1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলিয়ন ডলারে মুক্ত পারিবা

২ জুলাই ২০১৪

ফ্রান্সের ব্যাংক ‘বিএনপি পারিবা’-র বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ লেনদেনের অভিযোগ এনেছিল৷ সুদান, কিউবা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা থাকার পরও অবশ্য আর্থিক লেনদেনে জড়িয়েছিল ফরাসি এই ব্যাংকটি৷

BNP Paribas Bank in Paris
ছবি: picture-alliance/dpa

অবশেষে ব্যাংকটি দোষ স্বীকার করে অভিযোগ থেকে মুক্তি পেতে ৯ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে৷ এই মিটমাটের খবরে ইউরোপের শেয়ার বাজারগুলোতে মঙ্গলবার কিছুটা চাঙ্গা ভাব দেখা দিয়েছিল৷

এদিকে আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি-র একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে সেখানে বড় কোনো সিদ্ধান্ত না হওয়ারই কথা৷ তবে ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার এখনো ০ দশমিক ৫ শতাংশ থেকে যাওয়ায় চিন্তিত বিশেষজ্ঞরা৷

তাঁরা মনে করছেন, ধারাবাহিকভাবে মুদ্রাস্ফীতির হার এমন কম হওয়াটা ভালো কথা নয়৷ এতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে৷ অর্থনীতিবিদরা তাই যুক্তরাষ্ট্রের মতো ব্যবস্থা নিতে ইসিবি-র প্রতি আহ্বান জানিয়েছেন৷ এক্ষেত্রে ব্যাংকগুলো বন্ড বা অন্যান্য আর্থিক সম্পদ কিনতে পারে৷ ইসিবি-ও অবশ্য মুদ্রাস্ফীতির হার নিয়ে চিন্তিত৷ তবে এ ব্যাপারে এখনই বড় সিদ্ধান্ত নিতে চাইছে না ইসিবি৷

ক্যামেরনের পরাজয়

অবশেষে ইউরোপীয় কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন জঁ ক্লোদ ইয়ুংকার৷ কিন্তু ব্রিটেন তাঁকে চাইছিল না৷ তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একান্ত আগ্রহে ইয়ুংকার বিষয়ে শুক্রবার একটি ভোটের আয়োজন করা হয়েছিল৷ সেখানে ২৬-২ ভোটে হেরে যান ক্যামেরন৷ অর্থাৎ ইইউ সদস্যদের প্রায় সবাই ইয়ুংকারের ইউরোপীয় কমিশনের প্রধান হওয়ার পক্ষে ভোট দেয়৷

২৬-২ ভোটে হেরে যান ক্যামেরনছবি: AFP/Getty Images

ব্রিটেনের ইয়ুংকারের বিপক্ষে যাওয়ার কারণ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চায়৷ এমনকি ইইউ-তে থাকা, না থাকার বিষয়ে ব্রিটেনে ২০১৭ সালে একটি গণভোটও অনুষ্ঠিত হবে৷ এই পরিস্থিতিতে ব্রিটেনের মনে হয়েছিল যে, ইয়ুংকার সংস্কারের পক্ষের লোক নন৷ তাই শুরু থেকেই ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে ইয়ুংকারের নির্বাচনের তীব্র বিরোধিতা করেছে ব্রিটেন৷

অবশ্য শেষ রক্ষা করতে না পেরে এখন ক্যামেরন বলছেন যে, ব্রিটেন ইয়ুংকারের সঙ্গেই কাজ করবে৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ