ধর্মনিরপেক্ষতা সমর্থনের মাধ্যমে ‘ইসলাম অবমাননা' করার অভিযোগে ২০১২ সালের জুন মাসে সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়িকে আটক করা হয়৷
বিজ্ঞাপন
এরপর অভিযোগ প্রমাণিত হলে ২০১৪ সালে বাদাউয়িকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ এছাড়া দুই কোটি ২৮ লাখ টাকা জরিমানা ও তাকে এক হাজার বার দোররা মারার নির্দেশ দেয়া হয়৷
নিজের তৈরি ওয়েবসাইট ‘ফ্রি সৌদি লিবারেলস'-এ ব্লগ লিখতেন বাদাউয়ি৷
বাদাউয়ির মুক্তির দাবিতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন অতীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে৷ ১৭ জুন বাদাউয়ির কারাবন্দির নয় বছর পূর্তিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে৷ এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ২০১৫ সালে বাদাউয়িকে শাখারভ পুরস্কার দিয়েছে৷ একই বছর ডয়চে ভেলের ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ডও পান বাদাউয়ি৷
আন্তর্জাতিক চাপের কারণে বাদাউয়ির কারাদণ্ডের মেয়াদ না কমলেও বেত্রাঘাতের সংখ্যা কমেছে৷ ২০১৫ সালের জানুয়ারিতে একটি মসজিদের সামনে প্রকাশ্যে তাকে ৫০ বার বেত্রাঘাত করা হয়৷ এরপর আর তাকে ঐ শাস্তি পেতে হয়নি৷
আদালতের রায় অনুযায়ী ১০ বছর কারাভোগের পর আগামী ফেব্রুয়ারিতে তার মুক্তি পাওয়ার কথা৷
ক্যানাডারনাগরিকত্ব?
তিন সন্তান নিয়ে বর্তমানে ক্যানাডায় বাস করছেন বাদাউয়ির স্ত্রী এনসাফ হায়দার৷ সম্প্রতি বাদাউয়িকে ক্যানাডার নাগরিকত্ব দিতে সে দেশের সংসদে বিল পাস হয়েছে৷ ফলে যে-কোনো সময় ক্যানাডার নাগরিকত্ব পেতে পারেন রাইফ বাদাউয়ি৷ তবে সৌদি আরব দ্বৈত নাগরিকত্ব অনুমোদন না করায় এবং বাদাউয়ির উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় জেল থেকে ছাড়া পাওয়ার পরও তিনি ক্যানাডা যেতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে৷
২৬বছরেরমুস্তাফারমৃত্যুদণ্ডকার্যকর
২০১১ ও ২০১২ সালে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ার দায়ে এই সপ্তাহে ২৬ বছর বয়সি মুস্তাফা আল-দারউইশের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব৷ ঘটনায় সময় মুস্তাফার বয়স ১৮ বছরের কম ছিল এই যুক্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড না দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা৷
ক্যার্স্টেন ক্নিপ, ক্যাথরিন শায়ের/জেডএইচ
দ্য বব্স ২০১৫-র পুরস্কার বিতরণী
শেষ হলো বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ২০১৫-র পুরস্কার বিতরণী৷ ছবিঘরে দেখুন তারই কিছু উল্লেখযোগ্য মুহূর্ত৷
ছবি: DW/M. Magunia
বব্স ২০১৫
এবারে ছিল দ্য বব্স-এর ১১তম আয়োজন৷ গ্লোবাল মিডিয়া ফোরাম-এর দ্বিতীয় দিনের বিকেলে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার৷
বাদাউয়ির জন্য ‘ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড’
এবারের নতুন সংযোজন ছিল ‘ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড’৷ পুরস্কার জিতেছেন সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়ি৷ তাঁর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড এবং ১ হাজার দোররার শাস্তি ঘোষণা করেছে সৌদি আদালত৷ বাদাউয়ি এখন কারাবন্দি৷
ছবি: DW/M. Magunia
গ্রুপ ছবি
এবার ছবি তোলার পালা৷ বাঁ থেকে ডানে: প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বিভাগের বিজয়ী ‘রেনকো ইলেক্ট্রোনিকো’-র সদস্য রুবেন, ডিডাব্লিউ-র মহাপরিচালক পিটার লিমবুর্গ, সামাজিক পরিবর্তন পুরস্কার জয়ী বাংলাদেশের মুক্তমনা ব্লগের রাফিদা আহমেদ বন্যা, সাইট অনলাইনের সম্পাদক ইয়োখেন ভাগনার, আর্টস অ্যান্ড মিডিয়া বিভাগে জয়ী ‘জয়তুন, দ্য লিটেল রিফিউজ’-র প্রতিনিধি ও তিন বিচারক রেনাটা আভিলা, নেইলা নাখাভাটি এবং শহিদুল আলম৷
ছবি: DW/M. Müller
সেল্ফি
অনুষ্ঠান শেষে সেল্ফি তুলছেন দুই জুরি সদস্য রেনাটা আভিলা (গুয়াতেমালা) এবং নেইলা নাখাভাটি (স্পেন/সিরিয়া)৷
ছবি: DW/M. Magunia
মুক্তমনার হয়ে পুরস্কার নিলেন বন্যা
বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে মেধাবৃত্তিক লড়াই করে যাচ্ছে মুক্তমনা ব্লগ৷ ডয়চে ভেলের ‘দ্য বব্স’-এর জুরি অ্যাওয়ার্ড পেয়েছে তারা৷ জুরি সদস্য বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মুক্তমনার ব্লগার ও ঢাকায় খুন হওয়া ব্লগার ড. অভিজিৎ রায়-এর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা৷
ছবি: DW/M. Müller
বিজয়ীর বক্তব্য
পুরস্কার গ্রহণের পর সংক্ষেপে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সব বিজয়ী বা বিজয়ীদের প্রতিনিধি৷ এখানে পুরস্কার জয়ের আনন্দের কথা জানাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্যাটেগরির বিজয়ী প্রকল্প ‘রেনকো ইলেক্ট্রোনিকো’-র অন্যতম সদস্য রুবেন ওমর ভ্যালেন্সিয়া পেরেজ৷