড়িতে ঢুকে খানাতল্লাসি করে ও দরকারি কাগজপত্র ছাড়া ২,৮০০ ডলার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন গুলার দেবর শাহশাদ খান৷ গুলাকে পেশাওয়ারের কারাগারে রাখা হয়েছে৷ শাহশাদ খান বলেন, ‘‘গুলা উদ্বাস্তু হতে পারেন না; তিনি বৈধভাবে পাকিস্তানে রয়েছেন, কেননা তিনি শাহশাদ খানের ভাই রহমত খানের বিবাহিত পত্নী৷'' রহমতের জন্ম পাকিস্তানে৷ তিনি পাঁচ বছর আগেই পরলোকগমন করেছেন৷

 

গুলা দৃশ্যত ২০১৪ সালের এপ্রিল মাসে পেশাওয়ারে পাকিস্তানি আইডি কার্ডের আবেদনপত্র দাখিল করেন ‘শরবত বিবি' নাম দিয়ে৷ হাজার হাজার আফগান উদ্বাস্তু এভাবে ন্যাশনাল ডাটাবেজ রেজিস্ট্রেশন অথরিটি বা ‘নাদ্রা'-কে ফাঁকি দিয়ে পাকিস্তানি আইডি কার্ড সংগ্রহ করেছে৷নাদ্রার ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে বিদেশিদের পাকিস্তানি আইডি কার্ড দেওয়ার অভিযোগের তদন্ত চলেছে৷

গুলার বিরুদ্ধে জাল পরিচয় পত্রের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১৪ বছর অবধি কারাদণ্ড হতে পারে৷

গুলার গ্রেপ্তারের পর ম্যাককারি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি  সে (গুলা) ও তাঁর পরিবারকে আইনগত ও আর্থিক সাহায্য দেবার জন্য যাবতীয় কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ৷'' ম্যাককারি গুলার গ্রেপ্তারিকে ‘মানবাধিকারভঙ্গের একটি অসাধারণ ঘটনা' বলে অভিহিত করেছেন৷

১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত অনুপ্রবেশের পর থেকে লক্ষ লক্ষ আফগান পাকিস্তানে পলায়ন ও আশ্রয়লাভ করে৷ ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে রেজিস্ট্রিকৃত আফগান উদ্বাস্তুদের সংখ্যা ১৪ লাখ৷ এছাড়া দশ লাখ আফগান উদ্বাস্তু অবৈধভাবে সে দেশে রয়েছেন৷

এসি/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ