বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা৷ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ।
বিজ্ঞাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে বলে জানিয়েছেন সিইসি। নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, 'এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৪১ দশমিক ৮ শতাংশ। মোট ভোটার ১১ কোটি ৯৫ লাখ ১ হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে ৪ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৪৪৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর শতকরা হার ৪১ দশমিক ৮ ভাগ।'
আওয়ামী লীগের পর ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে। তারা জয় পেয়েছে ৬১টি আসনে। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। এর আগের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৮টি আসন পেয়েছিল।
৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন৷ ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ভোট৷ নওগাঁ-২ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন৷ রোববার সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ শেষ হয় বিকাল ৪টায়৷ কেন্দ্রগুলোতে দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন৷ কয়েকটি আসনে বিচ্ছিন্ন সহিংসতা ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন৷
স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী৷
জনগণের কাছে গ্রহণযোগ্য হলে নির্বাচন গ্রহণযোগ্য: শেখ হাসিনা
02:38
নির্বাচন ২০২৪এই নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে আবারও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে৷ নৌকা মার্কায় তিনি মোট ভোট পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৬২টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর৷ তিনি পেয়েছেন ৪৬৯ ভোট৷
সংসদের তিনশটি আসনের মধ্যে এককভাবে ১৫১টি আসন পেলে সরকার গঠন করতে পারে একটি রাজনৈতিক দল৷ এর চেয়ে কম আসন পেলে অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়৷ কিন্তু আওয়ামী লীগ আবারও দুই তৃতীয়াংশ আসন পাওয়ায় সেসব নিয়ে আরো কোনো জল্পনার অবকাশ নেই৷
আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্লোগান হলো: ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান৷' দলটি এবার তার ইশতেহারে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি ও কৃষি যান্ত্রিকীকরণসহ মোট ১১টি বিষয়ের ওপর বিশেষ অগ্রাধিকার দিয়েছে৷
ভোটের মাঠে তারকাদের উত্থান-পতন
আওয়ামী লীগের হয়ে মাঠে নেমে প্রথমবারেই বড় জয় পেয়েছেন সাকিব আল হাসান৷ জয় ধরে রেখেছেন মাশরাফিও৷ হঠাৎ বৃষ্টির নায়ককেও হতাশ করেননি ভোটাররা৷
ছবি: SAEED KHAN/AFP/Getty Images
নড়াইল এক্সপ্রেস ‘ক্যাপ্টেন ম্যাশ’ এর ইনসুইং
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্তজা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন৷ টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশ সেরা এই অধিনায়ক৷ মাশরাফি সর্বমোট ভোট পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি থেকে হাতুড়ি প্রতীকে নির্বাচন করা শেখ হাফিজুর রহমান পেয়েছেন চার হাজার ৪১ ভোট৷
ছবি: DW/A. Islam
ডেব্যুতেই সাকিবের 'ছক্কা'
প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে অংশগ্রহণ করে চমকে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ মোট ১৫২টি কেন্দ্রে সাকিব আল হাসান ভোট পান এক লাখ ৮৫ হাজার ৩৮৮টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে নির্বাচন ডাব প্রতীক নিয়ে নির্বাচন করে পান প্রায় ছয় হাজার ভোট৷ প্রথম নির্বাচনেই রেখেছেন তার নৈপুণ্যের ছাপ৷
ছবি: AFP
‘সুজন মাঝি’ থেকে ‘নৌকার মাঝি'
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তার প্রথম সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জয়ী হয়ে সংসদে পা রাখতে যাচ্ছেন৷ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ ভোটের লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক নিয়ে নির্বাচন করা শামসুল আলম পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট৷
ছবি: Munir uz zaman/AFP
‘তাজ’ হারালেন মমতাজ
তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন৷ সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট৷ স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট৷ ফলে ৬ হাজার ১৭১ ভোটে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন মমতাজ৷
ছবি: bdnews24.com
রাজপথের নায়িকা হতে পারলেন না মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির ওপর আস্থা রাখতে পারেননি ভোটাররা৷ রাজশাহী-১ আসন থেকে জয় পাননি এই স্বতন্ত্র প্রার্থী৷ ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে মাহি পেয়েছেন মাত্র নয় হাজার নয় ভোট৷ আওয়ামী লীগ সমর্থিত ওমর ফারুক চৌধুরী এক লাখ তিন হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ বিজয়ী ওমর ফারুক চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট৷
ছবি: bdnews24.com
5 ছবি1 | 5
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আত্মপ্রকাশ
১৯৯৬ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে প্রথমবার বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ তবে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একভাবে ১৫১টি আসন না পাওয়ায় জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে দলটি৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ২১ বছর পর সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা৷
এরপর ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাছে পরাস্ত হয় দলটি৷ শেখ হাসিনার আওয়ামী লীগ হয় সংসদে প্রধান বিরোধী দল৷
নানা ঘটনার মধ্য দিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ৷ দলটির সভাপতি শেখ হাসিনা নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷
এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় নির্বাচন৷ সেই নির্বাচনে টানা দ্বিতীয় ও মোট তিন মেয়াদে বিজয়ী হয় আওয়ামী লীগ৷ সেই সরকারেও প্রধান হন শেখ হাসিনা৷ ওই নির্বাচনে অবশ্য অংশ নেয়নি বিএনপিসহ বেশকয়েকটি দল৷
২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল বিএনপি৷ শেষ পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে দলটি৷ সংলাপে অংশ নেয় প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তারপর নির্বাচনে আসতে রাজি হয় তারা৷ সেই নির্বাচনেও ভূমিধস জয় পায় আওয়ামী লীগ৷ সেই ভোট নিয়ে অবশ্য আছে নানা বিতর্ক৷ সরকারবিরোধীদের অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে, কারচুপির মধ্য দিয়ে নিজেদের জয় নিশ্চিত করে আওয়ামী লীগ৷
ওই নির্বাচনে জয়ের পর টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো সরকার গঠন করে৷ শেখ হাসিনার নেতৃত্বে হ্যাট্রিক জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ সেই সরকারেরও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা৷
এবারও বিএনপির নির্বাচন বর্জন
৭ জানুয়ারি হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকা বিএনপি এই নির্বাচন বর্জন করেছে৷ এছাড়াও নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো ১৫টি দল নির্বাচন বর্জন করেছে৷
ভোটের দিন ফাঁকা ঢাকা
ভোট বর্জনের ডাক দিয়ে হরতাল ডেকেছে বিএনপি৷ কেন্দ্রগুলোতে ছিল না ভোটারদের তেমন কোনো ভিড়৷ অন্যদিকে, ব্যস্ত ঢাকার রাজপথ ছিল অনেকটাই ফাঁকা৷ মাঝে মাঝে এক-দুটি গণপরিবহন চোখে পড়লেও সেখানে ছিলেন না যাত্রী৷
ছবি: DW
ফাঁকা রাজধানী
একদিকে ভোট, অন্যদিকে হরতাল৷ ভোটের জন্য সাধারণ ছুটি৷ ভোটকেন্দ্রেও নেই মানুষের দীর্ঘ লাইন৷ সব মিলিয়ে যানজটের ঢাকার প্রধান সড়ক ছিল ফাঁকা৷
ছবি: DW
অনলাইন সেবা
ভোটের জন্য বন্ধ ছিল সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান৷ বন্ধ ছিল দোকান পাট৷ কিন্তু রাজধানীবাসীর জন্য অনলাইন সেবা চালু রেখেছিল বিভিন্ন প্রতিষ্ঠান৷ তাই গ্রাহক সেবা দিতে ফাঁকা ঢাকায় সাইকেল নিয়ে ছুটছিলেন ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তিরা৷
ছবি: DW
নেই গণপরিবহন
রাজধানীর মিরপুর রোড, বনানী, গুলশান, ফার্মগেটসহ আশপাশের এলাকা ঘুরে তেমন কোনো গণপরিবহন দেখা যায়নি৷ মাঝে মাঝে এক-দুটি যানবাহনের দেখা মেলে৷ কিন্তু বাসগুলো ভুগছিল যাত্রী খরায়৷
ছবি: DW
হতাশ চালক
ঢাকার পরিস্থিতিও জেনে বাস নিয়ে বের হয়েছেন স্বল্প আয়ের চালক ফারুক৷ কিন্তু হতাশায় পুড়তে হলো তাকে আর তার সহযোগীকে৷ বললেন, প্রতিদিন যে সংখ্যক যাত্রী পাওয়ার কথা তার চার ভাগের একভাগ যাত্রী মেলেনি ভোটের দিন৷
ছবি: DW
রিকুইজিশনে যান সংকট
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, নির্বাচনি কাজে প্রায় পাঁচ হাজার গাড়ি ব্যবহার করা হবে৷ অনেক গাড়ি রিকুইজেশনে চলে গেছে৷ আর সেকারণেই সড়কে গাড়ির সংখ্যা কম৷ এরপর যেগুলো আছে সেগুলো রাস্তায় নেমেছে৷
ছবি: DW
রিকশার আধিপত্য
রাজপথে যানবাহনের দেখা না মিললেও, ফাঁকা ঢাকা দখলে ছিল রিকশার৷ কাছের দূরত্বে পৌঁছাতে বরাবরেই মতো ভোটাররা রিকশাকেই বেছে নিয়েছেন বাহন হিসেবে৷
ছবি: DW
ফুটপাথগুলো নিশ্চুপ
হকারের হাঁকডাকে ঢাকার ফুটপাথে হাঁটাই যেন দায়৷ কিন্তু ভোটের দিন সেই দৃশ্যও অনুপস্থিত৷ হকাররাও আজ বিশ্রামে৷
ছবি: DW
গাবতলীতে সুনসান নীরবতা
ব্যস্ততম গাবতলিতে নেই বাস হেল্পারদের চেঁচামেচি, নেই বাস ছেড়ে যাওয়ার ব্যস্ততা, যাত্রীদের ছুটাছুটি৷ গোটা গাবতলী বাস টার্মিনাল ফাঁকা৷ কাউন্টারগুলো বন্ধ পড়ে আছে৷
ছবি: DW
সতর্ক অবস্থানে .ব্যাব
জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা-সহিংসতা করে কেউ পার পাবে না বলে সতর্ক করে দিয়েছে .ব্যাব৷ ঢাকা নিরাপদে রাখতে তাই সতর্ক অবস্থানে আছে বাহিনীর সদস্যরা৷
ছবি: DW
9 ছবি1 | 9
নির্বাচনে অংশ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ নিবন্ধিত মোট ২৮টি দল৷
ভোট বর্জনের ডাক দিয়ে ভোটের আগের দিন ও ভোটের দিন হরতাল ডেকেছে বিএনপি৷ ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস' করেনি উল্লেখ করে ভোটের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘‘বিএনপি এবং ৬২টি সমমনা দল যারা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছে, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই৷''
বিএনপির এই বর্ষীয়ান নেতা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে ঢাকা এবং সারা দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান৷ সাংবাদিকদের উদ্দেশে মঈন খান বলেন ‘‘আপনারা সরকারের হুমকিতে ভীত না হয়ে, আজকের নির্বাচনে যা সত্য, তা দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত করুন৷''
এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আজকের নির্বাচন ইয়ার্কি ঠাট্টার একটি নির্বাচন৷ যেখানে কে, কোথায় বিজয়ী হবে তা তারা আগেই ঠিক করে রেখেছিলো৷''
পরাজিত হয়েছে বিএনপি, বললেন কাদের
এর আগে রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি তাদের আন্দোলনে পরাজিত হয়েছে৷ আজকে যারা বর্জন করার আহ্বান জানিয়েছিলেন, ভোটাররা তাদেরই বর্জন করেছেন৷''
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে, তারা আবার পরাজিত হলো৷''
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি জেলায় সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ নৌকার একজন সমর্থক নিহত হয়েছেন৷ ঘটেছে গুলিবিদ্ধ, আহত হওয়ার ঘটনা৷ ছবিঘরে থাকছে বিস্তারিত...
ছবি: AFP
মুন্সিগঞ্জ: নৌকার সমর্থককে হত্যা
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি৷ মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের৷ ছবিতে মরদেহ ঘিরে থাকা মানুষের জটলা দেখা যাচ্ছে৷
ছবি: Raihan Sakib
টাঙ্গাইল-২: ব্যালট বাক্সে আগুন মারামারি
টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ এ সময় তাদের হামলায় দুই আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে মারামারির ঘটনাও ঘটেছে৷
ছবি: S. A. Mamun
পটুয়াখালী-৪: নৌকার উপর ঈগলের হামলা
পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে৷ দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থকেরা ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়৷
ছবি: Jakaria Hridoy
চট্টগ্রাম-১০: পিস্তল নিয়ে ভোটকেন্দ্রে
চট্টগ্রামে ভোটকেন্দ্রে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে৷ সকাল ১১টার দিকে খুলশী এলাকায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম৷ তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত৷
ছবি: Jamshed Chowdhury
চট্টগ্রাম-১০: সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ
খুলশী-পাহাড়তলী আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে দুইজন গুলিবিদ্ধ হন৷
ছবি: Jamshed Chowdhury
চট্টগ্রাম-৮: সংঘর্ষ
চট্টগ্রাম-৮ আসনে ভোট বর্জনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷
ছবি: Kamol Das
6 ছবি1 | 6
চট্টগ্রামে ভোটকেন্দ্রে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে৷ সকাল ১১টার দিকে খুলশী এলাকায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম৷ তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত৷
চট্টগ্রাম-৮ আসনে ভোট বর্জনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি৷ মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের৷
টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ এ সময় তাদের হামলায় দুই আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে মারামারির ঘটনাও ঘটেছে৷
পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে৷ দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থকেরা ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়৷
যে হারের কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয়: ড. বদিউল আলম মজুমদার
চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন৷ অন্তত ৯টি আসনে ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে৷
ভোটের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল৷ তিনি বলেন, ‘‘নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে৷''
তবে ভোট গণনা শেষে হলে এই সংখ্যাটি বাড়তে বা কমতেও পারে বলেও উল্লেখ করেন তিনি৷
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুঁটিনাটি
ভোটে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি৷ আর বর্জনের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো৷ ভোটের আগে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী ট্রেন, পুড়েছে ভোটকেন্দ্র, পুড়েছে ধর্মীয় উপাসনালয়ও৷
ছবি: Mortuza Rashed/DW
ভোট ২৯৯ আসনে
শঙ্কা আর আতংকের মধ্যেই বাংলাদেশের জনগণ নিজেদের ভোটাধিকার ক্ষমতার মধ্য দিয়ে নির্বাচিত করবে সরকার৷ নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন৷ সংসদীয় আসন ৩০০ হলেও রবিবার ভোট ২৯৯ আসনে৷
সারা দেশকে জনসংখ্যার ভিত্তিতে তিনশটি আসনে ভাগ করা হয়েছে৷ জাতীয় সংসদ নির্বাচনে একদিনেই সবকটি আসনে ভোট অনুষ্ঠিত হয়৷ ন্যূনতম ১৫১টি আসনে জয় পেলে এককভাবে অথবা অন্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে রাজনৈতিক দলগুলো৷
ছবি: bdnews24.com
ভোটার সংখ্যা
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন৷ এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৫ লাখ, ৯২ হাজার ১৬৯ জন৷ আর নারী হলেন পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন৷ আর তৃতীয় লিঙ্গের ৮৪৮ জন৷ আর নওগাঁ-২সহ তিনশটি আসনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন৷
ছবি: Mortuza Rashed/DW
ভোটগ্রহণ
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট যেহেতু ২৯৯টি আসনে হবে, তাই ভোটকেন্দ্রের সংখ্যা কমে হয়েছে ৪২ হাজার ২৪টি৷ সবকটি কেন্দ্র মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৮৫৮টি৷
ছবি: DW/A. Islam
প্রতিদ্বন্দ্বিতা
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪৷ তবে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৮টি দল৷ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থাকা বিএনপিসহ সমমনা দলগুলো এই ভোট বর্জনের ডাক দিয়েছে৷ মোট ১৬টি নিবন্ধিত দল এই নির্বাচনে নেই৷ নওগাঁ-২ আসন বাদ দিয়ে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটে আছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী৷
ছবি: Zobaer Ahmed/DW
নির্বাচনি কর্মকর্তা
দুই জন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন জেলা প্রশাসক মিলিয়ে মোট ৬৬ জন সরকারি কর্মকর্তা এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন৷ সহকারি রির্টানিং কর্মকর্তার সংখ্যা ৫৯০ জন৷ বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে তিনশটি নির্বাচনি এলাকায় গঠন করা হয়েছে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি৷
ছবি: Mortuza Rashed/DW
ভোটকেন্দ্রের নিরাপত্তা
সাধারণ এবং গুরুত্বপূর্ণ—এই দু্ই ভাগে ভোটকেন্দ্রগুলোকে ভাগ করেছে নির্বাচন কমিশন৷ মেট্রোপলিটন ও বিশেষ এলাকার প্রতিটি সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ সদস্য থাকবেন দুই জন, আনসার ১২ জন এবং দফাদার বা মহল্লাদার এক বা দুই জন৷ আর গুরুত্বপূর্ণ কেন্দ্র হলে অস্ত্রধারী পুলিশের সংখ্যা একজন বাড়ানো হবে৷ মেট্রোপলিটন এলাকার প্রতিটি সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ তিন জন পুলিশের সঙ্গে থাকবেন ১২ জন আনসার সদস্য৷
ছবি: Indranil Mukherjee/AFP
মাঠে থাকছে স্ট্রাইকিং ফোর্স ‘সেনাবাহিনী’
‘স্থানীয় বেসামরিক প্রশাসনকে’ সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ভোটের মাঠে সশস্ত্র বাহিনীকে নামিয়েছে নির্বাচন কমিশন৷ ৩ জানুয়ারি থেকে নামানো হয়েছে তাদের, থাকবেন ১০ জানুয়ারি পর্যন্ত৷ ৬২টি জেলায় নেমেছেন ৩৮ হাজার ১৫৪ জন সেনা সদস্য৷ আর ভোলা ও কক্সবাজারসহ ১৯টি জেলায় নামানো হয়েছে দুই হাজার ৮২৭ জন নৌবাহিনীর সদস্য৷
ছবি: DW
মোবাইল টিম
মোবাইল টিম হিসেবে মাঠে রাখা হয়েছে বিজিবি, কোস্টগার্ড, .ব্যাব, পুলিশ ও আনসার সদস্যদের৷ দেশজুড়ে নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিজিবির ৪৫ হাজার ১৮৫ জন, কোস্টগার্ডের দুই হাজার ৫২০ জন, পুলিশের ১০ হাজার ১৯২ জন এবং আনসারের ৪৪ হাজার ১২২ জন সদস্য কাজ করছেন৷ এছাড়া আছে র্যাবের ৬০টি টিম৷ আর রিজার্ভ রাখা হয়েছে বাহিনীটির ৯৫টি টিমকে৷
ছবি: Samir Kumar Dey/DW
পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিক
নির্বাচন পর্যবেক্ষণ করবেন ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক৷ এদের মধ্যে ৫১৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ২০ হাজার ২৫৬ জন মাঠপর্যায়ে৷ আর বিদেশি পর্যবেক্ষক আছেন ১৫৮ জন৷ এদের মধ্যে ১২৬ জন এসেছেন স্বউদ্যোগে আর ৩২ জনকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন৷ এছাড়া, ৭৬ জন বিদেশি সাংবাদিক এবং বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার ও তাদের প্রতিনিধি মিলিয়ে মোট ১৮ জন ভোট পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহের কাজ করবেন৷
ছবি: Samir Kumar Dey/DW
একনজরে তফসিল
১৫ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল৷ তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তি ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর৷ মনোনোয়ন প্রত্যাহার শেষ হয় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর৷ প্রার্থীদের নির্বাচনি প্রচারের জন্য ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সময় দেয়া হয়েছিল৷