1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঞ্চায়েতে মনোনয়ন নিয়ে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

১৩ জুন ২০২৩

পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র পেশ করা শুরু হতেই পশ্চিমবঙ্গ-জুড়ে সহিংসতা। ভাঙরে গুলি, বোমার বৃষ্টি।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।ছবি: Subrata Goswami/DW

সোমবার সারাদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। তবে মঙ্গলবারের ঘটনা সবকিছু ছাপিয়ে গেছে। এদিন ভাঙড়ে বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করতে গেছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকির আইএসএফের প্রার্থীরা। তারা বিডিও অফিসের কাছে পৌঁছাবার পরই শুরু হয় বোমা মারা। বৃষ্টির মতো বোমা পড়তে থাকে। সঙ্গে গুলি। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। বেশ কয়েকজন আহত। কয়েকজনের আঘাত গুরুতর। আইএসএফের প্রার্থী রক্তাক্ত হয়ে বিডিও অফিসে পড়েছিলেন।

পুলিশ পরে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেয়। মনোনয়নপত্র জমা দেয়ার কোনো সুযোগ ও পরিবেশ ছিল না।

নওসাদ সিদ্দিকি এবিপি আনন্দকে বলেছেন, ''তৃণমূলের কর্মী ও সমর্থকরা আমাদের প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেবে না। তাই তারা গুলি, বোমা, পাথর মারছে।''

নওসাদের অভিযোগ, ''এরপর পুলিশ আমার দলের প্রার্থীদের গ্রেপ্তার করছে। আমাদের কয়েকজন বিডিও অফিসে পৌঁছেছে। বাকিরা যাওয়ার চেষ্টা করছেন। আমিও যাচ্ছি। পুলিশ এই বোমাবাজি ও গুলি দাঁড়িয়ে দেখছে। এই আক্রমণের মদতদাতা তৃণমূল নেতা আরাবুল ও শওকত।''

তৃণমূল নেতা ও বিধায়ক শওকত মোল্লা বলেছেন, ''নওসাদ মিথ্যা কথা বলছেন। তিনি দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ি ভাঙচুর করেছেন। বিভিন্ন জায়গায় বোমা ছুঁড়েছেন। আমাদের কর্মীর গুলি লেগেছে। ওরা বাইরে থেকে লোক এনেছে। তৃণমূলের আরেক নেতা রাজ্জাকের দাবি, আইএসএফকে উৎখাত করবেন তারা।

পুলিশের সাব ইন্সপেক্টর এস আর মির্জা জানিয়েছেন, ''আইএসএফ কর্মীরা সমানে বোমা, গুলি, বোতল ছুঁড়েছে।'' সেই বোতলে লেগে হাত কেটেছে মির্জার।

টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, ভাঙড়ের বিজয়গঞ্জ এলাকায় সমানে বোমা ও গুলি চলেছে। পুলিশ একবার কিছুটা এগিয়েছে, আবার কিছুটা পিছিয়েছে।

ভাঙড়ে মনোননপত্র জমা দিতে না পেরে এক আইএসএফ প্রার্থীকে কাঁদতেও দেখা যায়। একজন আইএসএফ প্রার্থীর পায়ে গুলি লাগে।

ক্যানিংয়ে বিজেপি প্রার্থীদের মার

ক্যানিংয়ে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করতে গেলে বিডিও অফিস চত্বরে থাকা তৃণমূল কর্মীরা তাদের মারধর শুরু করেন। টিভি-র ফুটেজে দেখা যায়, বাঁশ দিয়ে তাদের মারা হচ্ছে। প্রচুর মানুষ বিডিও অফিসে চত্বরে আছেন। বিজেপি-র নেতা ও কর্মীরা অভিযোগ করেন, তারা সেখানে যেতেই তাদের উপর তৃণমূলের কর্মী, সমর্থকরা চড়াও হন। 

নন্দীগ্রামের পরিস্থিতি

নন্দীগ্রামের ১৭টি অঞ্চলে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করেছেন। তারা তৃণমূল বাঁচাও মঞ্চের হয়ে প্রার্থী হয়েছেন। তৃণমূল প্রার্থীদের হারাতেই তারা মাঠে নেমেছেন বলে জানিয়েছেন।

বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিজেপি প্রার্থীরা মঙ্গলবার মনোনয়নপত্র পেশ করেছেন।

ফলপ্রকাশের আগেই

বজবজে ফলপ্রকাশের আগেই তৃণমূল প্রার্থীরা বিজয়োৎসব পালন করেছেন। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিডিও অফিস ঘিরে রেখেছে। তারা তৃণমূল ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভিতরে যেতে দিচ্ছে না। আর তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করে আবির মেখে বিজয়োৎসব পালন করেছেন।

জিএইচ/এসজি (পিটিআই, এবিপি আনন্দ, টিভি৯)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ