1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঙ্গপালের ঠেলায় ব্যতিব্যস্ত পাকিস্তান

৪ ফেব্রুয়ারি ২০২০

আবার দুই দশক পরে পাকিস্তানে পঙ্গপালের ঝড়৷ পরিস্থিতির অবনতির ফলে প্রধানমন্ত্রী ইমরান খান জারি করেছেন জরুরি অবস্থা৷

Pakistan Heuschrecken
ছবি: Getty Images/AFP/A. Hassan

পাকিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক হারে পঙ্গপাল এস পড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানের চাষ ও স্বাভাবিক জীবনযাপন৷ শুক্রবারে পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিবৃতিতে জরুরি অবস্থার ঘোষণা করেছেন৷

তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান বলেন, ‘‘প্রায় দুই দশক পর আমরা আবার পঙ্গপালের উপদ্রবের মুখোমুখি৷ পরিস্থিতি মোকাবিলায় আমরা জরুরি অবস্থা ঘোষণা করছি৷''

পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা মন্ত্রী মখদুম খুসরো বখতিয়ার বলেন, ‘‘পঙ্গপাল ঠেকাতে আমরা তিন লাখ একর এলাকাজুড়ে কীটনাশক ছড়িয়েছি৷ জেলা কর্তৃপক্ষ ও নানা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে হাত মিলিয়ে সেনাবাহিনী ও বায়ুসেনাও লড়ছে ফসল বাঁচাতে৷''

এর আগে, ১৯৯৩ সালে পাকিস্তানে এরকমই একদল পঙ্গপাল ঢুকে পড়ে ও ফসলের ক্ষতি করে৷

অনেকটা ঘাসফড়িঙের মতো দেখতে এই পঙ্গপালগুলি মূলত মরুভূমি অঞ্চলে পাওয়া যায়৷ ইরান থেকে জুন মাসে এই পঙ্গপালের ঝাঁক এলে তা গম, ধান, পাট ও ভুট্টাক্ষেতগুলিতে ব্যাপক ক্ষতি করে৷

ইতিমধ্যে, এমনই পঙ্গপালের উপদ্রবে জরুরি অবস্থা জারি হয়েছে পূর্ব আফ্রিকার বেশ কয়েকটি দেশে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতেরও একাংশ৷ পাকিস্তান ছাড়া সোমালিয়াতেও জারি হয়েছে জরুরি অবস্থা৷

ইয়েনিফার কামিনো গনজালেস/এসএস

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ