1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঞ্চায়েত ভোটে হিংসা অব্যাহত, মৃত বেড়ে ১০

২৪ জুন ২০২৩

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের বলি আরো একজন৷ শনিবার বিস্ফোরণে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে৷ নির্বাচন ঘোষণার ১৬ দিনে প্রাণ গেল ১০ জনের৷

Indien Protest gegen die Gewalt vor den Panchayat-Wahlen in Westbengalen
ছবি: Payel Samanta/DW

মৃত আরো এক

পঞ্চায়েত ভোটের আবহে ফের মৃত্যু মুর্শিদাবাদে৷ বেলডাঙ্গায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর৷ পাটখেতে বিস্ফোরণে গুরুতর আহত আলিম শেখ মারা যান হাসপাতালে৷ গ্রামের অদূরে লোকচক্ষুর আড়ালে বোমা বাঁধা হচ্ছিল৷ সকাল সোয়া নয়টা নাগাদ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়৷ পাটগাছে ঘেরা জায়গার মধ্যে অনেক বোমা ছড়িয়ে ছিটিয়ে ছিল৷ বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করে৷ কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের হয়ে বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা৷ শাসক দল অভিযোগ খারিজ করেছে৷ 

শুক্রবার রাতে জেলার রানিনগরে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ হয়৷ মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে৷ গুলি চালানোর অভিযোগও উঠেছে৷ এতে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন৷ শাসক দল এই ঘটনার জন্য দায়ী করেছে কংগ্রেসকে৷ 

‘বিভিন্ন জায়গায় প্রতিরোধ হচ্ছে’

This browser does not support the audio element.

নির্বাচন ঘোষণার পর এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে৷ গত বৃহস্পতিবার পুরুলিয়া জেলার আদ্রায় তৃণমূল টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলি করে হত্যা করা হয়৷ এই ঘটনায় শুক্রবার দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

রাজ্যে পৌঁছল বাহিনী

রাজ্য নির্বাচন কমিশনের আবেদন অনুযায়ী ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ২২ কোম্পানি আধাসেনা এসে পৌঁছেছে৷ উপদ্রুত ভাঙড়, দিনহাটা-সহ বিভিন্ন এলাকায় জওয়ানরা পৌঁছে গিয়েছেন৷ শুরু হয়েছে রুটমার্চ৷ আদালতের নির্দেশে পরে মোট ৮২২ কোম্পানি বাহিনীর জন্য আবেদন জানিয়েছে কমিশন৷ 

আপাতত ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আরো ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কমিশন চিঠি দিয়েছে৷ কিন্তু এক দফায় ভোটগ্রহণের জন্য ৮২২ কোম্পানি বাহিনী অর্থাৎ ৮২ হাজার আধাসেনার ব্যবস্থা করা যে সমস্যার, সেটা আদালতকে কেন্দ্র জানিয়েছে৷ 

এর পরিপ্রেক্ষিতে জল্পনা চলছে, তা হলে কি একের বদলে একাধিক পর্যায়ে পঞ্চায়েত ভোট হবে৷ বিরোধীরা এমনটাই দাবি করছে৷ তেমন সম্ভাবনার কথা শুক্রবার খারিজ করেছে কমিশন৷ ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে এমনই বিপুল সংখ্যায় বাহিনী রাজ্যে এসেছিল৷ তবে নির্বাচন হয়েছিল তিন দফায়৷ এবারও কি সেই পরিস্থিতি হবে? নজর রয়েছে আদালতের দিকে৷ 

ভোটের পরেও বাহিনী

এই বাহিনীকে পঞ্চায়েত ভোটের পরও রাজ্যে কিছুদিন রাখতে চায় বিরোধীরা৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে হিংসাত্মক ঘটনা ঘটেছিল৷ নেতা-কর্মীরা আক্রান্ত হওয়ায় বিজেপি আঙুল তুলেছিল শাসক তৃণমূলের দিকে৷ সেই নজির স্মরণ করিয়ে পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর আরো ১৫ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েনের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ 

শুক্রবার শুভেন্দু দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে৷ তার নেতৃত্বে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল দাবি করে, ভোটগ্রহণের সময় সব বুথ ও গণনার সময় কেন্দ্রে সশস্ত্র পুলিশ রাখতে হবে৷ 

কমিশন ও রাজ্য এই ভোটে আধাসেনা মোতায়েনের বিরোধিতা করেছে৷ তৃণমূলপন্থি পর্যবেক্ষক ভাস্কর সিংহরায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যের হাতে আইনশৃঙ্খলা রক্ষার ভার৷ সেখানে বাহিনী পাঠানো সাংবিধানিক বলে মনে হয় না৷ রাজ্য পুলিশই নির্বিঘ্নে ভোট করাতে পারে৷''

কমিশনের সাময়িক স্বস্তি

মনোনয়ন সংক্রান্ত নথি বিকৃতির মামলায় শুক্রবার কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ উলুবেড়িয়া ২ ব্লকের বিডিও বাম প্রার্থীদের মনোনয়নের নথি বিকৃত করে তা বাতিল করেছেন বলে অভিযোগ উঠেছে৷ বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ৷

কমিশন এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানায়৷ শুক্রবার বৃহত্তর বেঞ্চ সিবিআই তদন্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে৷ আগামী সোমবার মামলার পরের শুনানি৷

বিনা ভোটে জয়

পঞ্চায়েতের তিনটি স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের জয়ের হার বাড়ল৷ আগে কমিশন জানিয়েছিল, তৃণমূলের বিরুদ্ধে ৯.৪৮ শতাংশ আসনে কোনো প্রার্থী নেই৷ কিন্তু শুক্রবার কমিশনের হিসেব অনুযায়ী এই হার ১২.১৯ শতাংশ৷ 

গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে ৮ হাজার দুইটি আসনে তৃণমূল বিনা ভোটে জিতেছে৷ পঞ্চায়েত সমিতির ৯৯১ ও জেলা পরিষদের ১৬টি আসনে ভোটের প্রয়োজন হবে না বিরোধী প্রার্থী না থাকায়৷

প্রবীণ সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত ডয়চে ভেলেকে বলেন, ‘‘গতবারের থেকে এবার বিরোধীরা অনেক বেশি প্রস্তুত৷ তাই বিভিন্ন জায়গায় প্রতিরোধ হচ্ছে৷ অনেকক্ষেত্রে সাধারণ মানুষও এই প্রতিরোধে অংশ নিয়েছেন৷ তার প্রতিফলন দেখা যাচ্ছে মনোনয়নের হিসেবে৷''

'সৌদি' মনোনয়ন বাতিল

উত্তর ২৪ পরগনার মিনাখাঁর এক তৃণমূল প্রার্থী মহিরুদ্দিন গাজির মনোনয়ন বাতিল করেছে কলকাতা হাইকোর্ট৷ তিনি সৌদি আরবে থাকাকালীন মনোনয়নপত্র জমা করেন৷ এ নিয়ে বিরোধীরা আপত্তি তোলে৷ 

প্রার্থীর সশরীরে হাজির হয়ে বিডিও বা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দেয়ার কথা৷ ৪ জুন দেশের বাইরে চলে যাওয়া মহিরুদ্দিন কীভাবে নিয়ম মেনে মনোনয়ন দিলেন, এই প্রশ্ন ওঠায় পঞ্চায়েত নির্বাচনে তিনি লড়তে পারবেন না৷

মনোনয়ন পর্বের নানা ঘটনাক্রম দেখে পর্যবেক্ষক অমল মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমার মাথা হেঁট হয়ে যায়৷ অনেকেরই হয়৷ শাসক ভুলে যায়, গণতন্ত্রে বিরোধী দল থাকে৷ আবার বিরোধীরাও হিংসায় যুক্ত৷ তাই শাসক পক্ষের মানুষরাও মারা যাচ্ছে৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ